ফলের অগ্নিমূল্য

প্রতি বছরই দেখা যায় রোজার সময় সব জিনিসপত্রের দাম আকাশছোঁয়া হয়। এবারও তাই চলছে। রমজানে ফল-সবজি-মাছের বাজারে আগুন। যে আপেল কয়েক দিন আগেও পাওয়া যেত ১৫০ টাকায়, তা এখন হয়ে গেছে ৩০০ টাকা। আঙুর ১৫০ টাকার জায়গায় নিচ্ছে ৩০০ টাকা। ২৫ টাকার শসার দাম এখন ১৮০ টাকা। খেজুর, তরমুজ, বেদনাসহ সব কিছুরই বাড়তি দাম। কিন্তু তবুও মানুষকে কিনতে হচ্ছে।

মাহে রমজানের সিয়াম সাধনায় সবাই দুই চারটা ফল রাখেন ইফতারের জন্য। রোজার মাস চলছে তাই অগ্নিমূল্য হয়েছে ফলের বিভিন্ন বাজার। এ কারণে ফল কিনতে হাত পুড়ছে রোজাদারদের। ফলের বাজারে অগ্নিমূল্য দেখে অনেকেই পাশ কাটিয়ে সবজি ও মুদিখানার দোকানে ভিড় করছে। সেহেরির খাবারের জন্য মাছ, মাংস, ডিম কিনতে গিয়েও দেখতে পাচ্ছে অগ্নিমূল্য। মূল্যবৃদ্ধির বাজারে সবজিসহ মুদিখানার পণ্য কিনতেও নাভিশ্বাস উঠছে সব শ্রেণির মানুষের। আর সেই দাম নিয়ন্ত্রণে বারবার উঠেছিল সরকারি নজরদারির দাবিও। কিন্তু জনগণ সুফল পেল কোথায়?

লিয়াকত হোসেন খোকন

রূপনগর, ঢাক

সোমবার, ১১ এপ্রিল ২০২২ , ২৮ চৈত্র ১৪২৮ ০৯ রমাদ্বান ১৪৪৩

ফলের অগ্নিমূল্য

প্রতি বছরই দেখা যায় রোজার সময় সব জিনিসপত্রের দাম আকাশছোঁয়া হয়। এবারও তাই চলছে। রমজানে ফল-সবজি-মাছের বাজারে আগুন। যে আপেল কয়েক দিন আগেও পাওয়া যেত ১৫০ টাকায়, তা এখন হয়ে গেছে ৩০০ টাকা। আঙুর ১৫০ টাকার জায়গায় নিচ্ছে ৩০০ টাকা। ২৫ টাকার শসার দাম এখন ১৮০ টাকা। খেজুর, তরমুজ, বেদনাসহ সব কিছুরই বাড়তি দাম। কিন্তু তবুও মানুষকে কিনতে হচ্ছে।

মাহে রমজানের সিয়াম সাধনায় সবাই দুই চারটা ফল রাখেন ইফতারের জন্য। রোজার মাস চলছে তাই অগ্নিমূল্য হয়েছে ফলের বিভিন্ন বাজার। এ কারণে ফল কিনতে হাত পুড়ছে রোজাদারদের। ফলের বাজারে অগ্নিমূল্য দেখে অনেকেই পাশ কাটিয়ে সবজি ও মুদিখানার দোকানে ভিড় করছে। সেহেরির খাবারের জন্য মাছ, মাংস, ডিম কিনতে গিয়েও দেখতে পাচ্ছে অগ্নিমূল্য। মূল্যবৃদ্ধির বাজারে সবজিসহ মুদিখানার পণ্য কিনতেও নাভিশ্বাস উঠছে সব শ্রেণির মানুষের। আর সেই দাম নিয়ন্ত্রণে বারবার উঠেছিল সরকারি নজরদারির দাবিও। কিন্তু জনগণ সুফল পেল কোথায়?

লিয়াকত হোসেন খোকন

রূপনগর, ঢাক