পাকিস্তান : আজ ইমরানের ভাগ্য পরীক্ষা

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে দেশটির পার্লামেন্টে অনাস্থা প্রস্তাবের ওপর ভোট হবে আজ। সুপ্রিম কোর্টের গত বৃহস্পতিবারে আদেশ অনুযায়ী আজ সকাল সাড়ে ১০টায় এ অধিবেশন অনুষ্ঠিত হবে।

গতকাল পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলির এক আলোচ্যসূচিতে উল্লেখ করা ৬টি বিষয়ের মধ্যে অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটি চতুর্থ অবস্থানে রয়েছে বলে পাকিস্তানভিত্তিক গণমাধ্যম জিওনিউজে জানানো হয়েছে।

দেশটির প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব খারিজে ডেপুটি স্পিকার কাসিম সুরির সিদ্ধান্ত এবং পার্লামেন্ট ভেঙে দেয়ার সরকারি সিদ্ধান্তের বিষয়ে শুনানি শেষে পাকিস্তানের সুপ্রিম কোর্ট গতকাল পার্লামেন্ট পুনর্বহালের আদেশ দেন। একই সময়ে আদালত আজ পার্লামেন্টের অধিবেশন আহ্বানের নির্দেশ দেন। অধিবেশনে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের ওপর ভোটগ্রহণ করতে শীর্ষ আদালত স্পিকার আসাদ কাসিরকে নির্দেশ দিয়েছেন।

সুপ্রিম কোর্ট আদেশে বলেন, অনাস্থা প্রস্তাব ব্যর্থ হলে বা অনাস্থা প্রস্তাব পাস হওয়ার পর নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হলেও স্পিকার পার্লামেন্ট স্থগিত করতে এবং অধিবেশন বন্ধ করতে পারবেন না।

আদালত আরও বলেন, পার্লামেন্ট সবসময় ছিল এবং থাকবে। কোন সদস্যকে ভোট প্রদানে বাধা দেয়া হবে না। অনাস্থা প্রস্তাব ব্যর্থ হলে সরকার তার কার্যাবলী চালিয়ে যাবে।

আদালতের আদেশে বলা হয়, যদি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পাস হয়, তাহলে পার্লামেন্ট নতুন প্রধানমন্ত্রী নিয়োগ করবে।

শনিবার, ০৯ এপ্রিল ২০২২ , ২৬ চৈত্র ১৪২৮ ০৭ রমাদ্বান ১৪৪৩

পাকিস্তান : আজ ইমরানের ভাগ্য পরীক্ষা

সংবাদ ডেস্ক

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে দেশটির পার্লামেন্টে অনাস্থা প্রস্তাবের ওপর ভোট হবে আজ। সুপ্রিম কোর্টের গত বৃহস্পতিবারে আদেশ অনুযায়ী আজ সকাল সাড়ে ১০টায় এ অধিবেশন অনুষ্ঠিত হবে।

গতকাল পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলির এক আলোচ্যসূচিতে উল্লেখ করা ৬টি বিষয়ের মধ্যে অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটি চতুর্থ অবস্থানে রয়েছে বলে পাকিস্তানভিত্তিক গণমাধ্যম জিওনিউজে জানানো হয়েছে।

দেশটির প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব খারিজে ডেপুটি স্পিকার কাসিম সুরির সিদ্ধান্ত এবং পার্লামেন্ট ভেঙে দেয়ার সরকারি সিদ্ধান্তের বিষয়ে শুনানি শেষে পাকিস্তানের সুপ্রিম কোর্ট গতকাল পার্লামেন্ট পুনর্বহালের আদেশ দেন। একই সময়ে আদালত আজ পার্লামেন্টের অধিবেশন আহ্বানের নির্দেশ দেন। অধিবেশনে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের ওপর ভোটগ্রহণ করতে শীর্ষ আদালত স্পিকার আসাদ কাসিরকে নির্দেশ দিয়েছেন।

সুপ্রিম কোর্ট আদেশে বলেন, অনাস্থা প্রস্তাব ব্যর্থ হলে বা অনাস্থা প্রস্তাব পাস হওয়ার পর নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হলেও স্পিকার পার্লামেন্ট স্থগিত করতে এবং অধিবেশন বন্ধ করতে পারবেন না।

আদালত আরও বলেন, পার্লামেন্ট সবসময় ছিল এবং থাকবে। কোন সদস্যকে ভোট প্রদানে বাধা দেয়া হবে না। অনাস্থা প্রস্তাব ব্যর্থ হলে সরকার তার কার্যাবলী চালিয়ে যাবে।

আদালতের আদেশে বলা হয়, যদি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পাস হয়, তাহলে পার্লামেন্ট নতুন প্রধানমন্ত্রী নিয়োগ করবে।