সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ শিকার : ১২ জেলে গ্রেপ্তার

সুন্দরবনের বিষ দিয়ে মাছ শিকার চক্রের প্রধানসহ ১২ জেলেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান র‌্যাব-৬ এর সদস্যরা। বাগেরহাটের মোংলা উপজেলার জাপসি এলাকায় অভিযান চালিয়ে গত শুক্রবার সকালে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো বিষ প্রয়োগ করে মাছ শিকার চক্রের মূলহোতা মো. সাদ্দাম বৈদ্য (২৭), মো. শফিকুল ইসলাম বৈদ্য (৩৮), মো. জাকির হোসেন (২৮), মো. খায়রুল মোড়ল (২৫), আ. সালাম গাজী (৩৬), মো. বাচ্চু সানা (৩৫), মো. আবু সাইদ সরদার (৩০), মো. নাজমুল সরদার (২৮), মো. আবুল হোসেন গাজী (২৮), শাহজাহান শেখ (৪৫), মো. সালাম সানা (৩০) ও ইকরামুল সরদার (৩১)। এদের বাড়ি খুলনার দাকোপ কালাবগী ও রুপসার ঘাটগুজ এলাকায়। খুলনা র‌্যাব-৬ এর মিডিয়া সেল থেকে শুক্রবার দুপুরে দেয়া এক মেইল বার্তায় জানানো হয়, গোপন খবরের ভিত্তিতে র‌্যাব-৬ এর সদর কোম্পানির একটি চৌকস দল শুক্রবার ভোরে বাগেরহাট মোংলা উপজেলার জাপসি নদীর গোলের খালের মুখে অভিযানে যায়।

এ সময় ঘটনাস্থলে দেখা যায় যে খালের পানিতে অসংখ্য মাছ মরে ভেসে আছে এবং কয়েকটি নৌকায় করে ভেসে থাকা মাছগুলো তোলা হচ্ছে।

এ সময় র‌্যাব সদস্যরা ওই নৌকার কাছে যেতেই তারা পালাবার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে তাদের নৌকাসহ গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের হেফাজত হতে মাছ শিকারের কাজে ব্যবহৃত ৬ বোতল বিষ. ৪টি জাল, ৫টি কাঠের নৌকা,বিষ প্রয়োগের মাধ্যমে শিকার করা ৪০০ কেজি বিভিন্ন প্রজাতির মাছ ও ৫টি টর্চ লাইট উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

উদ্ধারকৃত আলামত ও গ্রেপ্তারকৃত আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শুক্রবার দুপুরেই মংলা থানায় হস্তান্তর করা হয়েছে।

রবিবার, ১০ এপ্রিল ২০২২ , ২৭ চৈত্র ১৪২৮ ০৮ রমাদ্বান ১৪৪৩

সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ শিকার : ১২ জেলে গ্রেপ্তার

জেলা বার্তা পরিবেশক, বাগেরহাট

সুন্দরবনের বিষ দিয়ে মাছ শিকার চক্রের প্রধানসহ ১২ জেলেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান র‌্যাব-৬ এর সদস্যরা। বাগেরহাটের মোংলা উপজেলার জাপসি এলাকায় অভিযান চালিয়ে গত শুক্রবার সকালে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো বিষ প্রয়োগ করে মাছ শিকার চক্রের মূলহোতা মো. সাদ্দাম বৈদ্য (২৭), মো. শফিকুল ইসলাম বৈদ্য (৩৮), মো. জাকির হোসেন (২৮), মো. খায়রুল মোড়ল (২৫), আ. সালাম গাজী (৩৬), মো. বাচ্চু সানা (৩৫), মো. আবু সাইদ সরদার (৩০), মো. নাজমুল সরদার (২৮), মো. আবুল হোসেন গাজী (২৮), শাহজাহান শেখ (৪৫), মো. সালাম সানা (৩০) ও ইকরামুল সরদার (৩১)। এদের বাড়ি খুলনার দাকোপ কালাবগী ও রুপসার ঘাটগুজ এলাকায়। খুলনা র‌্যাব-৬ এর মিডিয়া সেল থেকে শুক্রবার দুপুরে দেয়া এক মেইল বার্তায় জানানো হয়, গোপন খবরের ভিত্তিতে র‌্যাব-৬ এর সদর কোম্পানির একটি চৌকস দল শুক্রবার ভোরে বাগেরহাট মোংলা উপজেলার জাপসি নদীর গোলের খালের মুখে অভিযানে যায়।

এ সময় ঘটনাস্থলে দেখা যায় যে খালের পানিতে অসংখ্য মাছ মরে ভেসে আছে এবং কয়েকটি নৌকায় করে ভেসে থাকা মাছগুলো তোলা হচ্ছে।

এ সময় র‌্যাব সদস্যরা ওই নৌকার কাছে যেতেই তারা পালাবার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে তাদের নৌকাসহ গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের হেফাজত হতে মাছ শিকারের কাজে ব্যবহৃত ৬ বোতল বিষ. ৪টি জাল, ৫টি কাঠের নৌকা,বিষ প্রয়োগের মাধ্যমে শিকার করা ৪০০ কেজি বিভিন্ন প্রজাতির মাছ ও ৫টি টর্চ লাইট উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

উদ্ধারকৃত আলামত ও গ্রেপ্তারকৃত আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শুক্রবার দুপুরেই মংলা থানায় হস্তান্তর করা হয়েছে।