আরও একটি সপ্তাহ দরপতন শেয়ারবাজারে

আগের সপ্তাহের মতো গত সপ্তাহেও ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। গত সপ্তাহে ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণও কমেছে ব্যাপকহারে। আলোচ্য সপ্তাহে ডিএসইতে ২৫.৫২ শতাংশ লেনদেন কমেছে।

গত সপ্তাহে ডিএসইতে ২ হাজার ২৬৩ কোটি ৬৭ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ৩ হাজার ৩৯২ কোটি ৭৪ লাখ ৯ হাজার টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ৭৭৫ কোটি ৫৯ লাখ ৭৮ হাজার টাকার বা ২৫.৫২ শতাংশ লেনদেন কমেছে। ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ৫৬ দশমিক ২৬ পয়েন্ট বা দশমিক ৮৫ শতাংশ কমে ৬ হাজার ৫৮৪ পয়েন্টে অবস্থান করছে।

গত সপ্তাহে বাজারমূলধনের শীর্ষ ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস ৩০ আগের সপ্তাহের চেয়ে ১১ দশমিক ১৪ পয়েন্ট বা দশমিক ৪৫ শতাংশ কমে ২ হাজার ৪৪০ পয়েন্টে নেমেছে। অন্যদিকে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫.৮২ পয়েন্ট বা দশমিক ৪০ শতাংশ কমেছে। ডিএসইতে গত সপ্তাহে ৩৯৩টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়। এর মধ্যে দাম বেড়েছে ৭৬টির, কমেছে ২৮০টির। আর ২৮টির দাম ছিল অপরিবর্তিত।

অন্যদিকে ডিএসইতে বাজার মূলধনেও নেতিবাচক প্রভাব রয়েছে। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ৩ হাজার ৫১৫ কোটি ৬ লাখ ৬৭ হাজার টাকা বা ১ দশমিক ৬৬ শতাংশ বাজার মূলধন কমেছে। সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৫৩ লাখ ২ হাজার ৫৩৯ কোটি ৭২ লাখ ৪৯ হাজার টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৫২ লাখ ৯০ হাজার ২৪৬ কোটি ৫৮ লাখ ১ হাজার টাকায়।

গত সপ্তাহে ডিএসইতে লেনদেনের শীর্ষস্থান দখল করেছে আইপিডিসি ফিন্যান্স লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১৭১ কোটি ৯৮ লাখ ৫৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহজুড়ে কোম্পানিটি ৩ কোটি ৬৪ লাখ ৪৬ হাজার ১৩৯টি শেয়ার হাতবদল করেছে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটির ১ কোটি ৭১ হাজার ৩৪৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৪৭ কোটি ৪৩ লাখ টাকা।

সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ৮ লাখ ৮০ হাজার ৩৪৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৭৭ কোটি ৩৩ লাখ টাকা। লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- জেনেক্স ইনফোসিস, লাফার্জহোলসিম বাংলাদেশ, প্রভাতি ইন্স্যুরেন্স, ফরচুন সুজ, স্কয়ার ফার্মাসিটিক্যালস, নাহি অ্যালুমিনিয়াম ও জেমিনি সি ফুড লিমিটেড।

গত সপ্তাহে ডিএসই’র টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে আধিপত্য বিস্তার করেছে জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ৪৫.৬১ শতাংশ বেড়েছে। আলোচ্য সপ্তাহে শেয়ারটি সর্বমোট ৬৫ লাখ ৭০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১৬ লাখ ৪২ হাজার টাকা।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে আইপিডিসি ফিন্যান্স লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর বেড়েছে ১১ দশমিক ৪৫ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১৭১ কোটি ৯৮ লাখ ৫৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৪২ কোটি ৯৯ লাখ ৬৪ হাজার টাকা। প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ১০ দশমিক ১৫ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৫ কোটি ৭২ লাখ ৯৪ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ কোটি ৪৩ লাখ ২৩ হাজার টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস, অ্যাপেক্স ট্যানারি, এইচ.আর টেক্সটাইল, সিটি ব্যাংক, ফার্মা এইডস, প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচ্যুয়াল ফান্ড ও ওয়াইম্যাক্স ইলেকট্রোডস লিমিটেড।

গত সপ্তাহে ডিএসই’র টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ৭.৫০ শতাংশ।

তথ্য অনুযায়ী, সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ১ কোটি ৩ লাখ ৯৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২৫ লাখ ৯৯ হাজার টাকা। প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। গত সপ্তাহে শেয়ারটি সর্বোচ্চ দর কমেছে ৭.৪৮ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১৪ কোটি ৬৬ লাখ ৫৪ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩ কোটি ৬৬ লাখ ৬৩ হাজার টাকা। তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স ৭.৪১ শতাংশ দর কমে লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- জিবিবি পাওয়ার, মোজাফফর হোসেন স্পিনিং মিলস, ব্যাংক এশিয়া, বিডিকম অনলাইন, উত্তরা ব্যাংক, ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং ও সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ান।

শনিবার, ১৬ এপ্রিল ২০২২ , ০৩ বৈশাখ ১৪২৮ ১৪ রমাদ্বান ১৪৪৩

আরও একটি সপ্তাহ দরপতন শেয়ারবাজারে

অর্থনৈতিক বার্তা পরিবেশক

image

আগের সপ্তাহের মতো গত সপ্তাহেও ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। গত সপ্তাহে ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণও কমেছে ব্যাপকহারে। আলোচ্য সপ্তাহে ডিএসইতে ২৫.৫২ শতাংশ লেনদেন কমেছে।

গত সপ্তাহে ডিএসইতে ২ হাজার ২৬৩ কোটি ৬৭ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ৩ হাজার ৩৯২ কোটি ৭৪ লাখ ৯ হাজার টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ৭৭৫ কোটি ৫৯ লাখ ৭৮ হাজার টাকার বা ২৫.৫২ শতাংশ লেনদেন কমেছে। ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ৫৬ দশমিক ২৬ পয়েন্ট বা দশমিক ৮৫ শতাংশ কমে ৬ হাজার ৫৮৪ পয়েন্টে অবস্থান করছে।

গত সপ্তাহে বাজারমূলধনের শীর্ষ ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস ৩০ আগের সপ্তাহের চেয়ে ১১ দশমিক ১৪ পয়েন্ট বা দশমিক ৪৫ শতাংশ কমে ২ হাজার ৪৪০ পয়েন্টে নেমেছে। অন্যদিকে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫.৮২ পয়েন্ট বা দশমিক ৪০ শতাংশ কমেছে। ডিএসইতে গত সপ্তাহে ৩৯৩টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়। এর মধ্যে দাম বেড়েছে ৭৬টির, কমেছে ২৮০টির। আর ২৮টির দাম ছিল অপরিবর্তিত।

অন্যদিকে ডিএসইতে বাজার মূলধনেও নেতিবাচক প্রভাব রয়েছে। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ৩ হাজার ৫১৫ কোটি ৬ লাখ ৬৭ হাজার টাকা বা ১ দশমিক ৬৬ শতাংশ বাজার মূলধন কমেছে। সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৫৩ লাখ ২ হাজার ৫৩৯ কোটি ৭২ লাখ ৪৯ হাজার টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৫২ লাখ ৯০ হাজার ২৪৬ কোটি ৫৮ লাখ ১ হাজার টাকায়।

গত সপ্তাহে ডিএসইতে লেনদেনের শীর্ষস্থান দখল করেছে আইপিডিসি ফিন্যান্স লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১৭১ কোটি ৯৮ লাখ ৫৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহজুড়ে কোম্পানিটি ৩ কোটি ৬৪ লাখ ৪৬ হাজার ১৩৯টি শেয়ার হাতবদল করেছে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটির ১ কোটি ৭১ হাজার ৩৪৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৪৭ কোটি ৪৩ লাখ টাকা।

সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ৮ লাখ ৮০ হাজার ৩৪৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৭৭ কোটি ৩৩ লাখ টাকা। লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- জেনেক্স ইনফোসিস, লাফার্জহোলসিম বাংলাদেশ, প্রভাতি ইন্স্যুরেন্স, ফরচুন সুজ, স্কয়ার ফার্মাসিটিক্যালস, নাহি অ্যালুমিনিয়াম ও জেমিনি সি ফুড লিমিটেড।

গত সপ্তাহে ডিএসই’র টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে আধিপত্য বিস্তার করেছে জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ৪৫.৬১ শতাংশ বেড়েছে। আলোচ্য সপ্তাহে শেয়ারটি সর্বমোট ৬৫ লাখ ৭০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১৬ লাখ ৪২ হাজার টাকা।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে আইপিডিসি ফিন্যান্স লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর বেড়েছে ১১ দশমিক ৪৫ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১৭১ কোটি ৯৮ লাখ ৫৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৪২ কোটি ৯৯ লাখ ৬৪ হাজার টাকা। প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ১০ দশমিক ১৫ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৫ কোটি ৭২ লাখ ৯৪ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ কোটি ৪৩ লাখ ২৩ হাজার টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস, অ্যাপেক্স ট্যানারি, এইচ.আর টেক্সটাইল, সিটি ব্যাংক, ফার্মা এইডস, প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচ্যুয়াল ফান্ড ও ওয়াইম্যাক্স ইলেকট্রোডস লিমিটেড।

গত সপ্তাহে ডিএসই’র টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ৭.৫০ শতাংশ।

তথ্য অনুযায়ী, সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ১ কোটি ৩ লাখ ৯৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২৫ লাখ ৯৯ হাজার টাকা। প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। গত সপ্তাহে শেয়ারটি সর্বোচ্চ দর কমেছে ৭.৪৮ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১৪ কোটি ৬৬ লাখ ৫৪ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩ কোটি ৬৬ লাখ ৬৩ হাজার টাকা। তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স ৭.৪১ শতাংশ দর কমে লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- জিবিবি পাওয়ার, মোজাফফর হোসেন স্পিনিং মিলস, ব্যাংক এশিয়া, বিডিকম অনলাইন, উত্তরা ব্যাংক, ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং ও সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ান।