৫ জেলায় মৃত্যু ২, শনাক্ত ১৫১

রাজশাহীতে মৃত্যু ১

প্রতিনিধি, রাজশাহী
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনায় এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, বুধবার রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে ৪৬৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২৮২ নমুনায় মিলেছে করোনাভাইরাস। নমুনা পরীক্ষার হিসেবে শনাক্তের হার ৬০ দশমিক ৩৯ শতাংশ। এর মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ৯০ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয় ৪৫ জনের শরীরে। এ সময় রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে ৩৭৭ জনের নমুনা পরীক্ষা করে করোনা ধরা পড়ে ২৩৭ জনের শরীরে। এর আগে গত মঙ্গলবার রাজশাহীর দুইটি পিসিআর ল্যাবে ৫৮৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩৪৪ নমুনায় মিলে করোনাভাইরাস। নমুনা পরীক্ষার হিসেবে শনাক্তের হার সেদিন ৫৮ দশমিক ৬০ শতাংশ ছিল।

যশোরে মৃত্যু ২

যশোর অফিস
যশোরে করোনা আক্রান্ত হয়ে একজন ও উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। যশোর জেনারেল হাসপাতালের রেডজোন ও আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ও গত বুধবার ভোরে এদের মৃত্যু হয়। এদের কেউই টিকা গ্রহণ করেনি।

মৃতরা হলেন, যশোর সদর উপজেলার নারাঙ্গালী গ্রামের কুদরতুল্লাহ (৭১) ও বাঘারপাড়া উপজেলার সুখদেবনগর গ্রামের আব্দুর রহিম (৬৫) এবং ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার শ্রীরামপুর গ্রামের তরিকুল ইসলাম (৫৫)।

যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আখতারুজ্জামান জানান, করোনা আক্রান্ত বা উপসর্গ নিয়ে এখন যারা হাসপাতালে ভর্তি হচ্ছেন এদের অধিকাংশই টিকা গ্রহণ করেননি।

কিশোরগঞ্জে শনাক্ত ১১৯

জেলা বার্তা পরিবেশক, কিশোরগঞ্জ
কিশোরগঞ্জে নতুন ১১৯ জনের করোনা ধরা পড়েছে। সিভিল সার্জন ডা. সাইফুল ইসলামের বুধবার রাতে প্রকাশ করা জেলার পূর্ববর্তী ২৪ ঘণ্টার করোনা সংক্রান্ত প্রতিবেদনে দেখা গেছে, ৫০৮টি নমুনা পরীক্ষায় সদরে ৬৫ জন, ভৈরবে ২৫ জন, কটিয়াদীতে ১০ জন, হোসেনপুরে ৮ জন, পাকুন্দিয়ায় ও কুলিয়ারচরে ৩ জন করে, করিমগঞ্জে ২ জন এবং নিকলী, বাজিতপুর ও মিঠামইনে একজন করে নতুন রোগী শনাক্ত হয়েছে। এছাড়া অন্য জেলায় আক্রান্ত ২৯ জন এবং পুরনো ৪ রোগির নমুনাও পুনরায় পজিটিভ হয়েছে। বুধবার রাতে জেলায় সর্বশেষ করোনায় চিকিৎসাধীন ছিলেন মোট ৫৪৮ জন।

ঝালকাঠিতে শনাক্ত ৩০

জেলা বার্তা পরিবেশক, ঝালকাঠি
ঝালকাঠিতে গত ২৪ ঘণ্টায় ৩০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ৬৫ জনের করোনার পরীক্ষায় সংক্রমণের হার প্রায় অর্ধেক। আক্রান্তের তালিকায় কাঠালিয়া উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডা. তাপস কুমার তালুকদার, জেলা প্রশাসক কার্যালয়ের নাজির শাহাদাৎ চৌধুরী ও নেজারত শাখার আরও ২ কর্মচারী মো. নাজিম উদ্দিন ও তাপস রায়। এ পর্যন্ত জেলায় ১৬ হাজার ৭৭৩ জনের নমানা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে ৪৭৭৭ জন পজেটিভ ও ১১৯৯০জন নেগেটিভ রিপোর্ট পাওয়া গেছে। সুস্থ হয়েছে ৪৫৮৯ জন, মৃত্যু ৭৩ জনের । বর্তমানে হোম আইসোলেশনে ১১৫ জন।

কুষ্টিয়ার ডিসিসহ আক্রান্ত দুই

জেলা বার্তা পরিবেশক, কুষ্টিয়া
কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আর. এম সেলিম শাহনেওয়াজ করোনায় আক্রান্ত হয়েছেন। কুষ্টিয়া জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. সবুজ হাসান প্রশাসনের এই দুই শীর্ষ কর্মকর্তার করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি গণমাধ্যম কর্মীদের কাছে নিশ্চিত করে জানান, শরীরে উপসর্গ থাকায় গত মঙ্গলবার সকালে জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম কুষ্টিয়া জেনারেল হাসপাতালে করোনার নমুনা দেন। সন্ধ্যায় ফলাফলে জানা যায় তিনি করোনা পজিটিভ। জেলা প্রশাসক বর্তমানে ঢাকায় অবস্থান করছেন এবং শারীরিকভাবে সুস্থ রয়েছেন।

শুক্রবার, ২৮ জানুয়ারী ২০২২ , ১৪ মাঘ ১৪২৮, ২৪ জমাদিউস সানি ১৪৪৩

৫ জেলায় মৃত্যু ২, শনাক্ত ১৫১

রাজশাহীতে মৃত্যু ১

প্রতিনিধি, রাজশাহী
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনায় এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, বুধবার রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে ৪৬৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২৮২ নমুনায় মিলেছে করোনাভাইরাস। নমুনা পরীক্ষার হিসেবে শনাক্তের হার ৬০ দশমিক ৩৯ শতাংশ। এর মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ৯০ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয় ৪৫ জনের শরীরে। এ সময় রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে ৩৭৭ জনের নমুনা পরীক্ষা করে করোনা ধরা পড়ে ২৩৭ জনের শরীরে। এর আগে গত মঙ্গলবার রাজশাহীর দুইটি পিসিআর ল্যাবে ৫৮৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩৪৪ নমুনায় মিলে করোনাভাইরাস। নমুনা পরীক্ষার হিসেবে শনাক্তের হার সেদিন ৫৮ দশমিক ৬০ শতাংশ ছিল।

যশোরে মৃত্যু ২

যশোর অফিস
যশোরে করোনা আক্রান্ত হয়ে একজন ও উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। যশোর জেনারেল হাসপাতালের রেডজোন ও আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ও গত বুধবার ভোরে এদের মৃত্যু হয়। এদের কেউই টিকা গ্রহণ করেনি।

মৃতরা হলেন, যশোর সদর উপজেলার নারাঙ্গালী গ্রামের কুদরতুল্লাহ (৭১) ও বাঘারপাড়া উপজেলার সুখদেবনগর গ্রামের আব্দুর রহিম (৬৫) এবং ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার শ্রীরামপুর গ্রামের তরিকুল ইসলাম (৫৫)।

যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আখতারুজ্জামান জানান, করোনা আক্রান্ত বা উপসর্গ নিয়ে এখন যারা হাসপাতালে ভর্তি হচ্ছেন এদের অধিকাংশই টিকা গ্রহণ করেননি।

কিশোরগঞ্জে শনাক্ত ১১৯

জেলা বার্তা পরিবেশক, কিশোরগঞ্জ
কিশোরগঞ্জে নতুন ১১৯ জনের করোনা ধরা পড়েছে। সিভিল সার্জন ডা. সাইফুল ইসলামের বুধবার রাতে প্রকাশ করা জেলার পূর্ববর্তী ২৪ ঘণ্টার করোনা সংক্রান্ত প্রতিবেদনে দেখা গেছে, ৫০৮টি নমুনা পরীক্ষায় সদরে ৬৫ জন, ভৈরবে ২৫ জন, কটিয়াদীতে ১০ জন, হোসেনপুরে ৮ জন, পাকুন্দিয়ায় ও কুলিয়ারচরে ৩ জন করে, করিমগঞ্জে ২ জন এবং নিকলী, বাজিতপুর ও মিঠামইনে একজন করে নতুন রোগী শনাক্ত হয়েছে। এছাড়া অন্য জেলায় আক্রান্ত ২৯ জন এবং পুরনো ৪ রোগির নমুনাও পুনরায় পজিটিভ হয়েছে। বুধবার রাতে জেলায় সর্বশেষ করোনায় চিকিৎসাধীন ছিলেন মোট ৫৪৮ জন।

ঝালকাঠিতে শনাক্ত ৩০

জেলা বার্তা পরিবেশক, ঝালকাঠি
ঝালকাঠিতে গত ২৪ ঘণ্টায় ৩০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ৬৫ জনের করোনার পরীক্ষায় সংক্রমণের হার প্রায় অর্ধেক। আক্রান্তের তালিকায় কাঠালিয়া উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডা. তাপস কুমার তালুকদার, জেলা প্রশাসক কার্যালয়ের নাজির শাহাদাৎ চৌধুরী ও নেজারত শাখার আরও ২ কর্মচারী মো. নাজিম উদ্দিন ও তাপস রায়। এ পর্যন্ত জেলায় ১৬ হাজার ৭৭৩ জনের নমানা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে ৪৭৭৭ জন পজেটিভ ও ১১৯৯০জন নেগেটিভ রিপোর্ট পাওয়া গেছে। সুস্থ হয়েছে ৪৫৮৯ জন, মৃত্যু ৭৩ জনের । বর্তমানে হোম আইসোলেশনে ১১৫ জন।

কুষ্টিয়ার ডিসিসহ আক্রান্ত দুই

জেলা বার্তা পরিবেশক, কুষ্টিয়া
কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আর. এম সেলিম শাহনেওয়াজ করোনায় আক্রান্ত হয়েছেন। কুষ্টিয়া জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. সবুজ হাসান প্রশাসনের এই দুই শীর্ষ কর্মকর্তার করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি গণমাধ্যম কর্মীদের কাছে নিশ্চিত করে জানান, শরীরে উপসর্গ থাকায় গত মঙ্গলবার সকালে জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম কুষ্টিয়া জেনারেল হাসপাতালে করোনার নমুনা দেন। সন্ধ্যায় ফলাফলে জানা যায় তিনি করোনা পজিটিভ। জেলা প্রশাসক বর্তমানে ঢাকায় অবস্থান করছেন এবং শারীরিকভাবে সুস্থ রয়েছেন।