পুলিশের কাছ থেকে রিকশা ছাড়াতে না পেরে চালকের আত্মহত্যা

হাইওয়ে পুলিশের কাছে আটক উপার্জনের একমাত্র মাধ্যম রিকশা ছাড়াতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছে রিকশাচালক নাজমুল কাজী(৩০)।

গত বুধবার সকালে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবদুল হক আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেন। এরআগে গত মঙ্গলবার রাতে সাভার পৌর এলাকার রেড়িও কলোনি মহল্লার ভাড়া বাসা থেকে ওই রিকশা চালকের মরদেহ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।

নিহতের স্ত্রী নাজমা জানান, ‘ওই রিকশা নাকি রেড়িও কলোনি বাসস্ট্যান্ড থেকে পুলিশ নিয়ে গিয়েছে। তাই রিকশা ছাড়াতে তিন হাজার টাকা লাগবে। এজন্য শ্বশুরের কাছ থেকে টাকা এনে গ্যারেজ মালিকের কাছে যাই। পরে গ্যারেজ মালিক বলে রিকশা ছাড়াতে নাজমুলকে লাগবে। এরপরে বাসায় গিয়ে দেখি ঘরের দরজা বন্ধ। এ সময় ঘরের এক ফাঁকা দিয়ে তাকিয়ে দেখি সে (নাজমুল) আত্মহত্যা করেছে।

এ বিষয়ে সাভার মডেল থানার উপপরিদর্শক(এসআই) আবদুল হক জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তবে আত্মহত্যার কারণ জানতে চাইলে পুলিশের ওই কর্মকর্তা জানান, ‘ওই রিকশাচালক মানসিকভাবে ভারসাম্যহীন ছিল। তাই উত্তেজিত হয়ে এমন ঘটনা ঘটিয়েছে। তাছাড়া ওই চালকের রিকশা চুরি হতে পারে বলে জানান তিনি।

অন্যদিকে সাভার হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, গত মঙ্গলবার রেড়িও কলোনি থেকে কোন রিকশা আটক করা হয়নি। আর রিকশার জরিমানা ৩ হাজার টাকা না ২৪শ’ টাকা বলে জানান তিনি।

আরও খবর
শরণখোলা হাসপাতালে রোগীকে মেয়াদোত্তীর্ণ স্যালাইন পুশ!
নারায়ণগঞ্জে যুবক হত্যা গ্রেপ্তার ২
৩০ বছর পর চৈত্র মাসে তিস্তায় বন্যা : দিশেহারা শত শত কৃষক
অবৈধ অ্যালুমিনিয়াম কারখানায় অভিযান জরিমানা ৪ লাখ
কৃষক আত্মহত্যায় ওসি অপসারণ দাবিতে আদিবাসীদের স্মারকলিপি
প্রস্তাবিত তামাক করে রাজস্ব বাড়বে চল্লিশ হাজার কোটি টাকা
যাত্রীদের ভিক্ষুক মনে করে বিমান
মির্জাপুরে নারীর গলাকাটা দেহ উদ্ধার
বিধবার জমি পুলিশ প্রহরায় দখলচেষ্টা
ছয় দশক ধরে নেতৃত্ব দিয়ে তারা ইতিহাস সৃষ্টি করেছেন
দুদক আ’লীগের লোকেদের পরিচ্ছন্ন সার্টিফিকেট দেয় : গয়েশ্বর
৩৫ কোটি মূল্যের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার : ধৃত ৩

শুক্রবার, ০৮ এপ্রিল ২০২২ , ২৫ চৈত্র ১৪২৮ ০৬ রমাদ্বান ১৪৪৩

পুলিশের কাছ থেকে রিকশা ছাড়াতে না পেরে চালকের আত্মহত্যা

প্রতিনিধি, সাভার (ঢাকা)

হাইওয়ে পুলিশের কাছে আটক উপার্জনের একমাত্র মাধ্যম রিকশা ছাড়াতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছে রিকশাচালক নাজমুল কাজী(৩০)।

গত বুধবার সকালে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবদুল হক আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেন। এরআগে গত মঙ্গলবার রাতে সাভার পৌর এলাকার রেড়িও কলোনি মহল্লার ভাড়া বাসা থেকে ওই রিকশা চালকের মরদেহ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।

নিহতের স্ত্রী নাজমা জানান, ‘ওই রিকশা নাকি রেড়িও কলোনি বাসস্ট্যান্ড থেকে পুলিশ নিয়ে গিয়েছে। তাই রিকশা ছাড়াতে তিন হাজার টাকা লাগবে। এজন্য শ্বশুরের কাছ থেকে টাকা এনে গ্যারেজ মালিকের কাছে যাই। পরে গ্যারেজ মালিক বলে রিকশা ছাড়াতে নাজমুলকে লাগবে। এরপরে বাসায় গিয়ে দেখি ঘরের দরজা বন্ধ। এ সময় ঘরের এক ফাঁকা দিয়ে তাকিয়ে দেখি সে (নাজমুল) আত্মহত্যা করেছে।

এ বিষয়ে সাভার মডেল থানার উপপরিদর্শক(এসআই) আবদুল হক জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তবে আত্মহত্যার কারণ জানতে চাইলে পুলিশের ওই কর্মকর্তা জানান, ‘ওই রিকশাচালক মানসিকভাবে ভারসাম্যহীন ছিল। তাই উত্তেজিত হয়ে এমন ঘটনা ঘটিয়েছে। তাছাড়া ওই চালকের রিকশা চুরি হতে পারে বলে জানান তিনি।

অন্যদিকে সাভার হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, গত মঙ্গলবার রেড়িও কলোনি থেকে কোন রিকশা আটক করা হয়নি। আর রিকশার জরিমানা ৩ হাজার টাকা না ২৪শ’ টাকা বলে জানান তিনি।