শেহবাজকে গার্ড অব অনার দিয়ে প্রধানমন্ত্রী ভবনে বরণ

শপথ নেয়ার পর প্রধানমন্ত্রী ভবনে গেছেন পাকিস্তানের সদ্য নির্বাচিত প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। প্রধানমন্ত্রী ভবনে পৌঁছালে তাকে গার্ড অব অনার দিয়ে বরণ করে নেওয়া হয়। এর পর প্রধানমন্ত্রী ভবনের কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হন শাহবাজ। ইসলামাবাদের আইওয়ান-ই-সদরে এক যুগান্তকারী অনুষ্ঠানে পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন মুসলিম লিগ-এন এর নেতা শেহবাজ শরিফ।

প্রেসিডেন্ট আরিফ আলভির অনুপস্থিতিতে সিনেটের চেয়ারম্যান সাদিক সানজরানি শেহবাজকে শপথবাক্য পাঠ করান। প্রধানমন্ত্রী নির্বাচনে ১৭৪ জন সদস্য শেহবাজ শরীফের পক্ষে ভোট দেন। বিপক্ষে কেউ ভোট দেননি কেউ। এই ১৭৪ জন সদস্যই সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা জানিয়ে তাকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেয়।

এদিকে শেহবাজ শরীফের সঙ্গে প্রধানমন্ত্রী পদে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল ইমরান খানের দল পিটিআইয়ের কো চেয়ারম্যান শাহ মোহাম্মদ কোরেশির। কিন্তু অধিবেশন শুরু হওয়ার পর কোরেশি ঘোষণা দেন পিটিআইয়ের সব সদস্য পদত্যাগ করবেন। তার এ ঘোষণার পর পিটিআইয়ের সব সদস্য ও ডেপুটি স্পিকার কাসেম সুরিও বের হয়ে যান। এর ফলে পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শেহবাজ শরীফ নির্বাচিত হয়ে যান।

শেহবাজকে শুভেচ্ছা এরদোয়ান-মোদির

ইমরান খানের পদচ্যুতির পরই নবনির্বাচিত পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে শুভেচ্ছা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরদোয়ান পাকিস্তানের নবনির্বাচিত প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে ফোন দিয়ে শুভেচ্ছা জানান। সে সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেহবাজ শরিফকে এক টুইট বার্তায় শুভেচ্ছা জানিয়েছেন।

এদিকে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম ত্থেকেও শেহবাজকে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা জানানো হয়েছে। চীনের সঙ্গে শেহবাজের উষ্ণ সম্পর্ক রয়েছে।

তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানকে ভাবা হতো পাকিস্তানের সদ্য সাবেক হওয়া ইমরান খানের খুবই ঘনিষ্ঠ। অথচ শেহবাজ ক্ষমতায় আসার পর প্রথম রাষ্ট্রপ্রধান হিসেবে এরদোয়ানের ফোনে এটাই স্পষ্ট হয় যে ব্যক্তি বিশেষ নয়, পাকিস্তানের সঙ্গেই সুসম্পর্ক রাখতে আগ্রহী এরদোয়ান।

পাকিস্তান মুসলিম লীগ- নওয়াজ দলের প্রচার মাধ্যম থেকে বলা হয়েছে, ফোনালাপে এরদোয়ান বলেছেন, শেহবাজের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় খুশি এরদোয়ান।

শাহবাজ শরিফের সঙ্গে এরদোয়ানের ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। ২০১৮ সালেও পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে ইমরান খান দায়িত্ব নেয়ার পর প্রথম রাষ্ট্রপ্রধান হিসেবে এরদোয়ানই ইমরান খানকে সে সময় ফোন করে শুভেচ্ছা জানান।

বুধবার, ১৩ এপ্রিল ২০২২ , ৩০ চৈত্র ১৪২৮ ১১ রমাদ্বান ১৪৪৩

শেহবাজকে গার্ড অব অনার দিয়ে প্রধানমন্ত্রী ভবনে বরণ

image

শপথ নেয়ার পর প্রধানমন্ত্রী ভবনে গেছেন পাকিস্তানের সদ্য নির্বাচিত প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। প্রধানমন্ত্রী ভবনে পৌঁছালে তাকে গার্ড অব অনার দিয়ে বরণ করে নেওয়া হয়। এর পর প্রধানমন্ত্রী ভবনের কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হন শাহবাজ। ইসলামাবাদের আইওয়ান-ই-সদরে এক যুগান্তকারী অনুষ্ঠানে পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন মুসলিম লিগ-এন এর নেতা শেহবাজ শরিফ।

প্রেসিডেন্ট আরিফ আলভির অনুপস্থিতিতে সিনেটের চেয়ারম্যান সাদিক সানজরানি শেহবাজকে শপথবাক্য পাঠ করান। প্রধানমন্ত্রী নির্বাচনে ১৭৪ জন সদস্য শেহবাজ শরীফের পক্ষে ভোট দেন। বিপক্ষে কেউ ভোট দেননি কেউ। এই ১৭৪ জন সদস্যই সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা জানিয়ে তাকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেয়।

এদিকে শেহবাজ শরীফের সঙ্গে প্রধানমন্ত্রী পদে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল ইমরান খানের দল পিটিআইয়ের কো চেয়ারম্যান শাহ মোহাম্মদ কোরেশির। কিন্তু অধিবেশন শুরু হওয়ার পর কোরেশি ঘোষণা দেন পিটিআইয়ের সব সদস্য পদত্যাগ করবেন। তার এ ঘোষণার পর পিটিআইয়ের সব সদস্য ও ডেপুটি স্পিকার কাসেম সুরিও বের হয়ে যান। এর ফলে পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শেহবাজ শরীফ নির্বাচিত হয়ে যান।

শেহবাজকে শুভেচ্ছা এরদোয়ান-মোদির

ইমরান খানের পদচ্যুতির পরই নবনির্বাচিত পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে শুভেচ্ছা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরদোয়ান পাকিস্তানের নবনির্বাচিত প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে ফোন দিয়ে শুভেচ্ছা জানান। সে সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেহবাজ শরিফকে এক টুইট বার্তায় শুভেচ্ছা জানিয়েছেন।

এদিকে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম ত্থেকেও শেহবাজকে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা জানানো হয়েছে। চীনের সঙ্গে শেহবাজের উষ্ণ সম্পর্ক রয়েছে।

তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানকে ভাবা হতো পাকিস্তানের সদ্য সাবেক হওয়া ইমরান খানের খুবই ঘনিষ্ঠ। অথচ শেহবাজ ক্ষমতায় আসার পর প্রথম রাষ্ট্রপ্রধান হিসেবে এরদোয়ানের ফোনে এটাই স্পষ্ট হয় যে ব্যক্তি বিশেষ নয়, পাকিস্তানের সঙ্গেই সুসম্পর্ক রাখতে আগ্রহী এরদোয়ান।

পাকিস্তান মুসলিম লীগ- নওয়াজ দলের প্রচার মাধ্যম থেকে বলা হয়েছে, ফোনালাপে এরদোয়ান বলেছেন, শেহবাজের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় খুশি এরদোয়ান।

শাহবাজ শরিফের সঙ্গে এরদোয়ানের ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। ২০১৮ সালেও পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে ইমরান খান দায়িত্ব নেয়ার পর প্রথম রাষ্ট্রপ্রধান হিসেবে এরদোয়ানই ইমরান খানকে সে সময় ফোন করে শুভেচ্ছা জানান।