মির্জাপুরে নারীর গলাকাটা দেহ উদ্ধার

টাঙ্গাইলের মির্জাপুরে চায়না আক্তার (৩৬) নামে নিখোঁজ এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার সকাল ১১টার দিকে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের বংশিনগর জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। চায়না আক্তার উপজেলা বাঁশতৈল ইউনিয়নের বংশিনগর পশ্চিমপাড়া গ্রামের মৃত ইয়াদ আলীর মেয়ে।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, গত সোমবার দ্বিতীয় রোজায় ইফতারের পর বাড়ি থেকে নিখোঁজ হয় চায়না। গতকাল পঁচা দুর্গন্ধ পেয়ে স্থানীয় লোকজন তার বাড়ির পাশের জঙ্গলে খোঁজ নিলে সেখানে চায়নার গলাকাটা মরদেহ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।

মির্জাপুর বাঁশতৈল পুলিশ ফাঁড়ির এসআই সরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে টিনিউজকে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আইনী প্রক্রিয়ার পর সব বোঝা যাবে।

আরও খবর
পুলিশের কাছ থেকে রিকশা ছাড়াতে না পেরে চালকের আত্মহত্যা
শরণখোলা হাসপাতালে রোগীকে মেয়াদোত্তীর্ণ স্যালাইন পুশ!
নারায়ণগঞ্জে যুবক হত্যা গ্রেপ্তার ২
৩০ বছর পর চৈত্র মাসে তিস্তায় বন্যা : দিশেহারা শত শত কৃষক
অবৈধ অ্যালুমিনিয়াম কারখানায় অভিযান জরিমানা ৪ লাখ
কৃষক আত্মহত্যায় ওসি অপসারণ দাবিতে আদিবাসীদের স্মারকলিপি
প্রস্তাবিত তামাক করে রাজস্ব বাড়বে চল্লিশ হাজার কোটি টাকা
যাত্রীদের ভিক্ষুক মনে করে বিমান
বিধবার জমি পুলিশ প্রহরায় দখলচেষ্টা
ছয় দশক ধরে নেতৃত্ব দিয়ে তারা ইতিহাস সৃষ্টি করেছেন
দুদক আ’লীগের লোকেদের পরিচ্ছন্ন সার্টিফিকেট দেয় : গয়েশ্বর
৩৫ কোটি মূল্যের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার : ধৃত ৩

শুক্রবার, ০৮ এপ্রিল ২০২২ , ২৫ চৈত্র ১৪২৮ ০৬ রমাদ্বান ১৪৪৩

মির্জাপুরে নারীর গলাকাটা দেহ উদ্ধার

নিজস্ব বার্তা পরিবেশক, টাঙ্গাইল

টাঙ্গাইলের মির্জাপুরে চায়না আক্তার (৩৬) নামে নিখোঁজ এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার সকাল ১১টার দিকে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের বংশিনগর জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। চায়না আক্তার উপজেলা বাঁশতৈল ইউনিয়নের বংশিনগর পশ্চিমপাড়া গ্রামের মৃত ইয়াদ আলীর মেয়ে।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, গত সোমবার দ্বিতীয় রোজায় ইফতারের পর বাড়ি থেকে নিখোঁজ হয় চায়না। গতকাল পঁচা দুর্গন্ধ পেয়ে স্থানীয় লোকজন তার বাড়ির পাশের জঙ্গলে খোঁজ নিলে সেখানে চায়নার গলাকাটা মরদেহ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।

মির্জাপুর বাঁশতৈল পুলিশ ফাঁড়ির এসআই সরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে টিনিউজকে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আইনী প্রক্রিয়ার পর সব বোঝা যাবে।