সামান্য উত্থান শেয়ারবাজারে, সূচক বাড়ালেও লেনদেন ও দর কমেছে

আগের কার্যদিবস বড় পতন হলেও গতকাল সামান্য উত্থান হয়েছে শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। সূচক বাড়লেও টাকার পরিমাণে লেনদেন এবং অধিকাংশ সিকিউরিটিজের দর কমেছে।

গতকাল প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১০.৯০ পয়েন্ট বা ০.১৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৫৮৪.৯৭ পয়েন্টে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৪.৯১ পয়েন্ট বা ০.৩৪ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৮.৮০ পয়েন্ট বা ০.৩৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪৪৭.৭৮ পয়েন্টে এবং দুই হাজার ৪৪০.৪৫ পয়েন্টে।

ডিএসইতে গতকাল টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৫২৯ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ৩ কোটি ২৬ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৫৩২ কোটি ৯৫ লাখ টাকার। ডিএসইতে গতকাল ৩৮০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৩০টির বা ৩৪.২১ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ১৮৫টির বা ৪৮.৬৮ শতাংশের এবং ৬৫টি বা ১৭.৯১ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১৭.৫৬ পয়েন্ট বা ০.০৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৩৬৬.৯০ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৭১টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৬৫টির, কমেছে ১৬৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির দর। গতকাল সিএসইতে ১৮ কোটি ৯২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

গতকাল ডিএসইর ব্লক মার্কেটে মোট ৩৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৮৫ লাখ ৪৭ হাজার ৪০৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩০ কোটি ১৯ লাখ টাকা। ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে পূবালী ব্যাংক লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ১৩ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। প্রভাতি ইন্স্যুরেন্স ৪ কোটি ১৬ লাখ টাকার শেয়ার বিক্রি করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। জেনেক্স ইনফোসিস ২ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আমরা টেকনোলজি, একমি ল্যাবরেটরিজ, আল-হাজ্ব টেক্সটাইল, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, আনোয়ার গ্যালভানাইজিং, বিডি ল্যাম্পাস, বিকন ফার্মা, বেক্সিমকো, সিটি ব্যাংক, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, ডেল্টা স্পিনার্স, ডরিন পাওয়ার, ড্রাগন সোয়েটার, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ফরচুন সুজ, ফু-ওয়াং ফুড, জেনেক্স ইনফোসিস, জিএসপি ফিন্যান্স, এইচ. আর টেক্সটাইল, কাট্টালি টেক্সটাইল, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, প্রাইম ইন্স্যুরেন্স, আরডি ফুড, সাইফ পাওয়ারটেক, স্যালভো কেমিক্যাল, শেপার্ড ইন্ডাস্ট্রিজ, সেনা কল্যাণ ইন্স্যুরেন্স, সোনালী পেপার, ইউনিয়ন ব্যাংক, ইউনিক হোটেল ও ইউনাইটেড ফিন্যান্স লিমিটেড।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৩০টির বা ৩৪.২১ শতাংশের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। আগের কার্যদিবসের মতো গতকালও জেএমআই হসপিটালের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। আগের কার্যদিবস জেএমআই হসপিটালের শেয়ারের ক্লোজিং দর ছিল ৪৬.৮০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৫১.৪০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ৪.৬০ টাকা বা ৯.৮২ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে জেএমআই হসপিটাল ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে এইচআর টেক্সটাইলের ৫.৮৬ শতাংশ, প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচ্যুয়াল ফান্ডের ৫.৪৭ শতাংশ, বিকন ফার্মার ৪.৬০ শতাংশ, সালভো কেমিক্যালের ৩.৯১ শতাংশ, এমবি ফার্মার ৩.২৯ শতাংশ, রেনউইক যজ্ঞেশ্বরের ৩.০৯ শতাংশ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৩.০১ শতাংশ, এবি ব্যাংকের ২.৮৩ শতাংশ এবং এনসিসি ব্যাংকের শেয়ার দর ২.৭৫ শতাংশ বেড়েছে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৮৫টির বা ৪৮.৬৮ শতাংশের শেয়ার ও ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি।

আগের কার্যদিবস তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৬৮.৪০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৬৫ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ৩.৪০ টাকা বা ৪.৯৭ শতাংশ কমেছে। এর মাধ্যমে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে আইএফআইসির ৪.৬১ শতাংশ, ন্যাশনাল ফিড মিলসের ২.৩১ শতাংশ, পিপলস ইন্স্যুরেন্সের ২ শতাংশ, মার্কেন্টাইল ব্যাংকের ১.৯৮ শতাংশ, বিডিকমের ১.৯৬ শতাংশ, হা-ওয়েল টেক্সটাইলের ১.৯৬ শতাংশ, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ১.৯৪ শতাংশ, শমরিতা হসপিটালের ১.৯১ শতাংশ এবং আমরা টেকনোলজিসের শেয়ার দর ১.৯০ শতাংশ কমেছে।

বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০২২ , ০১ বৈশাখ ১৪২৮ ১২ রমাদ্বান ১৪৪৩

সামান্য উত্থান শেয়ারবাজারে, সূচক বাড়ালেও লেনদেন ও দর কমেছে

অর্থনৈতিক বার্তা পরিবেশক

আগের কার্যদিবস বড় পতন হলেও গতকাল সামান্য উত্থান হয়েছে শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। সূচক বাড়লেও টাকার পরিমাণে লেনদেন এবং অধিকাংশ সিকিউরিটিজের দর কমেছে।

গতকাল প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১০.৯০ পয়েন্ট বা ০.১৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৫৮৪.৯৭ পয়েন্টে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৪.৯১ পয়েন্ট বা ০.৩৪ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৮.৮০ পয়েন্ট বা ০.৩৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪৪৭.৭৮ পয়েন্টে এবং দুই হাজার ৪৪০.৪৫ পয়েন্টে।

ডিএসইতে গতকাল টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৫২৯ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ৩ কোটি ২৬ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৫৩২ কোটি ৯৫ লাখ টাকার। ডিএসইতে গতকাল ৩৮০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৩০টির বা ৩৪.২১ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ১৮৫টির বা ৪৮.৬৮ শতাংশের এবং ৬৫টি বা ১৭.৯১ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১৭.৫৬ পয়েন্ট বা ০.০৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৩৬৬.৯০ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৭১টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৬৫টির, কমেছে ১৬৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির দর। গতকাল সিএসইতে ১৮ কোটি ৯২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

গতকাল ডিএসইর ব্লক মার্কেটে মোট ৩৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৮৫ লাখ ৪৭ হাজার ৪০৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩০ কোটি ১৯ লাখ টাকা। ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে পূবালী ব্যাংক লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ১৩ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। প্রভাতি ইন্স্যুরেন্স ৪ কোটি ১৬ লাখ টাকার শেয়ার বিক্রি করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। জেনেক্স ইনফোসিস ২ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আমরা টেকনোলজি, একমি ল্যাবরেটরিজ, আল-হাজ্ব টেক্সটাইল, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, আনোয়ার গ্যালভানাইজিং, বিডি ল্যাম্পাস, বিকন ফার্মা, বেক্সিমকো, সিটি ব্যাংক, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, ডেল্টা স্পিনার্স, ডরিন পাওয়ার, ড্রাগন সোয়েটার, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ফরচুন সুজ, ফু-ওয়াং ফুড, জেনেক্স ইনফোসিস, জিএসপি ফিন্যান্স, এইচ. আর টেক্সটাইল, কাট্টালি টেক্সটাইল, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, প্রাইম ইন্স্যুরেন্স, আরডি ফুড, সাইফ পাওয়ারটেক, স্যালভো কেমিক্যাল, শেপার্ড ইন্ডাস্ট্রিজ, সেনা কল্যাণ ইন্স্যুরেন্স, সোনালী পেপার, ইউনিয়ন ব্যাংক, ইউনিক হোটেল ও ইউনাইটেড ফিন্যান্স লিমিটেড।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৩০টির বা ৩৪.২১ শতাংশের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। আগের কার্যদিবসের মতো গতকালও জেএমআই হসপিটালের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। আগের কার্যদিবস জেএমআই হসপিটালের শেয়ারের ক্লোজিং দর ছিল ৪৬.৮০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৫১.৪০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ৪.৬০ টাকা বা ৯.৮২ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে জেএমআই হসপিটাল ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে এইচআর টেক্সটাইলের ৫.৮৬ শতাংশ, প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচ্যুয়াল ফান্ডের ৫.৪৭ শতাংশ, বিকন ফার্মার ৪.৬০ শতাংশ, সালভো কেমিক্যালের ৩.৯১ শতাংশ, এমবি ফার্মার ৩.২৯ শতাংশ, রেনউইক যজ্ঞেশ্বরের ৩.০৯ শতাংশ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৩.০১ শতাংশ, এবি ব্যাংকের ২.৮৩ শতাংশ এবং এনসিসি ব্যাংকের শেয়ার দর ২.৭৫ শতাংশ বেড়েছে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৮৫টির বা ৪৮.৬৮ শতাংশের শেয়ার ও ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি।

আগের কার্যদিবস তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৬৮.৪০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৬৫ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ৩.৪০ টাকা বা ৪.৯৭ শতাংশ কমেছে। এর মাধ্যমে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে আইএফআইসির ৪.৬১ শতাংশ, ন্যাশনাল ফিড মিলসের ২.৩১ শতাংশ, পিপলস ইন্স্যুরেন্সের ২ শতাংশ, মার্কেন্টাইল ব্যাংকের ১.৯৮ শতাংশ, বিডিকমের ১.৯৬ শতাংশ, হা-ওয়েল টেক্সটাইলের ১.৯৬ শতাংশ, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ১.৯৪ শতাংশ, শমরিতা হসপিটালের ১.৯১ শতাংশ এবং আমরা টেকনোলজিসের শেয়ার দর ১.৯০ শতাংশ কমেছে।