দেশের বাজারে সনি আইএমএক্স৭০৯ সেলফি সেন্সর যুক্ত অপো’র এফ-২১ প্র্রো স্মার্টফোন

স্মার্টডিভাইস ব্র্যান্ড অপো বাংলাদেশের বাজারে এর এফ সিরিজের নতুন ডিভাইস অপো এফ-২১ প্রো উন্মোচন করেছে। গত ১০ এপ্রিল রাজধানীর লে মেরিডিয়ান হোটেল আনুষ্ঠানিকভাবে ডিভাইসটি অবমুক্ত করা হয়। অপো’র নতুন এ ফোনটি এ সেগমেন্টের প্রথম মাইক্রোলেন্স ক্যামেরা, যেখানে সনি আইএমএক্স৭০৯ ফ্ল্যাগশিপ সেলফি সেন্সর রয়েছে। অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর এর সিইও ড্যামন ইয়াং, অপো’র মূল অপারেটর পার্টনার গ্রামীণফোনের প্রতিনিধিগণ এবং অন্যান্য রিটেইলরা উপস্থিত ছিলেন।

অপো এফ-২১ প্রো ডিভাইসটিতে রিয়ার ক্যামেরা মাইক্রোস্কোপিক লেভেল, টেক্সার, শেপ এবং সাইজের সমন্বয় ফোনটিকে বেশ ব্যতিক্রমী করে তুলেছে। ডিভাইসটি ৩০ী ম্যাগনিফিকেশন পর্যন্ত মাইক্রোলেন্স সাপোর্ট করে, যা দিয়ে চমৎকার ইমেজ ও ভিডিও ধারণ করা যাবে। ডিভাইসটির সামনের ক্যামেরায় আইএমএক্স৭০৯ (সনি আইএমএক্স৭০৯ দেশের প্রথম সেলফি সেন্সর, যা অপো ও সনি যৌথভাবে তৈরি করেছে) ও আরজিবিডব্লিউ সেন্সর টেকনোলজিতে গুরুত্ব দেওয়া হয়েছে। এর ডিজাইনে টপ-নচ ফিচার ব্যবহার করা হয়েছে। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬এনএম অক্টা-কোর প্রসেসর ও র‌্যাম এক্সপেনশন (৫জিবি পর্যন্ত র‌্যাম এক্সপেনশন সুবিধা পাওয়া যাবে) প্রযুক্তিসহ ডিভাইসটিতে ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি রোম ব্যবহার করা হয়েছে। এছাড়াও, ডিভাইসটিতে ৪ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি সুবিধাসহ ৩৩ ওয়াট সুপারভুক চার্জিং প্রযুক্তি, ৬.৪ ইঞ্চি ৯০ হার্জ অ্যামোলেড ডিসপ্লে রয়েছে।

অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ‘ডিজিটাল রূপান্তরের সুবিধাকে কাজে লাগিয়ে উন্নত প্রযুক্তির ডিভাইস উন্মোচনের মাধ্যমে মানুষের জীবনে ইতিবাচক ভূমিকা রাখার প্রয়াসে অপো যে ভূমিকা রাখছে তা প্রশংসনীয়।’ নতুন এফ-২১ প্রো ডিভাইসটির বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে ২৭,৯৯০ টাকা। ১১ এপ্রিল থেকে এটি প্রি-অর্ডার করা যাচ্ছে এবং ১৮ এপ্রিল থেকে ফার্স্ট সেল শুরু হবে। সংবাদ বিজ্ঞপ্তি।

মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২ , ২৯ চৈত্র ১৪২৮ ১০ রমাদ্বান ১৪৪৩

দেশের বাজারে সনি আইএমএক্স৭০৯ সেলফি সেন্সর যুক্ত অপো’র এফ-২১ প্র্রো স্মার্টফোন

image

স্মার্টডিভাইস ব্র্যান্ড অপো বাংলাদেশের বাজারে এর এফ সিরিজের নতুন ডিভাইস অপো এফ-২১ প্রো উন্মোচন করেছে। গত ১০ এপ্রিল রাজধানীর লে মেরিডিয়ান হোটেল আনুষ্ঠানিকভাবে ডিভাইসটি অবমুক্ত করা হয়। অপো’র নতুন এ ফোনটি এ সেগমেন্টের প্রথম মাইক্রোলেন্স ক্যামেরা, যেখানে সনি আইএমএক্স৭০৯ ফ্ল্যাগশিপ সেলফি সেন্সর রয়েছে। অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর এর সিইও ড্যামন ইয়াং, অপো’র মূল অপারেটর পার্টনার গ্রামীণফোনের প্রতিনিধিগণ এবং অন্যান্য রিটেইলরা উপস্থিত ছিলেন।

অপো এফ-২১ প্রো ডিভাইসটিতে রিয়ার ক্যামেরা মাইক্রোস্কোপিক লেভেল, টেক্সার, শেপ এবং সাইজের সমন্বয় ফোনটিকে বেশ ব্যতিক্রমী করে তুলেছে। ডিভাইসটি ৩০ী ম্যাগনিফিকেশন পর্যন্ত মাইক্রোলেন্স সাপোর্ট করে, যা দিয়ে চমৎকার ইমেজ ও ভিডিও ধারণ করা যাবে। ডিভাইসটির সামনের ক্যামেরায় আইএমএক্স৭০৯ (সনি আইএমএক্স৭০৯ দেশের প্রথম সেলফি সেন্সর, যা অপো ও সনি যৌথভাবে তৈরি করেছে) ও আরজিবিডব্লিউ সেন্সর টেকনোলজিতে গুরুত্ব দেওয়া হয়েছে। এর ডিজাইনে টপ-নচ ফিচার ব্যবহার করা হয়েছে। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬এনএম অক্টা-কোর প্রসেসর ও র‌্যাম এক্সপেনশন (৫জিবি পর্যন্ত র‌্যাম এক্সপেনশন সুবিধা পাওয়া যাবে) প্রযুক্তিসহ ডিভাইসটিতে ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি রোম ব্যবহার করা হয়েছে। এছাড়াও, ডিভাইসটিতে ৪ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি সুবিধাসহ ৩৩ ওয়াট সুপারভুক চার্জিং প্রযুক্তি, ৬.৪ ইঞ্চি ৯০ হার্জ অ্যামোলেড ডিসপ্লে রয়েছে।

অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ‘ডিজিটাল রূপান্তরের সুবিধাকে কাজে লাগিয়ে উন্নত প্রযুক্তির ডিভাইস উন্মোচনের মাধ্যমে মানুষের জীবনে ইতিবাচক ভূমিকা রাখার প্রয়াসে অপো যে ভূমিকা রাখছে তা প্রশংসনীয়।’ নতুন এফ-২১ প্রো ডিভাইসটির বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে ২৭,৯৯০ টাকা। ১১ এপ্রিল থেকে এটি প্রি-অর্ডার করা যাচ্ছে এবং ১৮ এপ্রিল থেকে ফার্স্ট সেল শুরু হবে। সংবাদ বিজ্ঞপ্তি।