সোনারগাঁয়ে শিক্ষক পরিবারের ওপর সন্ত্রাসী হামলা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের একটি অবৈতনিক বিদ্যালয়ের শিক্ষক পরিবারের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। হামলাকারীরা অবৈতনিক বিদ্যালয়টি বন্ধেরও হুমকি দিয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীদের।

সন্ত্রাসী হামলায় উপজেলার বারদী ইউনিয়নের নুনেরটেক রঘুনারচর গ্রামের ‘মায়াদ্বীপ শিশু পাঠশালা’র প্রধান শিক্ষকসহ ৫ জন আহত হয়েছেন। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহত প্রধান শিক্ষক মরিয়ম আক্তার পাখির ভাই মা. শরীফ বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বাদী বলেন, রঘুনারচর গ্রামে একটি সামাজিক সংগঠন সুবর্ণগ্রাম ফাউন্ডেশন সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ‘মায়াদ্বীপ শিশু পাঠশালা’ নামের একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করে। প্রতিষ্ঠার পর থেকে ওই এলাকার হুন্ডি ব্যবসায়ী আবুল হাশেম বিদ্যালয়টি বন্ধ করার অপচেষ্টায় লিপ্ত হয়। এ নিয়ে বিরোধের জেরে গত শনিবার রাতে পূর্বপরিকল্পিতভাব বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরিয়ম আক্তার পাখির বাড়িতে হামলা চালায় সন্ত্রাসীরা।

অভিযোগে প্রধান আসামি করা হয়েছে আবুল হাশেমকে (৪২)। স্থানীয়রা জানান, তিনি স্থানীয় হুন্ডি ও মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। এই মামলায় আরও আসামি করা হয়েছে আনোয়ার হোসেন ওরফে আন্ডার আলী, মেহেদী, শাহ জালাল, শাহ্ পরান, দ্বীন ইসলাম, রাসেল, ফয়সাল, রাকিব, রহিম আলী, রমজান, শরীফ, ফাহিম, নূর ইসলাম মাসুদ, মঙ্গল আলী ও ইউসুফ আলীসহ ২০-২৫ জনের লাঠিয়াল বাহিনীকে। আসামিরা লাঠিসোঁটা, ধারালো দা, বঁটি, শাবল নিয়ে হামলা করে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

হামলায় মায়াদ্বীপ শিশু পাঠশালার প্রধান শিক্ষক মরিয়ম আক্তার পাখি, তার এক বছর বয়সী শিশু কন্যা পারিশা, সহকারী শিক্ষক রাশেদ, শরীফ, মা নাছিমাকে আহত করা হয়েছে। এ সময় প্রধান শিক্ষককের শ্লীলতাহানিরও চেষ্টা করা হয়।

সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন প্রধান শিক্ষক মরিয়ম আক্তার পাখি বলেন, স্কুল প্রতিষ্ঠার পর থেকেই হুন্ডি ব্যবসায়ী আবুল হাশেম ও তার লোকজন স্কুলটি বন্ধ করে দেয়ার জন্য পাঁয়তারা করে আসছে। প্রতিবাদ করায় তাদের সঙ্গে দ্বন্দ্ব ছিল। এরই জেরে শনিবার রাতে পূর্বপরিকল্পিতভাবে হামলা চালানো হয়।

সহকারী শিক্ষক রাশেদ বলেন, আবুল হাশেমের নেতৃত্বে এ এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকা- হয়ে থাকে। তার একটি নিজস্ব বাহিনী রয়েছে। এ স্কুল বন্ধ করতে পারলে গণ্যমান্য ব্যক্তির এ এলাকায় আসা বন্ধ হয়ে যাবে। ফলে তারা নির্বিঘেœ অপরাধমূলক কর্মকা- চালিয়ে যেতে পারবে।

এদিকে অভিযুক্ত আবুল হাশেম হামলার ঘটনার সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি অস্বীকার করেন। তার দাবি, তিনি অসুস্থ, তিনি হামলার ঘটনা যে বাড়িতে ঘটেছে সে বাড়িতেও যাননি।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) এসএম শফিকুল ইসলাম বলেন, হামলার ঘটনায় অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্তের জন্য পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

সোমবার, ২৪ জানুয়ারী ২০২২ , ১০ মাঘ ১৪২৮ ২০ জমাদিউস সানি ১৪৪৩

সোনারগাঁয়ে শিক্ষক পরিবারের ওপর সন্ত্রাসী হামলা

নিজস্ব বার্তা পরিবেশক

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের একটি অবৈতনিক বিদ্যালয়ের শিক্ষক পরিবারের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। হামলাকারীরা অবৈতনিক বিদ্যালয়টি বন্ধেরও হুমকি দিয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীদের।

সন্ত্রাসী হামলায় উপজেলার বারদী ইউনিয়নের নুনেরটেক রঘুনারচর গ্রামের ‘মায়াদ্বীপ শিশু পাঠশালা’র প্রধান শিক্ষকসহ ৫ জন আহত হয়েছেন। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহত প্রধান শিক্ষক মরিয়ম আক্তার পাখির ভাই মা. শরীফ বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বাদী বলেন, রঘুনারচর গ্রামে একটি সামাজিক সংগঠন সুবর্ণগ্রাম ফাউন্ডেশন সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ‘মায়াদ্বীপ শিশু পাঠশালা’ নামের একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করে। প্রতিষ্ঠার পর থেকে ওই এলাকার হুন্ডি ব্যবসায়ী আবুল হাশেম বিদ্যালয়টি বন্ধ করার অপচেষ্টায় লিপ্ত হয়। এ নিয়ে বিরোধের জেরে গত শনিবার রাতে পূর্বপরিকল্পিতভাব বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরিয়ম আক্তার পাখির বাড়িতে হামলা চালায় সন্ত্রাসীরা।

অভিযোগে প্রধান আসামি করা হয়েছে আবুল হাশেমকে (৪২)। স্থানীয়রা জানান, তিনি স্থানীয় হুন্ডি ও মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। এই মামলায় আরও আসামি করা হয়েছে আনোয়ার হোসেন ওরফে আন্ডার আলী, মেহেদী, শাহ জালাল, শাহ্ পরান, দ্বীন ইসলাম, রাসেল, ফয়সাল, রাকিব, রহিম আলী, রমজান, শরীফ, ফাহিম, নূর ইসলাম মাসুদ, মঙ্গল আলী ও ইউসুফ আলীসহ ২০-২৫ জনের লাঠিয়াল বাহিনীকে। আসামিরা লাঠিসোঁটা, ধারালো দা, বঁটি, শাবল নিয়ে হামলা করে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

হামলায় মায়াদ্বীপ শিশু পাঠশালার প্রধান শিক্ষক মরিয়ম আক্তার পাখি, তার এক বছর বয়সী শিশু কন্যা পারিশা, সহকারী শিক্ষক রাশেদ, শরীফ, মা নাছিমাকে আহত করা হয়েছে। এ সময় প্রধান শিক্ষককের শ্লীলতাহানিরও চেষ্টা করা হয়।

সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন প্রধান শিক্ষক মরিয়ম আক্তার পাখি বলেন, স্কুল প্রতিষ্ঠার পর থেকেই হুন্ডি ব্যবসায়ী আবুল হাশেম ও তার লোকজন স্কুলটি বন্ধ করে দেয়ার জন্য পাঁয়তারা করে আসছে। প্রতিবাদ করায় তাদের সঙ্গে দ্বন্দ্ব ছিল। এরই জেরে শনিবার রাতে পূর্বপরিকল্পিতভাবে হামলা চালানো হয়।

সহকারী শিক্ষক রাশেদ বলেন, আবুল হাশেমের নেতৃত্বে এ এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকা- হয়ে থাকে। তার একটি নিজস্ব বাহিনী রয়েছে। এ স্কুল বন্ধ করতে পারলে গণ্যমান্য ব্যক্তির এ এলাকায় আসা বন্ধ হয়ে যাবে। ফলে তারা নির্বিঘেœ অপরাধমূলক কর্মকা- চালিয়ে যেতে পারবে।

এদিকে অভিযুক্ত আবুল হাশেম হামলার ঘটনার সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি অস্বীকার করেন। তার দাবি, তিনি অসুস্থ, তিনি হামলার ঘটনা যে বাড়িতে ঘটেছে সে বাড়িতেও যাননি।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) এসএম শফিকুল ইসলাম বলেন, হামলার ঘটনায় অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্তের জন্য পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।