সূচক কমলেও বেড়েছে লেনদেন

সপ্তাহের শেষ কার্যদিবস গতকাল পতন হয়েছে শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারের সব সূচক কমেছে। সূচকের সঙ্গে কমেছে বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। তবে টাকার পরিমাণে লেনদেন বেড়েছে।

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪.৮৯ পয়েন্ট বা ০.০৬ শতাংশ কমে সাত হাজার ২৭.৫৫ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইর শরিয়াহ সূচক ৪.০৮ পয়েন্ট বা ০.২৭ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৯.৮২ পয়েন্ট বা ০.৩৭ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪৯৯.৯৭ পয়েন্টে এবং দুই হাজার ৬০২.৩৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে এক হাজার ২১৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১০৩ কোটি ২২ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল এক হাজার ১১৫ কোটি ৭৮ লাখ টাকার।

ডিএসইতে ৩৮১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৪২টির বা ৩৭.২৭ শতাংশ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। দর কমেছে ১৮৪টির বা ৪৮.২৯ শতাংশের এবং ৫৫টি বা ১৪.৪৪ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১১.০৬ পয়েন্ট বা ০.০৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ২০ হাজার ৫৮৬.৬২ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ৩১২টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১২২টির, কমেছে ১৪৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টির দর। সিএসইতে ৪৮ কোটি ৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগ্রহের শীর্ষে রয়েছে বিবিএস। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৪২টির বা ৩৭.২৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে বিবিএসের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগের কার্যদিবস বিবিএসের শেয়ারের ক্লোজিং দর ছিল ২০ টাকায়। লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ২২ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ২ টাকা বা ১০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে বিবিএস ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে। দর হারানোর শীর্ষে প্রিমিয়ার সিমেন্ট ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৮৪টির বা ৪৮.২৯ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে প্রিমিয়ার সিমেন্টের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগের কার্যদিবস প্রিমিয়ার সিমেন্টের শেয়ারের ক্লোজিং দর ছিল ৬৩.১০ টাকায়। লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৫৮.৬০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ৪.৫০ টাকা বা ৭.১৩ শতাংশ কমেছে। এর মাধ্যমে প্রিমিয়ার সিমেন্ট ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইস্টার্ন ইন্স্যুরেন্সের ৪.৭৯ শতাংশ, বিকন ফার্মার ৪.৪৫ শতাংশ, স্কয়ার টেক্সটাইলের ৪.৩৮ শতাংশ, হাইডেলবার্গ সিমেন্টের ৪.৩৩ শতাংশ, জুট স্পিনার্সের ৪.১৯ শতাংশ, নর্দার্ন ইন্স্যুরেন্সের ৩.৮৯ শতাংশ, ইস্টার্ন হাউজিংয়ের ৩.৭৬ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ৩.৭৪ শতাংশ এবং তাল্লু স্পিনিংয়ের শেয়ার দর ৩.৭৩ শতাংশ কমেছে।

এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইউনিয়ন ব্যাংকের ১০ শতাংশ, বাংলাদেশ শিপিং করপোরেশনের ৯.৯৬ শতাংশ, ইউনিয়ন ইন্স্যুরেন্সের ৯.৮৭ শতাংশ, বিডি থাই ফুডের ৯.৭৭ শতাংশ, কুইন সাউথ টেক্সটাইলের ৯.৭৬ শতাংশ, বেঙ্গল উইন্ডসোরের ৯.৭৩ শতাংশ, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ৮.২৫ শতাংশ, বিডি ল্যাম্পসের ৭.৮১ শতাংশ এবং ভিএফএস থ্রেড ডাইংয়ের শেয়ার দর ৭.৭৬ শতাংশ বেড়েছে।

শুক্রবার, ২৮ জানুয়ারী ২০২২ , ১৪ মাঘ ১৪২৮, ২৪ জমাদিউস সানি ১৪৪৩

সূচক কমলেও বেড়েছে লেনদেন

অর্থনৈতিক বার্তা পরিবেশক

সপ্তাহের শেষ কার্যদিবস গতকাল পতন হয়েছে শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারের সব সূচক কমেছে। সূচকের সঙ্গে কমেছে বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। তবে টাকার পরিমাণে লেনদেন বেড়েছে।

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪.৮৯ পয়েন্ট বা ০.০৬ শতাংশ কমে সাত হাজার ২৭.৫৫ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইর শরিয়াহ সূচক ৪.০৮ পয়েন্ট বা ০.২৭ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৯.৮২ পয়েন্ট বা ০.৩৭ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪৯৯.৯৭ পয়েন্টে এবং দুই হাজার ৬০২.৩৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে এক হাজার ২১৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১০৩ কোটি ২২ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল এক হাজার ১১৫ কোটি ৭৮ লাখ টাকার।

ডিএসইতে ৩৮১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৪২টির বা ৩৭.২৭ শতাংশ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। দর কমেছে ১৮৪টির বা ৪৮.২৯ শতাংশের এবং ৫৫টি বা ১৪.৪৪ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১১.০৬ পয়েন্ট বা ০.০৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ২০ হাজার ৫৮৬.৬২ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ৩১২টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১২২টির, কমেছে ১৪৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টির দর। সিএসইতে ৪৮ কোটি ৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগ্রহের শীর্ষে রয়েছে বিবিএস। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৪২টির বা ৩৭.২৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে বিবিএসের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগের কার্যদিবস বিবিএসের শেয়ারের ক্লোজিং দর ছিল ২০ টাকায়। লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ২২ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ২ টাকা বা ১০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে বিবিএস ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে। দর হারানোর শীর্ষে প্রিমিয়ার সিমেন্ট ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৮৪টির বা ৪৮.২৯ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে প্রিমিয়ার সিমেন্টের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগের কার্যদিবস প্রিমিয়ার সিমেন্টের শেয়ারের ক্লোজিং দর ছিল ৬৩.১০ টাকায়। লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৫৮.৬০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ৪.৫০ টাকা বা ৭.১৩ শতাংশ কমেছে। এর মাধ্যমে প্রিমিয়ার সিমেন্ট ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইস্টার্ন ইন্স্যুরেন্সের ৪.৭৯ শতাংশ, বিকন ফার্মার ৪.৪৫ শতাংশ, স্কয়ার টেক্সটাইলের ৪.৩৮ শতাংশ, হাইডেলবার্গ সিমেন্টের ৪.৩৩ শতাংশ, জুট স্পিনার্সের ৪.১৯ শতাংশ, নর্দার্ন ইন্স্যুরেন্সের ৩.৮৯ শতাংশ, ইস্টার্ন হাউজিংয়ের ৩.৭৬ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ৩.৭৪ শতাংশ এবং তাল্লু স্পিনিংয়ের শেয়ার দর ৩.৭৩ শতাংশ কমেছে।

এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইউনিয়ন ব্যাংকের ১০ শতাংশ, বাংলাদেশ শিপিং করপোরেশনের ৯.৯৬ শতাংশ, ইউনিয়ন ইন্স্যুরেন্সের ৯.৮৭ শতাংশ, বিডি থাই ফুডের ৯.৭৭ শতাংশ, কুইন সাউথ টেক্সটাইলের ৯.৭৬ শতাংশ, বেঙ্গল উইন্ডসোরের ৯.৭৩ শতাংশ, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ৮.২৫ শতাংশ, বিডি ল্যাম্পসের ৭.৮১ শতাংশ এবং ভিএফএস থ্রেড ডাইংয়ের শেয়ার দর ৭.৭৬ শতাংশ বেড়েছে।