সাইডলাইনে বিনিয়োগকারী, টানা পতন শেয়ারবাজারে

ক্রেতা নেই ৫৭ প্রতিষ্ঠানের শেয়ারে

অব্যাহত দরপতনে শেয়ার ক্রয়-বিক্রয়ে নিষ্ক্রিয় অবস্থানে রয়েছে বিনিয়োগকারীরা। ফলে ক্রেতা সংকটের পাশাপাশি ব্যাপক দরপতনও হচ্ছে পুঁজিবাজার। সদ্য সমাপ্ত সপ্তাহের ৫ কার্যদিবসের ৪ কার্যদিবসেই পতন হয়েছে পুঁজিবাজারে। বিনিয়োগকারীরা সাইডলাইনে যাওয়ায় সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক লেনদেন বিগত ১ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, প্রাতিষ্ঠানিক ও বড় বিনিয়োগকারীদের পক্ষ থেকে রমজানে পুঁজিবাজারে নতুন বিনিয়োগের আশ্বাস দেয়া হলেও তা হচ্ছে না। ফলে বিগত প্রায় ৫ মাসের দরপতনে লোকসানে থাকা বিনিয়োগকারীরা সাইডলাইনে ফিরে গেছে। এতে বাজারে ক্রেতা সংকটের পাশাপাশি দরপতনও বাড়ছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২১.২৪ পয়েন্ট বা ০.৩১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৬৪১.২৩ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২.৬১ পয়েন্ট বা ০.১৭ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৭.৪৪ পয়েন্ট বা ০.৩০ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪৫৩.৬০ পয়েন্টে এবং দুই হাজার ৪৫১.৫৯ পয়েন্টে।

এদিন ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৫১৫ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ২৫ কোটি ১৪ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৪৯০ কোটি ৫০ লাখ টাকার। দিন শেষে ডিএসইতে লেনদেন হওয়া ৩৮১টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৯৯টির বা ২৫.৯৮ শতাংশের শেয়ার ও ইউনিটের। দর কমেছে ২৩০টির বা ৬০.৩৭ শতাংশের এবং ৫২টি বা ১২.৬৫ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

গতকাল ডিএসইতে লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। দিন শেষে কোম্পানিটির ৪২ কোটি ৮৫ লাখ ৮৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় অবস্থানে ছিল সোনালী পেপার, কোম্পানিটির ২৭ কোটি ৭৮ লাখ ৮২ হাজার টাকার লেনদেন হয়েছে। ২৫ কোটি ৪ লাখ এক হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে লাফার্জহোলসিম।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে জিবিবি পাওয়ার, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস, আইপিডিসি ফাইন্যান্স, নাহি অ্যালুমিনিয়াম, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, স্কয়ার ফার্মা এবং ইয়াকিন পলিমার। এদিকে, সদ্য তালিকাভুক্ত জেএমআই হসপিটালের শেয়ার গতকালও বিনিয়োগকারীদের আগ্রহের তালিকায় শীর্ষে ছিল। দিন শেষে কোম্পানিটির ৯.৯৬ শতাংশ বেড়ে ৩৫.৬ টাকায় স্থিতি পেয়েছে। দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে সাফকো স্পিনিংয়ের ৩.৬০ শতাংশ, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৩.৫৩ শতাংশ, হোয়াওয়েল টেক্সটাইলের ৩.১৩ শতাংশ, গ্লোবাল হেবি কেমিক্যালের ৩.০৬ শতাংশ, রহিম টেক্সটাইলের ২.৪৩ শতাংশ, পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ২.৩৭ শতাংশ, বিডি ফাইন্যান্সের ২.২৫ শতাংশ, সাবমেরিন ক্যাবলসের ২.১০ শতাংশ এবং জিবিবি পাওয়ারের ২.০৩ শতাংশ দর বেড়েছে।

অন্যদিকে শেয়ারবাজার সিএসইর প্রধান সূচক সিএসইএক্স ৩২.১১ পয়েন্ট কমে অবস্থান করছে ১১ হাজার ৭০৬.৮০ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে সার্বিক সিএএসপিআই সূচক ৫৪.৫৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯ হাজার ৫১২.৪২ পয়েন্টে এবং সিএসআই সূচক ৬.৪৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ২৩৩.৫২ পয়েন্টে।

এদিন সিএসইতে লেনদেনে অংশ নেয়া ২৬৫টি কোম্পানির মধ্যে শেয়ারের দাম বেড়েছে ৫৯টির, কমেছে ১৬৪টির এবং অপরিবর্তিত আছে ৩৮টির। দিন শেষে সিএসইতে ১৮ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৪ কোটি টাকা কম।

শুক্রবার, ০৮ এপ্রিল ২০২২ , ২৫ চৈত্র ১৪২৮ ০৬ রমাদ্বান ১৪৪৩

সাইডলাইনে বিনিয়োগকারী, টানা পতন শেয়ারবাজারে

ক্রেতা নেই ৫৭ প্রতিষ্ঠানের শেয়ারে

অর্থনৈতিক বার্তা পরিবেশক

অব্যাহত দরপতনে শেয়ার ক্রয়-বিক্রয়ে নিষ্ক্রিয় অবস্থানে রয়েছে বিনিয়োগকারীরা। ফলে ক্রেতা সংকটের পাশাপাশি ব্যাপক দরপতনও হচ্ছে পুঁজিবাজার। সদ্য সমাপ্ত সপ্তাহের ৫ কার্যদিবসের ৪ কার্যদিবসেই পতন হয়েছে পুঁজিবাজারে। বিনিয়োগকারীরা সাইডলাইনে যাওয়ায় সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক লেনদেন বিগত ১ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, প্রাতিষ্ঠানিক ও বড় বিনিয়োগকারীদের পক্ষ থেকে রমজানে পুঁজিবাজারে নতুন বিনিয়োগের আশ্বাস দেয়া হলেও তা হচ্ছে না। ফলে বিগত প্রায় ৫ মাসের দরপতনে লোকসানে থাকা বিনিয়োগকারীরা সাইডলাইনে ফিরে গেছে। এতে বাজারে ক্রেতা সংকটের পাশাপাশি দরপতনও বাড়ছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২১.২৪ পয়েন্ট বা ০.৩১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৬৪১.২৩ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২.৬১ পয়েন্ট বা ০.১৭ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৭.৪৪ পয়েন্ট বা ০.৩০ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪৫৩.৬০ পয়েন্টে এবং দুই হাজার ৪৫১.৫৯ পয়েন্টে।

এদিন ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৫১৫ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ২৫ কোটি ১৪ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৪৯০ কোটি ৫০ লাখ টাকার। দিন শেষে ডিএসইতে লেনদেন হওয়া ৩৮১টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৯৯টির বা ২৫.৯৮ শতাংশের শেয়ার ও ইউনিটের। দর কমেছে ২৩০টির বা ৬০.৩৭ শতাংশের এবং ৫২টি বা ১২.৬৫ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

গতকাল ডিএসইতে লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। দিন শেষে কোম্পানিটির ৪২ কোটি ৮৫ লাখ ৮৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় অবস্থানে ছিল সোনালী পেপার, কোম্পানিটির ২৭ কোটি ৭৮ লাখ ৮২ হাজার টাকার লেনদেন হয়েছে। ২৫ কোটি ৪ লাখ এক হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে লাফার্জহোলসিম।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে জিবিবি পাওয়ার, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস, আইপিডিসি ফাইন্যান্স, নাহি অ্যালুমিনিয়াম, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, স্কয়ার ফার্মা এবং ইয়াকিন পলিমার। এদিকে, সদ্য তালিকাভুক্ত জেএমআই হসপিটালের শেয়ার গতকালও বিনিয়োগকারীদের আগ্রহের তালিকায় শীর্ষে ছিল। দিন শেষে কোম্পানিটির ৯.৯৬ শতাংশ বেড়ে ৩৫.৬ টাকায় স্থিতি পেয়েছে। দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে সাফকো স্পিনিংয়ের ৩.৬০ শতাংশ, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৩.৫৩ শতাংশ, হোয়াওয়েল টেক্সটাইলের ৩.১৩ শতাংশ, গ্লোবাল হেবি কেমিক্যালের ৩.০৬ শতাংশ, রহিম টেক্সটাইলের ২.৪৩ শতাংশ, পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ২.৩৭ শতাংশ, বিডি ফাইন্যান্সের ২.২৫ শতাংশ, সাবমেরিন ক্যাবলসের ২.১০ শতাংশ এবং জিবিবি পাওয়ারের ২.০৩ শতাংশ দর বেড়েছে।

অন্যদিকে শেয়ারবাজার সিএসইর প্রধান সূচক সিএসইএক্স ৩২.১১ পয়েন্ট কমে অবস্থান করছে ১১ হাজার ৭০৬.৮০ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে সার্বিক সিএএসপিআই সূচক ৫৪.৫৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯ হাজার ৫১২.৪২ পয়েন্টে এবং সিএসআই সূচক ৬.৪৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ২৩৩.৫২ পয়েন্টে।

এদিন সিএসইতে লেনদেনে অংশ নেয়া ২৬৫টি কোম্পানির মধ্যে শেয়ারের দাম বেড়েছে ৫৯টির, কমেছে ১৬৪টির এবং অপরিবর্তিত আছে ৩৮টির। দিন শেষে সিএসইতে ১৮ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৪ কোটি টাকা কম।