কুমিল্লায় র‌্যাব-মাদক কারবারি গোলাগুলি

কুমিল্লায় র‌্যাবের দল ও মাদক চোরাকারবারিদের মধ্যেগুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এতে র‌্যাবের একজন সদস্য ও ৩ চোরাকারবারিসহ ৪ জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে। এ সময় র‌্যাব ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও ৫৬ কেজি গাঁজা উদ্ধার করেছে। গত বৃহস্পতিবার রাতে জেলার সদর দক্ষিণ উপজেলার জোড়কানন ইউনিয়নের লালবাগ এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ৩ মাদক কারবারিসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বিকেলে র‌্যাব-১১, সিপিসি-২ কুমিল্লা ক্যাম্প থেকে দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গুলিবিদ্ধ হয়ে আহত র‌্যাব সদস্য হলেন- কর্পোরাল মো. রুবেল গাজী এবং গ্রেপ্তার গুলিবিদ্ধ ৩ মাদক কারবারী হচ্ছে- মো. সাইদুল ইসলাম (২২), মো. হযরত আলী (২০), মো. মশিউর রহমান (২১) ও অন্য ২ জন হচ্ছে- সবুজ ইসলাম (২০), মো. শরীফ (১৯)।

র‌্যাব জানায়, মাদকের একটি বড় চালান যাচ্ছে- এমন তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল বৃহস্পতিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার সদর দক্ষিণ উপজেলার লালবাগ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মাদক কারবারী ২০-২৫ জনের একটি দল কাঁধে করে মাদকের বস্তা পাচার করতে দেখে র‌্যাব তাদের গতিরোধ করে। র‌্যাব পরিচয় পাওয়ার পর মাদক কারবারিরা বিভিন্ন দিকে দৌড়ে পালাতে থাকে এবং কয়েকজন র‌্যাবকে লক্ষ্য করে এলোপাতারিভাবে গুলি ছুঁড়তে

থাকে। এ সময় আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি ছুঁড়ে। উভয়পক্ষের গোলাগুলিতে র‌্যাব সদস্য কর্পোরাল মো. রুবেল গাজী এবং মাদক ব্যবসায়ী মো. সাইদুল ইসলাম, মো. হযরত আলী ও মো. মশিউর রহমান গুলিবিদ্ধ হয়ে আহত হন। এ সময় র‌্যাব ঘটনাস্থল থেকে মাদক কারবারী সবুজ ইসলাম ও মো. শরীফকে ৫৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করে এবং একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ২ রাউন্ড এ্যামোনিশন উদ্ধার করে। র‌্যাব-১১, সিপিসি-২ কুমিল্লা ক্যাম্পের অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গুলিবিদ্ধ র‌্যাব সদস্য ও ৩ মাদক কারবারিকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে র‌্যাব সদস্য কর্পোরাল মো. রুবেল গাজীর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লা সিএমএইচ-এ প্রেরণ করা হয়। তিনি আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে আছেন। এ ঘটনার সঙ্গে জড়িত গুলিবিদ্ধসহ ৫ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে, অপর পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় সদর দক্ষিণ মডেল থানায় মামলা হয়েছে।

শনিবার, ০৯ এপ্রিল ২০২২ , ২৬ চৈত্র ১৪২৮ ০৭ রমাদ্বান ১৪৪৩

কুমিল্লায় র‌্যাব-মাদক কারবারি গোলাগুলি

জেলা বার্তা পরিবেশক, কুমিল্লা

কুমিল্লায় র‌্যাবের দল ও মাদক চোরাকারবারিদের মধ্যেগুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এতে র‌্যাবের একজন সদস্য ও ৩ চোরাকারবারিসহ ৪ জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে। এ সময় র‌্যাব ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও ৫৬ কেজি গাঁজা উদ্ধার করেছে। গত বৃহস্পতিবার রাতে জেলার সদর দক্ষিণ উপজেলার জোড়কানন ইউনিয়নের লালবাগ এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ৩ মাদক কারবারিসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বিকেলে র‌্যাব-১১, সিপিসি-২ কুমিল্লা ক্যাম্প থেকে দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গুলিবিদ্ধ হয়ে আহত র‌্যাব সদস্য হলেন- কর্পোরাল মো. রুবেল গাজী এবং গ্রেপ্তার গুলিবিদ্ধ ৩ মাদক কারবারী হচ্ছে- মো. সাইদুল ইসলাম (২২), মো. হযরত আলী (২০), মো. মশিউর রহমান (২১) ও অন্য ২ জন হচ্ছে- সবুজ ইসলাম (২০), মো. শরীফ (১৯)।

র‌্যাব জানায়, মাদকের একটি বড় চালান যাচ্ছে- এমন তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল বৃহস্পতিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার সদর দক্ষিণ উপজেলার লালবাগ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মাদক কারবারী ২০-২৫ জনের একটি দল কাঁধে করে মাদকের বস্তা পাচার করতে দেখে র‌্যাব তাদের গতিরোধ করে। র‌্যাব পরিচয় পাওয়ার পর মাদক কারবারিরা বিভিন্ন দিকে দৌড়ে পালাতে থাকে এবং কয়েকজন র‌্যাবকে লক্ষ্য করে এলোপাতারিভাবে গুলি ছুঁড়তে

থাকে। এ সময় আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি ছুঁড়ে। উভয়পক্ষের গোলাগুলিতে র‌্যাব সদস্য কর্পোরাল মো. রুবেল গাজী এবং মাদক ব্যবসায়ী মো. সাইদুল ইসলাম, মো. হযরত আলী ও মো. মশিউর রহমান গুলিবিদ্ধ হয়ে আহত হন। এ সময় র‌্যাব ঘটনাস্থল থেকে মাদক কারবারী সবুজ ইসলাম ও মো. শরীফকে ৫৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করে এবং একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ২ রাউন্ড এ্যামোনিশন উদ্ধার করে। র‌্যাব-১১, সিপিসি-২ কুমিল্লা ক্যাম্পের অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গুলিবিদ্ধ র‌্যাব সদস্য ও ৩ মাদক কারবারিকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে র‌্যাব সদস্য কর্পোরাল মো. রুবেল গাজীর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লা সিএমএইচ-এ প্রেরণ করা হয়। তিনি আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে আছেন। এ ঘটনার সঙ্গে জড়িত গুলিবিদ্ধসহ ৫ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে, অপর পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় সদর দক্ষিণ মডেল থানায় মামলা হয়েছে।