নারায়ণগঞ্জে যুবক হত্যা গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় মো. শামীম (৩০) নামে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গত বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ইসদাইর রেললাইন সংলগ্ন রাজ্জাকের ভাঙারির দোকানের সামনে এ ঘটনা ঘটে। হত্যার ঘটনায় দুইজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছেন ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) তারিকুল ইসলাম। তারা হলেন- আলী (৪৫) ও অসিন। তবে তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। তারিকুল ইসলাম বলেন, হত্যার ঘটনার পরপরই আসামিদের চিহ্নিত করে গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ। নিহতের সঙ্গে হত্যাকারীদের কী দ্বন্দ্ব ছিল তা এই মুহূর্তে জানা যায়নি। নিহত শামীম মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরের পাড়াগাঁও গ্রামের আলমগীর হোসেনের ছেলে। তিনি তার স্ত্রী ও দুই সন্তান নিয়ে ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকার শহীদ হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন। গ্যাস সিলিন্ডারের ব্যবসা করা শামীমের বিরুদ্ধে হত্যা, মাদকসহ একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।

আরও খবর
পুলিশের কাছ থেকে রিকশা ছাড়াতে না পেরে চালকের আত্মহত্যা
শরণখোলা হাসপাতালে রোগীকে মেয়াদোত্তীর্ণ স্যালাইন পুশ!
৩০ বছর পর চৈত্র মাসে তিস্তায় বন্যা : দিশেহারা শত শত কৃষক
অবৈধ অ্যালুমিনিয়াম কারখানায় অভিযান জরিমানা ৪ লাখ
কৃষক আত্মহত্যায় ওসি অপসারণ দাবিতে আদিবাসীদের স্মারকলিপি
প্রস্তাবিত তামাক করে রাজস্ব বাড়বে চল্লিশ হাজার কোটি টাকা
যাত্রীদের ভিক্ষুক মনে করে বিমান
মির্জাপুরে নারীর গলাকাটা দেহ উদ্ধার
বিধবার জমি পুলিশ প্রহরায় দখলচেষ্টা
ছয় দশক ধরে নেতৃত্ব দিয়ে তারা ইতিহাস সৃষ্টি করেছেন
দুদক আ’লীগের লোকেদের পরিচ্ছন্ন সার্টিফিকেট দেয় : গয়েশ্বর
৩৫ কোটি মূল্যের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার : ধৃত ৩

শুক্রবার, ০৮ এপ্রিল ২০২২ , ২৫ চৈত্র ১৪২৮ ০৬ রমাদ্বান ১৪৪৩

নারায়ণগঞ্জে যুবক হত্যা গ্রেপ্তার ২

প্রতিনিধি, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় মো. শামীম (৩০) নামে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গত বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ইসদাইর রেললাইন সংলগ্ন রাজ্জাকের ভাঙারির দোকানের সামনে এ ঘটনা ঘটে। হত্যার ঘটনায় দুইজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছেন ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) তারিকুল ইসলাম। তারা হলেন- আলী (৪৫) ও অসিন। তবে তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। তারিকুল ইসলাম বলেন, হত্যার ঘটনার পরপরই আসামিদের চিহ্নিত করে গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ। নিহতের সঙ্গে হত্যাকারীদের কী দ্বন্দ্ব ছিল তা এই মুহূর্তে জানা যায়নি। নিহত শামীম মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরের পাড়াগাঁও গ্রামের আলমগীর হোসেনের ছেলে। তিনি তার স্ত্রী ও দুই সন্তান নিয়ে ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকার শহীদ হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন। গ্যাস সিলিন্ডারের ব্যবসা করা শামীমের বিরুদ্ধে হত্যা, মাদকসহ একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।