মালয়েশিয়াভিত্তিক টাচ এন গো এবং ডটলাইনস গ্রুপের মধ্যে চুক্তি স্বাক্ষর

এখন থেকে নগদ টাকাকে ডিজিটাল সল্যুশনের মাধ্যমে টাচ এন গো ই-ওয়ালেট ক্রেডিটে রূপান্তরিত করার সুযোগ পাচ্ছেন মালয়েশিয়াতে অবস্থানরত প্রবাসীরা। সম্প্রতি, মালয়েশিয়াভিত্তিক টাচ এন গো এবং ডটলাইনস গ্রুপ এর মধ্যে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর ফলে প্রতিষ্ঠান দুটি যৌথভাবে মালয়েশিয়াতে অবস্থানরত প্রবাসী নাগরিকদের জন্য ডিজিটাল সল্যুশন সুবিধা প্রদান করবে।

সিঙ্গাপুর ভিত্তিক ডটলাইনস গ্রুপ হচ্ছে একটি প্রযুক্তি নির্ভর ব্যবসা প্রতিষ্ঠান, যাদের বাংলাদেশসহ ১৬টি দেশে কার্যক্রম পরিচালিত হচ্ছে। ডটলাইনস অনেক ধরনের এপ্লিকেশনস তৈরি করেছে যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সহজ এপ যা কোম্পানিটির দ্বিতীয় ডেভেলপমেন্ট সেন্টার, মালয়েশিয়াতে ডেভেলপ করা হয়েছে। ২০১৬ সালে যাত্রা শুরু করা সহজ এপ প্রবাসী জনগণের জন্য ডিজিটাল সেবার মাধ্যমে তাদের জীবনযাত্রার মানোন্নয়নে কাজ করে আসছে।

গত পাঁচ বছরের যাত্রায়, সহজ মালয়েশিয়াতে ১২ হাজার টাচপয়েন্ট বিশিষ্ট এজেন্ট বিপণন নেটওয়ার্ক গড়ে তুলেছে। এই চুক্তির মাধ্যমে টাচ এন গো ই-ওয়ালেট এই নেটওয়ার্কের সুবিধা গ্রহণ করে প্রবাসী সমাজের কাছাকাছি যেতে পারবে। এর ফলে গ্রাহকরা ক্যাশলেস একাউন্ট সচল করা, ঘরের কাছেই টপ আপ করাসহ আরও সুবিধা পাবে।

এখন থেকে সহজ অ্যাপের সকল ফিচার টাচ এন গো ই-ওয়ালেটের মধ্যেই পাওয়া যাবে। অন্যান্য ডিজিটাল সেবার পাশাপাশি প্রবাসীরা এর মাধ্যমে ইন্টারনেট প্যাক বা এয়ারটাইম কিনতে পারবেন। এই সেবা বর্তমানে মালয়েশিয়াতে পাওয়া যাবে বাংলাদেশ, ইন্দোনেশিয়া, পাকিস্তান, মিয়ানমার, ফিলিপাইন ও ভিয়েতনাম হতে আগত প্রবাসীদের জন্য। সংবাদ বিজ্ঞপ্তি।

রবিবার, ১০ এপ্রিল ২০২২ , ২৭ চৈত্র ১৪২৮ ০৮ রমাদ্বান ১৪৪৩

মালয়েশিয়াভিত্তিক টাচ এন গো এবং ডটলাইনস গ্রুপের মধ্যে চুক্তি স্বাক্ষর

image

এখন থেকে নগদ টাকাকে ডিজিটাল সল্যুশনের মাধ্যমে টাচ এন গো ই-ওয়ালেট ক্রেডিটে রূপান্তরিত করার সুযোগ পাচ্ছেন মালয়েশিয়াতে অবস্থানরত প্রবাসীরা। সম্প্রতি, মালয়েশিয়াভিত্তিক টাচ এন গো এবং ডটলাইনস গ্রুপ এর মধ্যে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর ফলে প্রতিষ্ঠান দুটি যৌথভাবে মালয়েশিয়াতে অবস্থানরত প্রবাসী নাগরিকদের জন্য ডিজিটাল সল্যুশন সুবিধা প্রদান করবে।

সিঙ্গাপুর ভিত্তিক ডটলাইনস গ্রুপ হচ্ছে একটি প্রযুক্তি নির্ভর ব্যবসা প্রতিষ্ঠান, যাদের বাংলাদেশসহ ১৬টি দেশে কার্যক্রম পরিচালিত হচ্ছে। ডটলাইনস অনেক ধরনের এপ্লিকেশনস তৈরি করেছে যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সহজ এপ যা কোম্পানিটির দ্বিতীয় ডেভেলপমেন্ট সেন্টার, মালয়েশিয়াতে ডেভেলপ করা হয়েছে। ২০১৬ সালে যাত্রা শুরু করা সহজ এপ প্রবাসী জনগণের জন্য ডিজিটাল সেবার মাধ্যমে তাদের জীবনযাত্রার মানোন্নয়নে কাজ করে আসছে।

গত পাঁচ বছরের যাত্রায়, সহজ মালয়েশিয়াতে ১২ হাজার টাচপয়েন্ট বিশিষ্ট এজেন্ট বিপণন নেটওয়ার্ক গড়ে তুলেছে। এই চুক্তির মাধ্যমে টাচ এন গো ই-ওয়ালেট এই নেটওয়ার্কের সুবিধা গ্রহণ করে প্রবাসী সমাজের কাছাকাছি যেতে পারবে। এর ফলে গ্রাহকরা ক্যাশলেস একাউন্ট সচল করা, ঘরের কাছেই টপ আপ করাসহ আরও সুবিধা পাবে।

এখন থেকে সহজ অ্যাপের সকল ফিচার টাচ এন গো ই-ওয়ালেটের মধ্যেই পাওয়া যাবে। অন্যান্য ডিজিটাল সেবার পাশাপাশি প্রবাসীরা এর মাধ্যমে ইন্টারনেট প্যাক বা এয়ারটাইম কিনতে পারবেন। এই সেবা বর্তমানে মালয়েশিয়াতে পাওয়া যাবে বাংলাদেশ, ইন্দোনেশিয়া, পাকিস্তান, মিয়ানমার, ফিলিপাইন ও ভিয়েতনাম হতে আগত প্রবাসীদের জন্য। সংবাদ বিজ্ঞপ্তি।