বড় পতন শেয়ারবাজারে, ক্রেতা ছিল না দেড় শতাধিক প্রতিষ্ঠানের

আগের কার্যদিবস পতনের মাত্রা কিছুটা কম হলেও গতকাল বড় পতন হয়েছে শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারের সব সূচক কমেছে। সূচকের সঙ্গে টাকার পরিমাণে লেনদেন এবং অধিকাংশ সিকিউরিটিজের দর কমেছে। পতনের মাত্রাটা এতোটাই ছিল যে লেনদেনের শেষ পর্যায়ে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দেড়শ’ এর বেশি প্রতিষ্ঠানের ক্রয় আদেশের ঘর শূন্য হয়ে পড়ে।

গতকাল প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৬৪.৪৯ পয়েন্ট বা ০.৯৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৫৭৪.০৭ পয়েন্টে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১১.৮৭ পয়েন্ট বা ০.৮১ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ২০.২৬ পয়েন্ট বা ০.৮২ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪৪২.৮৭ পয়েন্টে এবং দুই হাজার ৪৩১.৬৪ পয়েন্টে।

ডিএসইতে গতকাল টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৫৩২ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ২৪ কোটি ৫১ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৫৫৭ কোটি ৪৬ লাখ টাকার। ডিএসইতে গতকাল ৩৭৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৮টির বা ৪.৭৬ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ৩৩৭টির বা ৮৯.১৫ শতাংশের এবং ২৩টি বা ৬.০৮ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১৫৪.২৫ পয়েন্ট বা ০.৭৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৯ হাজার ৩৪০.৮৫ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৭৩টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ২৩টির, কমেছে ২২৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির দর। গতকাল সিএসইতে ১৩ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

গতকাল ডিএসই’র ব্লক মার্কেটে ৩৬টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৮৮ কোটি টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর এক কোটি ৯৪ লাখ ২৪ হাজার ৫৯৮টি শেয়ার ৪৯ বার হাত বদলের মাধ্যমে ৮৭ কোটি ৯২ লাখ ৩৪ হাজার টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৪১ কোটি ৪ লাখ ৪৩ হাজার টাকার লেনদেন হয়েছে পূবালী ব্যাংকের। দ্বিতীয় সর্বোচ্চ ২৮ কোটি ২ লাখ ৪৫ হাজার টাকার পূবালী ব্যাংকের এবং তৃতীয় সর্বোচ্চ ২ কোটি ৯৮ লাখ ৬২ হাজার টাকার লেনদেন হয়েছে ইয়াকিন পলিমারের।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৮টির বা ৪.৭৬ শতাংশের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। আগের কার্যদিবসের মতো গতকালও জেএমআই হসপিটালের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। আগের কার্যদিবস জেএমআই হসপিটালের শেয়ারের ক্লোজিং দর ছিল ৪২.৬০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৪৬.৮০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ৪.২০ টাকা বা ৯.৮৫ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে জেএমআই হসপিটাল ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে হাইডেলবার্গের ২.১২ শতাংশ, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ১.৬৪ শতাংশ, ফার্মা এইডসের ১.৪৭ শতাংশ, ইস্টার্ন কেবলসের ১.৩২ শতাংশ, এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১.২৯ শতাংশ, বিকন ফার্মার ০.৬৭ শতাংশ, ট্রাস্ট ব্যাংকের ০.৬২ শতাংশ, এইচআর টেক্সটাইলের ০.৫৩ শতাংশ এবং আজিজ পাইপসের শেয়ার দর ০.৪৮ শতাংশ বেড়েছে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৩৩৭টির বা ৮৯.১৫ শতাংশের শেয়ার ও ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে লংকাবাংলা ফাইন্যান্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। আগের কার্যদিবস লংকাবাংলা ফাইন্যান্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩১.৫০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৩০.২০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ১.৩০ টাকা বা ৪.১২ শতাংশ কমেছে। এর মাধ্যমে লংকাবাংলা ফাইন্যান্স ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে এশিয়া ইন্স্যুরেন্সের ২ শতাংশ, এটিসিএসএলজিএফের ২ শতাংশ, বিবিএসের ২ শতাংশ, বিডি থাই ফুডের ২ শতাংশ, সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ২ শতাংশ, ইজেনারেশনের ২ শতাংশ, সোনালী পেপারের ১.৯৯ শতাংশ, ইস্টার্ন লুব্রিকেন্টসের ১.৯৯ শতাংশ এবং এপেক্স ফুডসের শেয়ার দর ১.৯৯ শতাংশ কমেছে।

বুধবার, ১৩ এপ্রিল ২০২২ , ৩০ চৈত্র ১৪২৮ ১১ রমাদ্বান ১৪৪৩

বড় পতন শেয়ারবাজারে, ক্রেতা ছিল না দেড় শতাধিক প্রতিষ্ঠানের

অর্থনৈতিক বার্তা পরিবেশক

image

আগের কার্যদিবস পতনের মাত্রা কিছুটা কম হলেও গতকাল বড় পতন হয়েছে শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারের সব সূচক কমেছে। সূচকের সঙ্গে টাকার পরিমাণে লেনদেন এবং অধিকাংশ সিকিউরিটিজের দর কমেছে। পতনের মাত্রাটা এতোটাই ছিল যে লেনদেনের শেষ পর্যায়ে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দেড়শ’ এর বেশি প্রতিষ্ঠানের ক্রয় আদেশের ঘর শূন্য হয়ে পড়ে।

গতকাল প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৬৪.৪৯ পয়েন্ট বা ০.৯৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৫৭৪.০৭ পয়েন্টে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১১.৮৭ পয়েন্ট বা ০.৮১ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ২০.২৬ পয়েন্ট বা ০.৮২ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪৪২.৮৭ পয়েন্টে এবং দুই হাজার ৪৩১.৬৪ পয়েন্টে।

ডিএসইতে গতকাল টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৫৩২ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ২৪ কোটি ৫১ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৫৫৭ কোটি ৪৬ লাখ টাকার। ডিএসইতে গতকাল ৩৭৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৮টির বা ৪.৭৬ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ৩৩৭টির বা ৮৯.১৫ শতাংশের এবং ২৩টি বা ৬.০৮ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১৫৪.২৫ পয়েন্ট বা ০.৭৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৯ হাজার ৩৪০.৮৫ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৭৩টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ২৩টির, কমেছে ২২৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির দর। গতকাল সিএসইতে ১৩ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

গতকাল ডিএসই’র ব্লক মার্কেটে ৩৬টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৮৮ কোটি টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর এক কোটি ৯৪ লাখ ২৪ হাজার ৫৯৮টি শেয়ার ৪৯ বার হাত বদলের মাধ্যমে ৮৭ কোটি ৯২ লাখ ৩৪ হাজার টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৪১ কোটি ৪ লাখ ৪৩ হাজার টাকার লেনদেন হয়েছে পূবালী ব্যাংকের। দ্বিতীয় সর্বোচ্চ ২৮ কোটি ২ লাখ ৪৫ হাজার টাকার পূবালী ব্যাংকের এবং তৃতীয় সর্বোচ্চ ২ কোটি ৯৮ লাখ ৬২ হাজার টাকার লেনদেন হয়েছে ইয়াকিন পলিমারের।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৮টির বা ৪.৭৬ শতাংশের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। আগের কার্যদিবসের মতো গতকালও জেএমআই হসপিটালের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। আগের কার্যদিবস জেএমআই হসপিটালের শেয়ারের ক্লোজিং দর ছিল ৪২.৬০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৪৬.৮০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ৪.২০ টাকা বা ৯.৮৫ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে জেএমআই হসপিটাল ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে হাইডেলবার্গের ২.১২ শতাংশ, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ১.৬৪ শতাংশ, ফার্মা এইডসের ১.৪৭ শতাংশ, ইস্টার্ন কেবলসের ১.৩২ শতাংশ, এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১.২৯ শতাংশ, বিকন ফার্মার ০.৬৭ শতাংশ, ট্রাস্ট ব্যাংকের ০.৬২ শতাংশ, এইচআর টেক্সটাইলের ০.৫৩ শতাংশ এবং আজিজ পাইপসের শেয়ার দর ০.৪৮ শতাংশ বেড়েছে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৩৩৭টির বা ৮৯.১৫ শতাংশের শেয়ার ও ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে লংকাবাংলা ফাইন্যান্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। আগের কার্যদিবস লংকাবাংলা ফাইন্যান্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩১.৫০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৩০.২০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ১.৩০ টাকা বা ৪.১২ শতাংশ কমেছে। এর মাধ্যমে লংকাবাংলা ফাইন্যান্স ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে এশিয়া ইন্স্যুরেন্সের ২ শতাংশ, এটিসিএসএলজিএফের ২ শতাংশ, বিবিএসের ২ শতাংশ, বিডি থাই ফুডের ২ শতাংশ, সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ২ শতাংশ, ইজেনারেশনের ২ শতাংশ, সোনালী পেপারের ১.৯৯ শতাংশ, ইস্টার্ন লুব্রিকেন্টসের ১.৯৯ শতাংশ এবং এপেক্স ফুডসের শেয়ার দর ১.৯৯ শতাংশ কমেছে।