পোর্ট এলিজাবেথ টেস্ট

দ্বিতীয় দিনেই ব্যাকফুটে বাংলাদেশ

স্কোর : দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস ৪৫৩, বাংলাদেশ ১ম ইনিংস ১৩৯/৫

পোর্ট এলিজাবেথ টেস্টের দ্বিতীয় দিন দিনেই ব্যাকফুটে বাংলাদেশ। স্বাগতিকদের প্রথম ইনিংসে করা ৪৫৩ রানের জবাবে গতকাল দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ৪১ ওভারে ১৩৯ রান।

ফলে ৩১৪ রানে পিছিয়ে থেকে আজ তৃতীয় দিন শুরু করবেন দুই অপরাজিত ব্যাটার মুশফিকুর রহিম (৩০*) ও ইয়াসির আলী (৮*)।

আউট হয়ে ফিরেছেন দলীয় তিন রানে জয় (০), ৮২ রানে তামিম (৪৭), ৮৫ রানে শান্ত (৩৩), ১০০ রানে অধিনায়ক মোমিনুল (৬) ও ১২২ রানে লিটন (১১)।

ব্যাটিংয়ে নেমেই ধাক্কা খায় বাংলাদেশ। শুরুতেই হারায় জয়ের উইকেট। আগের টেস্টে দুর্দান্ত সেঞ্চুরিতে আনন্দে ভাসতে থাকা জয় টিকলেন মাত্র ২ বল! রানের খাতা খোলার আগেই বিদায় নিয়েছেন তরুণ ওপেনার।

তামিম ইকবালের সঙ্গে ইনিংস শুরু করে মুখোমুখি দ্বিতীয় বলেই সিøপে ধরা পড়েন। ডুয়ান অলিভিয়েরের বাইরের বল অহেতুক খোঁচা দিয়ে উইকেট বিলিয়ে আসেন তিনি।

মাত্র ৩ রানে প্রথম উইকেট হারিয়ে চাপ তৈরি হলেও তামিম ও শান্ত মিলে দারুণ ব্যাটিংয়ে ভালো অবস্থানে নিয়ে যান দলকে। ব্যক্তিগত রানের সঙ্গে দলীয় সংগ্রহও বাড়ছিল তাতে। শুরু থেকে আগ্রাসী মেজাজে খেলতে থাকা তামিম যাচ্ছিলেন হাফসেঞ্চুরির দিকে। কিন্তু একটুর জন্য হয়নি।

লম্বা বিরতি দিয়ে টেস্টে ফিরেছেন তামিম। চোট ও ব্যক্তিগত সমস্যায় ৬ টেস্ট খেলতে পারেননি। ২০২১ সালের এপ্রিলে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছিলেন। এরপর দেশের বাইরে জিম্বাবুয়ে, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চার টেস্ট এবং ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে দুই টেস্ট মিস করেছেন। পোর্ট এলিজাবেথে ফিরে উইয়ান মুল্ডারের বলে এলবিডব্লিউ হওয়ার আগে ৫৭ বলে করেন ৪৭ রান, যাতে ছিল ৮ বাউন্ডারির মার।

তাতে শান্তর সঙ্গে ভাঙে তামিমের ৭৯ রানের জুটি। সঙ্গীকে হারিয়ে টিকতে পারেননি শান্তও। তামিমকে ফেরানো মুল্ডারের বলেই আউট হয়েছেন তিনি। পরের ওভারেই প্রোটিয়া পেসার এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে ফিরিয়েছেন বাঁহাতি ব্যাটারকে। আউট হওয়ার আগে শান্ত ৭৪ বলে ৬ বাউন্ডারিতে করেন ৩৩ রান।

জোড়া ধাক্কায় এলোমেলো দলের হাল ধরতে ক্রিজে আসেন মোমিনুল হক। কিন্তু ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাওয়া এই ব্যাটার আরও চাপ বাড়িয়ে গেছেন। আবারও ব্যর্থ তিনি। দক্ষিণ আফ্রিকা সফরে দুর্দশা চলছেই! ডারবান টেস্টে হতাশ করা বাংলাদেশ অধিনায়ক দ্বিতীয় টেস্টে আউট হয়েছেন মাত্র ৬ রানে।

দক্ষিণ আফ্রিকা সফরে তৃতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছিলেন মোমিনুল। আগের টেস্টের দুই ইনিংসে ০ ও ২ রান করা বাঁহাতি ব্যাটার এবার কিছুটা উন্নতি করেছেন বলতে হবে। উইয়ান মুল্ডারের বলে আউট হওয়ার আগে করেছেন যে ৬ রান! অর্থাৎ, দক্ষিণ আফ্রিকা সফরের তিন ইনিংসের একটিতেও যেতে পারেননি দুই অঙ্কের ঘরে।

অধিনায়ককে হারানোর পর মুশফিক ও লিটন দাস মিলে প্রাথমিক চাপ কাটানোর চেষ্টা করেন। সাম্প্রতিক সময়ে টেস্টে আলো ছড়ানো লিটন ছিলেন আশার আলো হয়ে। তবে পোর্ট এলিজাবেথের প্রথম ইনিংসে সুবিধা করতে পারেননি। ১৪ বলে ১১ রান করে ডুয়ান অলিভিয়েরের চমৎকার ডেলিভারিতে বোল্ড হয়ে গেছেন। এরপর দিনের বাকিটা পার করে দিয়েছেন মুশফিক ও ইয়াসির।

দ্বিতীয় দিনে দক্ষিণ আফ্রিকার সবচেয়ে সফল বোলার মুল্ডার। এই পেসার ৬ ওভারে ১৫ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। অন্যদিকে অলিভিয়ের ৯ ওভারে ১৭ রানে পেয়েছেন ২ উইকেট।

image
আরও খবর

রবিবার, ১০ এপ্রিল ২০২২ , ২৭ চৈত্র ১৪২৮ ০৮ রমাদ্বান ১৪৪৩

পোর্ট এলিজাবেথ টেস্ট

দ্বিতীয় দিনেই ব্যাকফুটে বাংলাদেশ

স্কোর : দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস ৪৫৩, বাংলাদেশ ১ম ইনিংস ১৩৯/৫

ক্রীড়া বার্তা পরিবেশক

image

পোর্ট এলিজাবেথ টেস্টের দ্বিতীয় দিন দিনেই ব্যাকফুটে বাংলাদেশ। স্বাগতিকদের প্রথম ইনিংসে করা ৪৫৩ রানের জবাবে গতকাল দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ৪১ ওভারে ১৩৯ রান।

ফলে ৩১৪ রানে পিছিয়ে থেকে আজ তৃতীয় দিন শুরু করবেন দুই অপরাজিত ব্যাটার মুশফিকুর রহিম (৩০*) ও ইয়াসির আলী (৮*)।

আউট হয়ে ফিরেছেন দলীয় তিন রানে জয় (০), ৮২ রানে তামিম (৪৭), ৮৫ রানে শান্ত (৩৩), ১০০ রানে অধিনায়ক মোমিনুল (৬) ও ১২২ রানে লিটন (১১)।

ব্যাটিংয়ে নেমেই ধাক্কা খায় বাংলাদেশ। শুরুতেই হারায় জয়ের উইকেট। আগের টেস্টে দুর্দান্ত সেঞ্চুরিতে আনন্দে ভাসতে থাকা জয় টিকলেন মাত্র ২ বল! রানের খাতা খোলার আগেই বিদায় নিয়েছেন তরুণ ওপেনার।

তামিম ইকবালের সঙ্গে ইনিংস শুরু করে মুখোমুখি দ্বিতীয় বলেই সিøপে ধরা পড়েন। ডুয়ান অলিভিয়েরের বাইরের বল অহেতুক খোঁচা দিয়ে উইকেট বিলিয়ে আসেন তিনি।

মাত্র ৩ রানে প্রথম উইকেট হারিয়ে চাপ তৈরি হলেও তামিম ও শান্ত মিলে দারুণ ব্যাটিংয়ে ভালো অবস্থানে নিয়ে যান দলকে। ব্যক্তিগত রানের সঙ্গে দলীয় সংগ্রহও বাড়ছিল তাতে। শুরু থেকে আগ্রাসী মেজাজে খেলতে থাকা তামিম যাচ্ছিলেন হাফসেঞ্চুরির দিকে। কিন্তু একটুর জন্য হয়নি।

লম্বা বিরতি দিয়ে টেস্টে ফিরেছেন তামিম। চোট ও ব্যক্তিগত সমস্যায় ৬ টেস্ট খেলতে পারেননি। ২০২১ সালের এপ্রিলে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছিলেন। এরপর দেশের বাইরে জিম্বাবুয়ে, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চার টেস্ট এবং ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে দুই টেস্ট মিস করেছেন। পোর্ট এলিজাবেথে ফিরে উইয়ান মুল্ডারের বলে এলবিডব্লিউ হওয়ার আগে ৫৭ বলে করেন ৪৭ রান, যাতে ছিল ৮ বাউন্ডারির মার।

তাতে শান্তর সঙ্গে ভাঙে তামিমের ৭৯ রানের জুটি। সঙ্গীকে হারিয়ে টিকতে পারেননি শান্তও। তামিমকে ফেরানো মুল্ডারের বলেই আউট হয়েছেন তিনি। পরের ওভারেই প্রোটিয়া পেসার এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে ফিরিয়েছেন বাঁহাতি ব্যাটারকে। আউট হওয়ার আগে শান্ত ৭৪ বলে ৬ বাউন্ডারিতে করেন ৩৩ রান।

জোড়া ধাক্কায় এলোমেলো দলের হাল ধরতে ক্রিজে আসেন মোমিনুল হক। কিন্তু ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাওয়া এই ব্যাটার আরও চাপ বাড়িয়ে গেছেন। আবারও ব্যর্থ তিনি। দক্ষিণ আফ্রিকা সফরে দুর্দশা চলছেই! ডারবান টেস্টে হতাশ করা বাংলাদেশ অধিনায়ক দ্বিতীয় টেস্টে আউট হয়েছেন মাত্র ৬ রানে।

দক্ষিণ আফ্রিকা সফরে তৃতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছিলেন মোমিনুল। আগের টেস্টের দুই ইনিংসে ০ ও ২ রান করা বাঁহাতি ব্যাটার এবার কিছুটা উন্নতি করেছেন বলতে হবে। উইয়ান মুল্ডারের বলে আউট হওয়ার আগে করেছেন যে ৬ রান! অর্থাৎ, দক্ষিণ আফ্রিকা সফরের তিন ইনিংসের একটিতেও যেতে পারেননি দুই অঙ্কের ঘরে।

অধিনায়ককে হারানোর পর মুশফিক ও লিটন দাস মিলে প্রাথমিক চাপ কাটানোর চেষ্টা করেন। সাম্প্রতিক সময়ে টেস্টে আলো ছড়ানো লিটন ছিলেন আশার আলো হয়ে। তবে পোর্ট এলিজাবেথের প্রথম ইনিংসে সুবিধা করতে পারেননি। ১৪ বলে ১১ রান করে ডুয়ান অলিভিয়েরের চমৎকার ডেলিভারিতে বোল্ড হয়ে গেছেন। এরপর দিনের বাকিটা পার করে দিয়েছেন মুশফিক ও ইয়াসির।

দ্বিতীয় দিনে দক্ষিণ আফ্রিকার সবচেয়ে সফল বোলার মুল্ডার। এই পেসার ৬ ওভারে ১৫ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। অন্যদিকে অলিভিয়ের ৯ ওভারে ১৭ রানে পেয়েছেন ২ উইকেট।