সৌমিত্রের বায়োপিকের প্রিমিয়ারে মুগ্ধ তারিন

২০২০ সালের ১৫ নভেম্বর মারা যান উপমহাদেশের প্রখ্যাত ও বাংলা ভাষাভাষীর কাছে অন্যতম প্রিয় অভিনেতা কলকাতার সৌমিত্র চট্টোপাধ্যায়। তারই জীবদ্দশায় তার জীবনী নিয়ে ‘অভিযান’ নামক বায়োপিক নির্মাণ করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। অতঃপর শিগগিরই তা মুক্তি পেতে যাচ্ছে। মুক্তির আগে পহেলা বৈশাখের দিন কলকাতায় হয়েগেলো এর প্রিমিয়ার। এর সহ-প্রযোজক হিসেবে আছেন অরিত্র সেন। তার নিমন্ত্রণেই প্রিমিয়ার শোতে উপস্থিত থাকার সুযোগ হয় বাংলাদেশের নন্দিত অভিনেত্রী তারিন জাহানের। তাই পহেলা বৈশাখের দিন তারিন ঢাকায় না থাকে সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে নির্মিত বায়োপিক ‘অভিযান’ উপভোগ করতে যান ওপার বাংলায়। বায়োপিক দেখে ভীষণ মুগ্ধ তারিন জাহান। তারিন তার অনুভূতি জানাতে গিয়ে বলেন, শ্রদ্ধেয় সৌমিত্র চট্টোপাধ্যায় ছিলেন একাধারে একজন অভিনেতা, লেখক, আবৃত্তিকার, রাজনীতিবিদ। সত্যজিৎ রায় থেকে শুরু করে আজকের নবীন নির্মাতাদের সঙ্গেও তিনি কাজ করেছেন। তাতে তারই অভিজ্ঞতার ঝুলি বড় হয়েছে। নিজেকে তিনি প্রতিনিয়ত নতুন করে আবিষ্কার করেছেন। এসব বিষয় শিল্পীদের জন্য শিক্ষণীয়। শিল্পীর জীবনে কতো ধরনের যে উত্থান পতন থাকে, কতো ধরনের সংগ্রাম থাকে, কতো মিথ্যা কে যে সত্য ভাবা হয় আর কতো সত্য যে ঢাকা পড়ে যায় তা নতুন করে উপলব্ধি হলো। বয়স বাড়লেই যে শিল্পী ফুরিয়ে যান না তিনি তা প্রমাণ করে গেছেন। কারণ শিল্পীদের কোটি কোটি টাকার প্রয়োজন হয় না, অভিনয়টা তাদের কাছে নেশার মতো। এবারের পহেলা বৈশাখে এমন একটি বায়োপিক উপভোগ করতে পেরে সত্যিই নিজেকে ভীষণ সৌভাগ্যবান মনে করছি। আমার মনে হয় এই বায়োপিক প্রত্যেক শিল্পীর আগ্রহ নিয়ে দেখা উচিত।’

শনিবার, ১৬ এপ্রিল ২০২২ , ০৩ বৈশাখ ১৪২৮ ১৪ রমাদ্বান ১৪৪৩

সৌমিত্রের বায়োপিকের প্রিমিয়ারে মুগ্ধ তারিন

বিনোদন প্রতিবেদক

image

২০২০ সালের ১৫ নভেম্বর মারা যান উপমহাদেশের প্রখ্যাত ও বাংলা ভাষাভাষীর কাছে অন্যতম প্রিয় অভিনেতা কলকাতার সৌমিত্র চট্টোপাধ্যায়। তারই জীবদ্দশায় তার জীবনী নিয়ে ‘অভিযান’ নামক বায়োপিক নির্মাণ করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। অতঃপর শিগগিরই তা মুক্তি পেতে যাচ্ছে। মুক্তির আগে পহেলা বৈশাখের দিন কলকাতায় হয়েগেলো এর প্রিমিয়ার। এর সহ-প্রযোজক হিসেবে আছেন অরিত্র সেন। তার নিমন্ত্রণেই প্রিমিয়ার শোতে উপস্থিত থাকার সুযোগ হয় বাংলাদেশের নন্দিত অভিনেত্রী তারিন জাহানের। তাই পহেলা বৈশাখের দিন তারিন ঢাকায় না থাকে সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে নির্মিত বায়োপিক ‘অভিযান’ উপভোগ করতে যান ওপার বাংলায়। বায়োপিক দেখে ভীষণ মুগ্ধ তারিন জাহান। তারিন তার অনুভূতি জানাতে গিয়ে বলেন, শ্রদ্ধেয় সৌমিত্র চট্টোপাধ্যায় ছিলেন একাধারে একজন অভিনেতা, লেখক, আবৃত্তিকার, রাজনীতিবিদ। সত্যজিৎ রায় থেকে শুরু করে আজকের নবীন নির্মাতাদের সঙ্গেও তিনি কাজ করেছেন। তাতে তারই অভিজ্ঞতার ঝুলি বড় হয়েছে। নিজেকে তিনি প্রতিনিয়ত নতুন করে আবিষ্কার করেছেন। এসব বিষয় শিল্পীদের জন্য শিক্ষণীয়। শিল্পীর জীবনে কতো ধরনের যে উত্থান পতন থাকে, কতো ধরনের সংগ্রাম থাকে, কতো মিথ্যা কে যে সত্য ভাবা হয় আর কতো সত্য যে ঢাকা পড়ে যায় তা নতুন করে উপলব্ধি হলো। বয়স বাড়লেই যে শিল্পী ফুরিয়ে যান না তিনি তা প্রমাণ করে গেছেন। কারণ শিল্পীদের কোটি কোটি টাকার প্রয়োজন হয় না, অভিনয়টা তাদের কাছে নেশার মতো। এবারের পহেলা বৈশাখে এমন একটি বায়োপিক উপভোগ করতে পেরে সত্যিই নিজেকে ভীষণ সৌভাগ্যবান মনে করছি। আমার মনে হয় এই বায়োপিক প্রত্যেক শিল্পীর আগ্রহ নিয়ে দেখা উচিত।’