র‌্যাশফোর্ডের গোলে পূর্ণ পয়েন্ট পেল ম্যানইউ

ম্যানচেস্টার ইউনাইটেড শনিবার ইংলিশ প্রিমিয়ার লীগে নিজেদের মাঠে ইনজুরি টাইমের গোলে ওয়েস্ট হ্যাম  ইউনাইটেডকে পরাজিত করেছে। এ ম্যাচে জয়ী হয়ে ম্যানইউ সাময়িকভাবে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে উঠেছে। আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লীগে খেলতে হলে তাদের সেরা চার এ থেকে লীগ শেষ করতে হবে। আপাতত সে লক্ষ্য নিয়ে খেলে চলেছে ম্যানইউ।

শনিবারের ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেড অপেক্ষাকৃত ভালো খেললেও ওয়েস্ট হ্যামের গোলরক্ষক আলফনসো অ্যারেওলাকে পরাস্ত করা সম্ভব হচ্ছিল না। অন্যদিকে দ্বিতীয়ার্ধে বেশ কয়েকবার ওয়েস্ট হ্যাম কাউন্টার অ্যাটাকে বিপজ্জনক হয়ে উঠছিল। মিডফিল্ডে ডেকলান রাইচ বেশ ভালো খেলেন। এছাড়া জ্যারড বোয়েনও প্রতিপক্ষের শিবিরে আতঙ্ক ছড়ান।

ক্রিস্টিয়ানো রোনালদো গোল করতে না পারলেও মোটামুটি ভালোই খেলেছেন। ম্যাচের প্রথমার্ধে তিনি ব্রুনো ফার্নান্ডেজের ক্রসে সংযোগ ঘটাতে ব্যর্থ হন। খেলার শেষ দিকে তার একটি চমৎকার শট বাচিয়ে দেন গোলরক্ষক অ্যারেওলা। একের পর এক চেষ্টা সত্ত্বেও কোন গোল না পাওয়ায় কোচ র‌্যাংকিনক মাঠে নামান তিন খেলোয়াড়কে।

সোমবার, ২৪ জানুয়ারী ২০২২ , ১০ মাঘ ১৪২৮ ২০ জমাদিউস সানি ১৪৪৩

র‌্যাশফোর্ডের গোলে পূর্ণ পয়েন্ট পেল ম্যানইউ

সংবাদ স্পোর্টস ডেস্ক

ম্যানচেস্টার ইউনাইটেড শনিবার ইংলিশ প্রিমিয়ার লীগে নিজেদের মাঠে ইনজুরি টাইমের গোলে ওয়েস্ট হ্যাম  ইউনাইটেডকে পরাজিত করেছে। এ ম্যাচে জয়ী হয়ে ম্যানইউ সাময়িকভাবে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে উঠেছে। আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লীগে খেলতে হলে তাদের সেরা চার এ থেকে লীগ শেষ করতে হবে। আপাতত সে লক্ষ্য নিয়ে খেলে চলেছে ম্যানইউ।

শনিবারের ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেড অপেক্ষাকৃত ভালো খেললেও ওয়েস্ট হ্যামের গোলরক্ষক আলফনসো অ্যারেওলাকে পরাস্ত করা সম্ভব হচ্ছিল না। অন্যদিকে দ্বিতীয়ার্ধে বেশ কয়েকবার ওয়েস্ট হ্যাম কাউন্টার অ্যাটাকে বিপজ্জনক হয়ে উঠছিল। মিডফিল্ডে ডেকলান রাইচ বেশ ভালো খেলেন। এছাড়া জ্যারড বোয়েনও প্রতিপক্ষের শিবিরে আতঙ্ক ছড়ান।

ক্রিস্টিয়ানো রোনালদো গোল করতে না পারলেও মোটামুটি ভালোই খেলেছেন। ম্যাচের প্রথমার্ধে তিনি ব্রুনো ফার্নান্ডেজের ক্রসে সংযোগ ঘটাতে ব্যর্থ হন। খেলার শেষ দিকে তার একটি চমৎকার শট বাচিয়ে দেন গোলরক্ষক অ্যারেওলা। একের পর এক চেষ্টা সত্ত্বেও কোন গোল না পাওয়ায় কোচ র‌্যাংকিনক মাঠে নামান তিন খেলোয়াড়কে।