রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখুন

প্রতি বছরই রমজান মাস আসলেই দেশে নিত্যপণ্যের দাম বেড়ে যায়। এবারও তার ব্যতিক্রম হয়নি। বরং রমজানের এক মাস আগে থেকেই দাম বেড়েছে। চাল, ডাল, আলু পেঁয়াজ, রসুন, তেল, চিনি, মরিচ, আটা, ময়দা, এমনকি খেজুরের দাম বাড়ানো হয়েছে। এতে সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হয় স্বল্প ও নিম্নআয়ের মানুষ।

সরকার ভোক্তাদের স্বার্থে পণ্যের দাাম নির্ধারণ করেন; কিন্তু ভোক্তাদের দীর্ঘদিনের অভিযোগ, নির্ধারিত দরে কখনোই খুচরা বাজারে সেই পণ্য বিক্রি হয় না। এখন প্রশ্ন হচ্ছে, যদি নির্ধারিত দরে পণ্য বিক্রি না-ই হবে তাহলে কেন তা নির্ধারণ করে দেওয়া হয়। মূল সমস্যা হলো যারা নির্ধারিত দর মানছে না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা কখনো নেওয়া হয়নি। যার কারণে তারা কোনো ধরনের তোয়াক্কাও করছে না।

তাই সরকারের উচিত বাজার নিয়ন্ত্রণে অধিক সংখ্যায় মনিটরিং সেল গঠন করা। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোর মনিটরিংয়ের দাবি জানাচ্ছি।

আল-আমিন আহমেদ

রবিবার, ১০ এপ্রিল ২০২২ , ২৭ চৈত্র ১৪২৮ ০৮ রমাদ্বান ১৪৪৩

রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখুন

প্রতি বছরই রমজান মাস আসলেই দেশে নিত্যপণ্যের দাম বেড়ে যায়। এবারও তার ব্যতিক্রম হয়নি। বরং রমজানের এক মাস আগে থেকেই দাম বেড়েছে। চাল, ডাল, আলু পেঁয়াজ, রসুন, তেল, চিনি, মরিচ, আটা, ময়দা, এমনকি খেজুরের দাম বাড়ানো হয়েছে। এতে সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হয় স্বল্প ও নিম্নআয়ের মানুষ।

সরকার ভোক্তাদের স্বার্থে পণ্যের দাাম নির্ধারণ করেন; কিন্তু ভোক্তাদের দীর্ঘদিনের অভিযোগ, নির্ধারিত দরে কখনোই খুচরা বাজারে সেই পণ্য বিক্রি হয় না। এখন প্রশ্ন হচ্ছে, যদি নির্ধারিত দরে পণ্য বিক্রি না-ই হবে তাহলে কেন তা নির্ধারণ করে দেওয়া হয়। মূল সমস্যা হলো যারা নির্ধারিত দর মানছে না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা কখনো নেওয়া হয়নি। যার কারণে তারা কোনো ধরনের তোয়াক্কাও করছে না।

তাই সরকারের উচিত বাজার নিয়ন্ত্রণে অধিক সংখ্যায় মনিটরিং সেল গঠন করা। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোর মনিটরিংয়ের দাবি জানাচ্ছি।

আল-আমিন আহমেদ