লঞ্চ-ট্রেন ভ্রমণে লাগবে এনআইডি বা জন্মসনদ

যাত্রাপথে নিরাপত্তায় লঞ্চ ও ট্রেন যাত্রীদের ভ্রমণে জাতীয় পরিচয়পত্র বা জন্মসনদ বাধ্যতামূলক করা হচ্ছে। আগামী ঈদযাত্রায় তা কার্যকরে সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে প্রাথমিকভাবে কঠোর না হওয়ার পরামর্শ দেয়া হয়েছে। পর্যায়ক্রমে দূরপাল্লায় সব গণপরিবহনে যাতায়াতে এনআইডি বাধ্যতামূলক করা হবে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান।

‘যাত্রীদের নিরাপত্তার জন্যই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে’ মন্তব্য করে গতকাল নৌ মন্ত্রণালয়ের সভাকক্ষে নৌপথের ঈদযাত্রার প্রস্তুতি সংক্রান্ত এক সভা শেষে নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘লঞ্চের কেবিনে বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে লঞ্চযাত্রীদের জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধন সনদ দেখাতে হবে। যাদের জাতীয় পরিচয়পত্র নেই, তাদের জন্মসনদের ফটোকপি সঙ্গে রাখতে হবে। লঞ্চ কর্তৃপক্ষ জাতীয় পরিচয়পত্র নম্বর ও জন্ম নিবন্ধন সনদ লিপিবদ্ধ করে রাখবেন।’

যাত্রীদের নিরাপত্তার জন্যই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে মন্তব্য করে তিনি বলেন, ‘ঈদের পাঁচ দিন আগে থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। ঈদের পর এটা স্থায়ী হবে এবং আমরা কঠোর হবো। সমুদ্র উপকূলীয় এলাকায় চলাচলকারী লঞ্চগুলোতে কোন দুর্ঘটনা ঘটলে যাত্রী কারা তা জানা যায় না। তাই এ ব্যবস্থা নেয়া হয়েছে।’

ঈদযাত্রা নিরাপদ করতে ইতোমধ্যে বেশ কিছু ব্যবস্থা নেয়া হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘মাওয়া ঘাটে এখন ৮৩টি লঞ্চ চলাচল করছে দিনের বেলায়। যাত্রীদের দুর্ভোগ কমাতে রাতেও লঞ্চ চালানোর অনুমতি দেয়া হচ্ছে। তবে কোন স্পিডবোট রাতে চলাচল করবে না, আর বালুবাহী ট্রলারও রাতে চলবে না।’

বিআইডব্লিউটিসি জানিয়েছে, ‘ঈদ সামনে রেখে তারা ৫১টি ফেরিতে সারাদেশে পারাপারের সেবা দিতে পারবে। ২৭ এপ্রিল থেকে পোশাক কারখানায় ধারাবাহিকভাবে ছুটি দেয়া হবে। তাই আশা করছি ওভাবে লঞ্চের ওপরে চাপ পড়বে না।’ ‘প্রতিযোগিতা করতে গিয়ে’ লঞ্চের মধ্যে ভাড়া বৈষম্য ঘটে মন্তব্য করে প্রতিমন্ত্রী বলেন, ‘সভায় সিদ্ধান্ত হয়েছে, সরকার নির্ধারিত ভাড়াই প্রত্যেক লঞ্চ মালিককে নিতে হবে। কম ভাড়ার লোভ দেখিয়ে কোন লঞ্চ যাতে বেশি যাত্রী না নিতে পারে, সেজন্য এই ব্যবস্থা।’

নৌ প্রতিমন্ত্রী বলেন, ‘রাতে স্পিডবোট চলবে না। দিনে মালবাহী নৌযান চলবে না। পদ্মা সেতুর নিচ দিয়ে এখন ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মাত্র ৬টি ফেরি চলছে। ঈদে সবগুলো ২৪ ঘণ্টা চলার সিদ্ধান্ত হয়েছে। যাত্রীদের কাছে আমাদের আবেদন, তারা যেন আমাদের নির্দেশনাগুলো অনুসরণ করেন। অপরিকল্পিতভাবে তারা যাতে ঈদযাত্রা না করে, এটা আমাদের অনুরোধ।

ঈদযাত্রার পাঁচ দিন আগে রেলওয়ের অগ্রিম টিকেট বিক্রয়

ঈদুল ফিতর উপলক্ষে যাত্রার পাঁচ দিন আগে রেলওয়ে অগ্রিম টিকেট বিক্রয় করা হবে। ঢাকার কমলাপুর ও চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে বিশেষ ব্যবস্থায় ঈদের অগ্রিম টিকেট করবে রেলওয়ে। তবে রেলওয়ে যাত্রীদের টিকেট সংগ্রহে এনআইডি লাগবে বলে রেলওয়ে সূত্র জানায়। ঈদুল ফিরত উপলক্ষে রেলওয়ের টিকেট ব্যবস্থা নিয়ে আজ রেল ভবনে বৈঠক হওয়ার কথা রয়েছে।

এ বিষয়ে রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন সংবাদকে বলেন, ‘রেলওয়ে টিকেট ক্রয়ের ক্ষেত্রে এখন থেকে জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক করা হবে। টিকেট বিক্রয়ে স্বচ্ছতা আনার জন্য এই পদ্ধতি চালু করা হবে। অনলাইনের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রের নম্বর ছাড়া টিকেট ইস্যু হবে না।’

সোমবার, ১১ এপ্রিল ২০২২ , ২৮ চৈত্র ১৪২৮ ০৯ রমাদ্বান ১৪৪৩

লঞ্চ-ট্রেন ভ্রমণে লাগবে এনআইডি বা জন্মসনদ

নিজস্ব বার্তা পরিবেশক

যাত্রাপথে নিরাপত্তায় লঞ্চ ও ট্রেন যাত্রীদের ভ্রমণে জাতীয় পরিচয়পত্র বা জন্মসনদ বাধ্যতামূলক করা হচ্ছে। আগামী ঈদযাত্রায় তা কার্যকরে সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে প্রাথমিকভাবে কঠোর না হওয়ার পরামর্শ দেয়া হয়েছে। পর্যায়ক্রমে দূরপাল্লায় সব গণপরিবহনে যাতায়াতে এনআইডি বাধ্যতামূলক করা হবে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান।

‘যাত্রীদের নিরাপত্তার জন্যই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে’ মন্তব্য করে গতকাল নৌ মন্ত্রণালয়ের সভাকক্ষে নৌপথের ঈদযাত্রার প্রস্তুতি সংক্রান্ত এক সভা শেষে নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘লঞ্চের কেবিনে বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে লঞ্চযাত্রীদের জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধন সনদ দেখাতে হবে। যাদের জাতীয় পরিচয়পত্র নেই, তাদের জন্মসনদের ফটোকপি সঙ্গে রাখতে হবে। লঞ্চ কর্তৃপক্ষ জাতীয় পরিচয়পত্র নম্বর ও জন্ম নিবন্ধন সনদ লিপিবদ্ধ করে রাখবেন।’

যাত্রীদের নিরাপত্তার জন্যই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে মন্তব্য করে তিনি বলেন, ‘ঈদের পাঁচ দিন আগে থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। ঈদের পর এটা স্থায়ী হবে এবং আমরা কঠোর হবো। সমুদ্র উপকূলীয় এলাকায় চলাচলকারী লঞ্চগুলোতে কোন দুর্ঘটনা ঘটলে যাত্রী কারা তা জানা যায় না। তাই এ ব্যবস্থা নেয়া হয়েছে।’

ঈদযাত্রা নিরাপদ করতে ইতোমধ্যে বেশ কিছু ব্যবস্থা নেয়া হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘মাওয়া ঘাটে এখন ৮৩টি লঞ্চ চলাচল করছে দিনের বেলায়। যাত্রীদের দুর্ভোগ কমাতে রাতেও লঞ্চ চালানোর অনুমতি দেয়া হচ্ছে। তবে কোন স্পিডবোট রাতে চলাচল করবে না, আর বালুবাহী ট্রলারও রাতে চলবে না।’

বিআইডব্লিউটিসি জানিয়েছে, ‘ঈদ সামনে রেখে তারা ৫১টি ফেরিতে সারাদেশে পারাপারের সেবা দিতে পারবে। ২৭ এপ্রিল থেকে পোশাক কারখানায় ধারাবাহিকভাবে ছুটি দেয়া হবে। তাই আশা করছি ওভাবে লঞ্চের ওপরে চাপ পড়বে না।’ ‘প্রতিযোগিতা করতে গিয়ে’ লঞ্চের মধ্যে ভাড়া বৈষম্য ঘটে মন্তব্য করে প্রতিমন্ত্রী বলেন, ‘সভায় সিদ্ধান্ত হয়েছে, সরকার নির্ধারিত ভাড়াই প্রত্যেক লঞ্চ মালিককে নিতে হবে। কম ভাড়ার লোভ দেখিয়ে কোন লঞ্চ যাতে বেশি যাত্রী না নিতে পারে, সেজন্য এই ব্যবস্থা।’

নৌ প্রতিমন্ত্রী বলেন, ‘রাতে স্পিডবোট চলবে না। দিনে মালবাহী নৌযান চলবে না। পদ্মা সেতুর নিচ দিয়ে এখন ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মাত্র ৬টি ফেরি চলছে। ঈদে সবগুলো ২৪ ঘণ্টা চলার সিদ্ধান্ত হয়েছে। যাত্রীদের কাছে আমাদের আবেদন, তারা যেন আমাদের নির্দেশনাগুলো অনুসরণ করেন। অপরিকল্পিতভাবে তারা যাতে ঈদযাত্রা না করে, এটা আমাদের অনুরোধ।

ঈদযাত্রার পাঁচ দিন আগে রেলওয়ের অগ্রিম টিকেট বিক্রয়

ঈদুল ফিতর উপলক্ষে যাত্রার পাঁচ দিন আগে রেলওয়ে অগ্রিম টিকেট বিক্রয় করা হবে। ঢাকার কমলাপুর ও চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে বিশেষ ব্যবস্থায় ঈদের অগ্রিম টিকেট করবে রেলওয়ে। তবে রেলওয়ে যাত্রীদের টিকেট সংগ্রহে এনআইডি লাগবে বলে রেলওয়ে সূত্র জানায়। ঈদুল ফিরত উপলক্ষে রেলওয়ের টিকেট ব্যবস্থা নিয়ে আজ রেল ভবনে বৈঠক হওয়ার কথা রয়েছে।

এ বিষয়ে রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন সংবাদকে বলেন, ‘রেলওয়ে টিকেট ক্রয়ের ক্ষেত্রে এখন থেকে জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক করা হবে। টিকেট বিক্রয়ে স্বচ্ছতা আনার জন্য এই পদ্ধতি চালু করা হবে। অনলাইনের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রের নম্বর ছাড়া টিকেট ইস্যু হবে না।’