প্রভাবশালীদের ছত্রছায়ায় যত্রতত্র জুয়ার আসর

নরসিংদীর বেলাব উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নে প্রতিনিয়ত চলছে জুয়ার জমজমাট আসর। ইউনিয়নের কাশিমনগর, মেরাতুলীকান্দা, ঝালকান্দা, বীরকান্দা, লোহাজুরীচকে বিভিন্ন জঙ্গল, কলাবাগান, নদীরপাড় বাঁশ বাগান সহ বিভিন্ন নির্জন বাড়িতে স্থায়ী ও অস্থায়ী ভিত্তিতে দীর্ঘদিন ধরে চলছে জুয়ার আসর। কার্ড, বোর্ডসহ বিভিন্ন আসরের মাধ্যমে লক্ষ লক্ষ টাকার লেমদেন হচ্ছে এসব আসরে। রাজনৈতিক ও প্রভাবশালীদের ছত্রছায়ায় থাকা একটি মহল ও এক জনপ্রতিনিধির ছেলের নেতৃত্বে অনৈতিকভাবে জুয়া বোর্ড পরিচালনা করছে এলাকার দুটি শক্তিশালী সিন্ডিকেট। এখানে বেলাব উপজেলা ছাড়াও বিভিন্ন উপজেলার জুয়াড়িরা খেলায় প্রতিদিন হাত বদল হচ্ছে লাখ লাখ টাকা। জুয়ার আসরকে চাঙা রাখতে খেলার পাশাপাশি আশেপাশের বিভিন্ন স্পটে চলছে নেশার রমরমা কারবার।

অভিযোগ রয়েছে, উপর মহলকে ম্যানেজ করেই চালাচ্ছে এ অনৈতিক কর্মকা-।

স্থানীয় সূত্র জানায়, বিগত কয়েকবছর যাবত এলাকার উঠতি যুবক, আলোচিত জুয়াড়িরা এখানে হুমড়ি খেয়ে পড়ছে। দুর-দূরান্ত থেকে আসা জুয়াড়িরা এখানে লাখ লাখ টাকার হাত বদল করছে এবং প্রতিদিন এ চক্রের ফাঁদে পড়ে অনেকেই টাকা খুইয়ে হচ্ছেন নিঃস্ব। প্রভাবশালীদের ছত্রছায়ায় থাকা একটি সংঘবদ্ধ চক্র মিলে সকাল থেকে রাত পর্যন্ত চালাচ্ছে নিষিদ্ধ জুয়ার আসর। এ জুয়াকে কেন্দ্র করে স্পটে নেশা গ্রহণও চলে সমান তালে। এতে জুয়া ও মাদকের মোহে পড়ে অনেকে পথে বসেছেন। চলমান জুয়া ও মাদকের আসর নিয়ে এ অঞ্চলের অভিভাবক ও তাদের পরিবার উদ্ধিগ্ন হয়ে পড়েছেন। জুয়ারি সম্রাট ও মদদদাতা হিসেবে এখানে একজন জনপ্রতিনিধির ছেলের নাম শোনা যাচ্ছে। সূত্রটি আরো জানায়, জুয়ার আসরে ও এলাকার উঠতি যুবকদের মাঝে মদ, গাঁজা, ইয়াবা, ফেনসিডিল বিক্রি করছে জুয়া সিন্ডিকেটের হোতারা। দূর-দূরান্ত থেকে আসা ভিআইপি জুয়াড়িরা তিন তাস জুয়ার বোর্ডে মোটা অংকের টাকা হাত বদল করছে। এখানে প্রতিনিয়ত অন্য ধারার একটি সংঘবদ্ধ চক্র দিন-রাত সমান তালে নিষিদ্ধ কর্মকা- চালিয়ে যাচ্ছে।

জানা গেছে, পাশ্ববর্তী উপজেলা বাজিতপুরের একটি নারী জুয়ারি চক্র, মনোহরদী ও কুলিয়ারচর উপজেলার বেশ কয়েকটি চক্র এই এলাকার আলোচিত জুয়ারি টিম। ওই চক্রটি প্রভাবশালী, সমাজপতিসহ সবাইকে ম্যানেজ করে আসর চালাচ্ছে বলে এলাকাবাসীর অভিযোগ। যার কারণে ওই চক্রটি অনেকটা বেপরোয়া হয়েই এ অনৈতিক কর্মকা- চালিয়ে যাচ্ছে। করোনাভাইরাসের মহামারির মধ্যেও কোনো কিছুর তোয়াক্কা না করে স্পট গুলো যথেষ্ট সক্রিয় ছিল। বিতর্কিত পরিচিত মুখ আর অপরিচিত অনেক লোকজনের আনাগোনা দেখা যায় সেখানে। মোটরসাইকেল, ইজিবাইকসহ বিভিন্ন বাহনে চেপে আসে তারা।

নেশায় বুদ হয়ে হুমড়ি খেয়ে পড়ছে এই আসরে। কয়েকটি মহলকে ম্যানেজ করে অসাধু চক্রটি দীর্ঘদিন জুয়ার কারবার চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে বেলাবো থানার ইনচার্জ মো: সাফায়েত হোসেন পলাশ জানান, আমরা এ বিষয়ে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার, ১৬ এপ্রিল ২০২২ , ০৩ বৈশাখ ১৪২৮ ১৪ রমাদ্বান ১৪৪৩

প্রভাবশালীদের ছত্রছায়ায় যত্রতত্র জুয়ার আসর

প্রতিনিধি, বেলাব (নরসিংদী)

নরসিংদীর বেলাব উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নে প্রতিনিয়ত চলছে জুয়ার জমজমাট আসর। ইউনিয়নের কাশিমনগর, মেরাতুলীকান্দা, ঝালকান্দা, বীরকান্দা, লোহাজুরীচকে বিভিন্ন জঙ্গল, কলাবাগান, নদীরপাড় বাঁশ বাগান সহ বিভিন্ন নির্জন বাড়িতে স্থায়ী ও অস্থায়ী ভিত্তিতে দীর্ঘদিন ধরে চলছে জুয়ার আসর। কার্ড, বোর্ডসহ বিভিন্ন আসরের মাধ্যমে লক্ষ লক্ষ টাকার লেমদেন হচ্ছে এসব আসরে। রাজনৈতিক ও প্রভাবশালীদের ছত্রছায়ায় থাকা একটি মহল ও এক জনপ্রতিনিধির ছেলের নেতৃত্বে অনৈতিকভাবে জুয়া বোর্ড পরিচালনা করছে এলাকার দুটি শক্তিশালী সিন্ডিকেট। এখানে বেলাব উপজেলা ছাড়াও বিভিন্ন উপজেলার জুয়াড়িরা খেলায় প্রতিদিন হাত বদল হচ্ছে লাখ লাখ টাকা। জুয়ার আসরকে চাঙা রাখতে খেলার পাশাপাশি আশেপাশের বিভিন্ন স্পটে চলছে নেশার রমরমা কারবার।

অভিযোগ রয়েছে, উপর মহলকে ম্যানেজ করেই চালাচ্ছে এ অনৈতিক কর্মকা-।

স্থানীয় সূত্র জানায়, বিগত কয়েকবছর যাবত এলাকার উঠতি যুবক, আলোচিত জুয়াড়িরা এখানে হুমড়ি খেয়ে পড়ছে। দুর-দূরান্ত থেকে আসা জুয়াড়িরা এখানে লাখ লাখ টাকার হাত বদল করছে এবং প্রতিদিন এ চক্রের ফাঁদে পড়ে অনেকেই টাকা খুইয়ে হচ্ছেন নিঃস্ব। প্রভাবশালীদের ছত্রছায়ায় থাকা একটি সংঘবদ্ধ চক্র মিলে সকাল থেকে রাত পর্যন্ত চালাচ্ছে নিষিদ্ধ জুয়ার আসর। এ জুয়াকে কেন্দ্র করে স্পটে নেশা গ্রহণও চলে সমান তালে। এতে জুয়া ও মাদকের মোহে পড়ে অনেকে পথে বসেছেন। চলমান জুয়া ও মাদকের আসর নিয়ে এ অঞ্চলের অভিভাবক ও তাদের পরিবার উদ্ধিগ্ন হয়ে পড়েছেন। জুয়ারি সম্রাট ও মদদদাতা হিসেবে এখানে একজন জনপ্রতিনিধির ছেলের নাম শোনা যাচ্ছে। সূত্রটি আরো জানায়, জুয়ার আসরে ও এলাকার উঠতি যুবকদের মাঝে মদ, গাঁজা, ইয়াবা, ফেনসিডিল বিক্রি করছে জুয়া সিন্ডিকেটের হোতারা। দূর-দূরান্ত থেকে আসা ভিআইপি জুয়াড়িরা তিন তাস জুয়ার বোর্ডে মোটা অংকের টাকা হাত বদল করছে। এখানে প্রতিনিয়ত অন্য ধারার একটি সংঘবদ্ধ চক্র দিন-রাত সমান তালে নিষিদ্ধ কর্মকা- চালিয়ে যাচ্ছে।

জানা গেছে, পাশ্ববর্তী উপজেলা বাজিতপুরের একটি নারী জুয়ারি চক্র, মনোহরদী ও কুলিয়ারচর উপজেলার বেশ কয়েকটি চক্র এই এলাকার আলোচিত জুয়ারি টিম। ওই চক্রটি প্রভাবশালী, সমাজপতিসহ সবাইকে ম্যানেজ করে আসর চালাচ্ছে বলে এলাকাবাসীর অভিযোগ। যার কারণে ওই চক্রটি অনেকটা বেপরোয়া হয়েই এ অনৈতিক কর্মকা- চালিয়ে যাচ্ছে। করোনাভাইরাসের মহামারির মধ্যেও কোনো কিছুর তোয়াক্কা না করে স্পট গুলো যথেষ্ট সক্রিয় ছিল। বিতর্কিত পরিচিত মুখ আর অপরিচিত অনেক লোকজনের আনাগোনা দেখা যায় সেখানে। মোটরসাইকেল, ইজিবাইকসহ বিভিন্ন বাহনে চেপে আসে তারা।

নেশায় বুদ হয়ে হুমড়ি খেয়ে পড়ছে এই আসরে। কয়েকটি মহলকে ম্যানেজ করে অসাধু চক্রটি দীর্ঘদিন জুয়ার কারবার চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে বেলাবো থানার ইনচার্জ মো: সাফায়েত হোসেন পলাশ জানান, আমরা এ বিষয়ে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।