৩৫ কোটি মূল্যের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার : ধৃত ৩

নওগাঁর মহাদেবপুর উপজেলার সুলতানপুর দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি ‘কষ্টিপাথরের’ মূর্তিসহ তিনজনকে আটক করা হয়েছে। গতকাল দুপুর ২টার দিকে সুলতানপুর দক্ষিণপাড়া গ্রামের গনেশ পালের বাড়ি থেকে মহাদেবপুর থানা পুলিশ মূর্তিটি উদ্ধার করে।

আটক ব্যক্তিরা হলেন, উপজেলার সুলতানপুর গ্রামের মণি মন্ডল (২৫), তাতারপুর গ্রামের সুমন সরদার (৩০) ও একই গ্রামের রকি মন্ডল (১৯)। পুলিশ বলছে, আটক ব্যক্তিরা মূর্তি পাচারকারী চক্রের সদস্য। তারা মূর্তিটি পাচারের চেষ্টা করছিলেন।

মহাদেবপুর থানার ওসি আজম উদ্দিন আহমেদ বলেন, জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) গোপন তথ্যের ভিত্তিতে গতকাল দুপুর ২টার দিকে উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের সুলতানপুর দক্ষিণপাড়া গ্রামের গণেশ পালের বাড়িতে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় তল্লাশী চালিয়ে ওই বাড়ি থেকে মূর্তিটি উদ্ধার করা হয় এবং তিনজনকে আটক করা হয়। মূর্তিটি বিভিন্ন অংশ ভাঙা অবস্থায় পাওয়া গেছে। উদ্ধার হওয়া মূর্তিটির ওজন ৭০ কেজির ওপরে। মূর্তিটি কালো পাথর দিয়ে তৈরি। ধারণা করা হচ্ছে, এটি কষ্টিপাথর দিয়ে তৈরি প্রত্নতাত্ত্বিক নিদর্শনসংবলিত ব্রহ্মা মূর্তি।

আরও খবর
পুলিশের কাছ থেকে রিকশা ছাড়াতে না পেরে চালকের আত্মহত্যা
শরণখোলা হাসপাতালে রোগীকে মেয়াদোত্তীর্ণ স্যালাইন পুশ!
নারায়ণগঞ্জে যুবক হত্যা গ্রেপ্তার ২
৩০ বছর পর চৈত্র মাসে তিস্তায় বন্যা : দিশেহারা শত শত কৃষক
অবৈধ অ্যালুমিনিয়াম কারখানায় অভিযান জরিমানা ৪ লাখ
কৃষক আত্মহত্যায় ওসি অপসারণ দাবিতে আদিবাসীদের স্মারকলিপি
প্রস্তাবিত তামাক করে রাজস্ব বাড়বে চল্লিশ হাজার কোটি টাকা
যাত্রীদের ভিক্ষুক মনে করে বিমান
মির্জাপুরে নারীর গলাকাটা দেহ উদ্ধার
বিধবার জমি পুলিশ প্রহরায় দখলচেষ্টা
ছয় দশক ধরে নেতৃত্ব দিয়ে তারা ইতিহাস সৃষ্টি করেছেন
দুদক আ’লীগের লোকেদের পরিচ্ছন্ন সার্টিফিকেট দেয় : গয়েশ্বর

শুক্রবার, ০৮ এপ্রিল ২০২২ , ২৫ চৈত্র ১৪২৮ ০৬ রমাদ্বান ১৪৪৩

৩৫ কোটি মূল্যের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার : ধৃত ৩

কাজী কামাল হোসেন, নওগাঁ

নওগাঁর মহাদেবপুর উপজেলার সুলতানপুর দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি ‘কষ্টিপাথরের’ মূর্তিসহ তিনজনকে আটক করা হয়েছে। গতকাল দুপুর ২টার দিকে সুলতানপুর দক্ষিণপাড়া গ্রামের গনেশ পালের বাড়ি থেকে মহাদেবপুর থানা পুলিশ মূর্তিটি উদ্ধার করে।

আটক ব্যক্তিরা হলেন, উপজেলার সুলতানপুর গ্রামের মণি মন্ডল (২৫), তাতারপুর গ্রামের সুমন সরদার (৩০) ও একই গ্রামের রকি মন্ডল (১৯)। পুলিশ বলছে, আটক ব্যক্তিরা মূর্তি পাচারকারী চক্রের সদস্য। তারা মূর্তিটি পাচারের চেষ্টা করছিলেন।

মহাদেবপুর থানার ওসি আজম উদ্দিন আহমেদ বলেন, জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) গোপন তথ্যের ভিত্তিতে গতকাল দুপুর ২টার দিকে উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের সুলতানপুর দক্ষিণপাড়া গ্রামের গণেশ পালের বাড়িতে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় তল্লাশী চালিয়ে ওই বাড়ি থেকে মূর্তিটি উদ্ধার করা হয় এবং তিনজনকে আটক করা হয়। মূর্তিটি বিভিন্ন অংশ ভাঙা অবস্থায় পাওয়া গেছে। উদ্ধার হওয়া মূর্তিটির ওজন ৭০ কেজির ওপরে। মূর্তিটি কালো পাথর দিয়ে তৈরি। ধারণা করা হচ্ছে, এটি কষ্টিপাথর দিয়ে তৈরি প্রত্নতাত্ত্বিক নিদর্শনসংবলিত ব্রহ্মা মূর্তি।