ধূমপান মুক্ত সমাজ চাই

ধূমপান ধীরে ধীরে মানব জীবনকে অসুস্থ ও বিকৃত নেশার দিকে ঠেলে দেওয়ার এক অন্তহীন প্রচেষ্টার নাম। গবেষণায় দেখা গেছে, সমাজে যারা অপরাধ করে বেড়ায় তাদের ৯৮ শতাংশ ধূমপানে অভ্যস্ত; যারা মাদক সেবন করে তাদের ৯৫ শতাংশ মানুষ প্রথমে ধূমপান করেÑ তারপর অনন্যা ভয়ংকর নেশায় নিজেকে জড়িয়ে ফেলে।

ধূমপান নিয়ে সমাজে সবচেয়ে বড় আতঙ্ক হলো কিশোরদের আসক্ত হওয়া। কারণ যে কোন নেশার জগতের প্রবেশদ্বার হলো এই ধূমপান। শিশু-কিশোরা কৌতূহল, সঙ্গদোষ, পারিবারিক বা সামাজিক অসচেতনতার কারণে খুব সহজেই ধূমপানে আসক্ত হয়। শিশু কিশোরদের বাইরে বড়দের ধূমপান করাও সমাজের জন্য ভালো কিছু বয়ে আনে না। মোটকথা কারো ধূমপান করা উচিত না।

তাই আসুন নিজেরা সুস্থ থাকতে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে সবাই মিলে ধূমপান মুক্ত সমাজ গড়ি। মনে রাখবেন আপনার একটু ভুলে নষ্ট হতে পারে আপনার সন্তানের সুস্থ সুন্দর জীবন। সুতরাং এখনই সময় ধূমপান ও মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার।

দেবব্রত দেবনাথ

বুধবার, ১৩ এপ্রিল ২০২২ , ৩০ চৈত্র ১৪২৮ ১১ রমাদ্বান ১৪৪৩

ধূমপান মুক্ত সমাজ চাই

ধূমপান ধীরে ধীরে মানব জীবনকে অসুস্থ ও বিকৃত নেশার দিকে ঠেলে দেওয়ার এক অন্তহীন প্রচেষ্টার নাম। গবেষণায় দেখা গেছে, সমাজে যারা অপরাধ করে বেড়ায় তাদের ৯৮ শতাংশ ধূমপানে অভ্যস্ত; যারা মাদক সেবন করে তাদের ৯৫ শতাংশ মানুষ প্রথমে ধূমপান করেÑ তারপর অনন্যা ভয়ংকর নেশায় নিজেকে জড়িয়ে ফেলে।

ধূমপান নিয়ে সমাজে সবচেয়ে বড় আতঙ্ক হলো কিশোরদের আসক্ত হওয়া। কারণ যে কোন নেশার জগতের প্রবেশদ্বার হলো এই ধূমপান। শিশু-কিশোরা কৌতূহল, সঙ্গদোষ, পারিবারিক বা সামাজিক অসচেতনতার কারণে খুব সহজেই ধূমপানে আসক্ত হয়। শিশু কিশোরদের বাইরে বড়দের ধূমপান করাও সমাজের জন্য ভালো কিছু বয়ে আনে না। মোটকথা কারো ধূমপান করা উচিত না।

তাই আসুন নিজেরা সুস্থ থাকতে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে সবাই মিলে ধূমপান মুক্ত সমাজ গড়ি। মনে রাখবেন আপনার একটু ভুলে নষ্ট হতে পারে আপনার সন্তানের সুস্থ সুন্দর জীবন। সুতরাং এখনই সময় ধূমপান ও মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার।

দেবব্রত দেবনাথ