ট্রাফিক চাই

রাজশাহী জেলার একটি উপজেলা ‘বাগমারা’; যা ১৬টি ইউনিয়ন এবং দুইটি পৌরসভা নিয় গঠিত, জনসংখ্যা প্রায় ৩ লাখ ৫২ হাজার ৯৬৯। উপজেলার প্রাণকেন্দ্র ‘ভবানীগঞ্জ’ হওয়ার সুবাদে ব্যবসা-বাণিজ্য, চাকরি, পড়াশোনা, সরকারি অফিসে বিভিন্ন প্রয়োজনে প্রতিদিন হাজারও মানুষের সমাগম হয়ে থাকে। ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ, মহিলা ডিগ্রি কলেজ, ভবানীগঞ্জ ফাজিল মাদ্রাসা, সরকারি বালক উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়সহ অনেক প্রতিষ্ঠান এখানে অবস্থিত। ফলে প্রতিদিন হাজার হাজার শিক্ষার্থী বিভিন্ন পরিবহণযোগে এখানে সমবেত হয়।

উপজেলার প্রাণকেন্দ্র হওয়ায় প্রতিদিন শত শত মানুষ চিকিৎসা সেবা নিতে আসে এখানে। পণ্য আনা নেওয়া এবং যাত্রী পরিবহণের জন্য বিভিন্ন ক্যাটাগরির অজস্র যানবাহনের বিচরণ। এছাড়াও সোমবার এবং শুক্রবার হাটের দিন হবার সুবাদে অনেক যানবাহনের যাতায়াত এখানে; যার ফলশ্রুতিতে বাজারের জিরো পয়েন্ট, কলেজ মোড় গোডাউন মোড়ে অসহনীয় যানজটের সৃষ্টি হয়।

ট্রাফিক ব্যবস্থা না থাকায় চালকরা কোন নিয়মের তোয়াক্কা করেন না। ফলে এ যানজটের সৃষ্টি হয়, ভোগান্তি হয় এলাকার বাসিন্দাদের। এ অবস্থায় ট্রাফিক মোতায়ন করা অত্যন্ত জরুরি প্রয়োজন। এ ব্যাপারে কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

হাবিবুর রহমান

বাগমারা, রাজশাহী

সোমবার, ১১ এপ্রিল ২০২২ , ২৮ চৈত্র ১৪২৮ ০৯ রমাদ্বান ১৪৪৩

ট্রাফিক চাই

রাজশাহী জেলার একটি উপজেলা ‘বাগমারা’; যা ১৬টি ইউনিয়ন এবং দুইটি পৌরসভা নিয় গঠিত, জনসংখ্যা প্রায় ৩ লাখ ৫২ হাজার ৯৬৯। উপজেলার প্রাণকেন্দ্র ‘ভবানীগঞ্জ’ হওয়ার সুবাদে ব্যবসা-বাণিজ্য, চাকরি, পড়াশোনা, সরকারি অফিসে বিভিন্ন প্রয়োজনে প্রতিদিন হাজারও মানুষের সমাগম হয়ে থাকে। ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ, মহিলা ডিগ্রি কলেজ, ভবানীগঞ্জ ফাজিল মাদ্রাসা, সরকারি বালক উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়সহ অনেক প্রতিষ্ঠান এখানে অবস্থিত। ফলে প্রতিদিন হাজার হাজার শিক্ষার্থী বিভিন্ন পরিবহণযোগে এখানে সমবেত হয়।

উপজেলার প্রাণকেন্দ্র হওয়ায় প্রতিদিন শত শত মানুষ চিকিৎসা সেবা নিতে আসে এখানে। পণ্য আনা নেওয়া এবং যাত্রী পরিবহণের জন্য বিভিন্ন ক্যাটাগরির অজস্র যানবাহনের বিচরণ। এছাড়াও সোমবার এবং শুক্রবার হাটের দিন হবার সুবাদে অনেক যানবাহনের যাতায়াত এখানে; যার ফলশ্রুতিতে বাজারের জিরো পয়েন্ট, কলেজ মোড় গোডাউন মোড়ে অসহনীয় যানজটের সৃষ্টি হয়।

ট্রাফিক ব্যবস্থা না থাকায় চালকরা কোন নিয়মের তোয়াক্কা করেন না। ফলে এ যানজটের সৃষ্টি হয়, ভোগান্তি হয় এলাকার বাসিন্দাদের। এ অবস্থায় ট্রাফিক মোতায়ন করা অত্যন্ত জরুরি প্রয়োজন। এ ব্যাপারে কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

হাবিবুর রহমান

বাগমারা, রাজশাহী