বাসের অগ্রিম টিকেট বিক্রি শুরু

ঈদুল ফিতর উপলক্ষে উত্তর-দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের যাত্রীর আন্তঃজেলা বাসের অগ্রিম টিকেট বিক্রয় শুরু হয়েছে। গতকাল রাজধানীর গাবতলী, কল্যাণপুর ও শ্যামলী বাস কাউন্টার ওইসব জেলার যাত্রীদের জন্য অগ্রিম টিকেট বিক্রয় করা হয়। প্রথম দিন যাত্রীদের তেমন চাপ দেখা যায়নি। ঈদযাত্রা উপলক্ষে আগামী ২৬ এপ্রিল থেকে ১ মে’র অগ্রিম টিকেট বিক্রয় করা হয়। তবে রাজধানীর মহাখালী ও সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনাল থেকে অগ্রিম টিকেট বিক্রয় শুরু হয়নি।

এ বিষয়ে রাজধানীর কল্যাণপুর এলাকায় হানিফ পরিবহনের মহাব্যবস্থাপক মোশাররফ হোসেন বলেন, ‘এবার ঈদের ছুটি বেশ লম্বা। এ কারণে যাত্রীরা কোন তাড়াহুড়ো করছে না। টিকেট বিক্রি শুরু হলেও ভিড় কম। টিকেটের চাহিদা কম। ঈদের আগে-পরে ছুটি পড়েছে। এ কারণে মানুষ হুড়োহুড়ি করছে না। যাবে হয়তো ধীরে ধীরে। সামনে ভিড় কিছুটা বাড়বে।’

২ মে ঈদ হবে ধরে নিয়ে এবার ১ থেকে ৩ মে ছুটি ঘোষণা করা আছে। তার আগে দুদিন পড়েছে শুক্র ও শনিবার। ফলে ছুটির আগে শেষ কর্মদিবস ২৮ এপ্রিলের টিকের চাহিদা এবার বেশি রয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রমেশ ঘোষ বলেন, ‘২৬ তারিখ থেকে ১ তারিখ পর্যন্ত টিকেট বিক্রির জন্য মালিকরা প্রস্তুতি নিয়ে রেখেছেন, সে অনুযায়ী সব টিকেট ওপেন করা হয়েছে। যাত্রীরা তাদের পছন্দ অনুযায়ী নির্ধারিত তারিখের টিকেট কিনতে পারবেন। যার যেদিনের টিকেট লাগবে সে সেদিনের টিকেট নিতে পারবে।’

গাবতলীর ও কল্যাণপুরের কাউন্টারগুলো থেকে মূলত উত্তর ও দক্ষিণবঙ্গের টিকেট বিক্রি হচ্ছে। একেক পরিবহনের কাউন্টারে টিকেট বিক্রি শুরু হয়েছে একেক সময়ে।

সোহাগ পরিবহনের মালিক ফারুক তালুকদার সোহেল বলেন, ‘কেউ আজ থেকে দিচ্ছে। কেউ কাল-পরশু দেবে। আমাদের পরিবহনের টিকেট আমরা দেয়া শুরু করেছি। যতক্ষণ টিকেট থাকবে ততক্ষণ আমরা টিকেট দেব।’

২৯ তারিখে দিনাজপুরের টিকেট নিতে আসা রুহুল আমিন নামের এক যাত্রী বলেন, ‘কাউন্টারে আমাদের পরিচিত লোক আছে। তারাই জানিয়েছেন টিকেট বিক্রি শুরু হয়েছে। এজন্য সকালে এসেছি। কিন্তু খুব বেশি ভিড় নেই। তিনজনের টিকেট কিনেছি। ভাড়াও খুব বেশি নেয়নি।’

৩০ এপ্রিল ঠাকুরগাঁও যাওয়ার টিকেট কিনেছেন মোহাম্মদ নাজিম হোসেন। সময় বাঁচাতে পঞ্চগড়গামী বাসের টিকেট কিনেছেন বলে জানান তিনি। নাজিম বলেন, ‘বিকেলে ঠাকুরগাঁয়ের কোন বাস ছাড়ে না। সেগুলো রাত ৮টার পর যায়। আর পঞ্চগড়ের বাস ছেড়ে যায় বিকেলে, এ সময় যানজট কম থাকে। সেজন্য ওই টিকেট কেটেছি।’

শনিবার, ১৬ এপ্রিল ২০২২ , ০৩ বৈশাখ ১৪২৮ ১৪ রমাদ্বান ১৪৪৩

বাসের অগ্রিম টিকেট বিক্রি শুরু

নিজস্ব বার্তা পরিবেশক

ঈদুল ফিতর উপলক্ষে উত্তর-দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের যাত্রীর আন্তঃজেলা বাসের অগ্রিম টিকেট বিক্রয় শুরু হয়েছে। গতকাল রাজধানীর গাবতলী, কল্যাণপুর ও শ্যামলী বাস কাউন্টার ওইসব জেলার যাত্রীদের জন্য অগ্রিম টিকেট বিক্রয় করা হয়। প্রথম দিন যাত্রীদের তেমন চাপ দেখা যায়নি। ঈদযাত্রা উপলক্ষে আগামী ২৬ এপ্রিল থেকে ১ মে’র অগ্রিম টিকেট বিক্রয় করা হয়। তবে রাজধানীর মহাখালী ও সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনাল থেকে অগ্রিম টিকেট বিক্রয় শুরু হয়নি।

এ বিষয়ে রাজধানীর কল্যাণপুর এলাকায় হানিফ পরিবহনের মহাব্যবস্থাপক মোশাররফ হোসেন বলেন, ‘এবার ঈদের ছুটি বেশ লম্বা। এ কারণে যাত্রীরা কোন তাড়াহুড়ো করছে না। টিকেট বিক্রি শুরু হলেও ভিড় কম। টিকেটের চাহিদা কম। ঈদের আগে-পরে ছুটি পড়েছে। এ কারণে মানুষ হুড়োহুড়ি করছে না। যাবে হয়তো ধীরে ধীরে। সামনে ভিড় কিছুটা বাড়বে।’

২ মে ঈদ হবে ধরে নিয়ে এবার ১ থেকে ৩ মে ছুটি ঘোষণা করা আছে। তার আগে দুদিন পড়েছে শুক্র ও শনিবার। ফলে ছুটির আগে শেষ কর্মদিবস ২৮ এপ্রিলের টিকের চাহিদা এবার বেশি রয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রমেশ ঘোষ বলেন, ‘২৬ তারিখ থেকে ১ তারিখ পর্যন্ত টিকেট বিক্রির জন্য মালিকরা প্রস্তুতি নিয়ে রেখেছেন, সে অনুযায়ী সব টিকেট ওপেন করা হয়েছে। যাত্রীরা তাদের পছন্দ অনুযায়ী নির্ধারিত তারিখের টিকেট কিনতে পারবেন। যার যেদিনের টিকেট লাগবে সে সেদিনের টিকেট নিতে পারবে।’

গাবতলীর ও কল্যাণপুরের কাউন্টারগুলো থেকে মূলত উত্তর ও দক্ষিণবঙ্গের টিকেট বিক্রি হচ্ছে। একেক পরিবহনের কাউন্টারে টিকেট বিক্রি শুরু হয়েছে একেক সময়ে।

সোহাগ পরিবহনের মালিক ফারুক তালুকদার সোহেল বলেন, ‘কেউ আজ থেকে দিচ্ছে। কেউ কাল-পরশু দেবে। আমাদের পরিবহনের টিকেট আমরা দেয়া শুরু করেছি। যতক্ষণ টিকেট থাকবে ততক্ষণ আমরা টিকেট দেব।’

২৯ তারিখে দিনাজপুরের টিকেট নিতে আসা রুহুল আমিন নামের এক যাত্রী বলেন, ‘কাউন্টারে আমাদের পরিচিত লোক আছে। তারাই জানিয়েছেন টিকেট বিক্রি শুরু হয়েছে। এজন্য সকালে এসেছি। কিন্তু খুব বেশি ভিড় নেই। তিনজনের টিকেট কিনেছি। ভাড়াও খুব বেশি নেয়নি।’

৩০ এপ্রিল ঠাকুরগাঁও যাওয়ার টিকেট কিনেছেন মোহাম্মদ নাজিম হোসেন। সময় বাঁচাতে পঞ্চগড়গামী বাসের টিকেট কিনেছেন বলে জানান তিনি। নাজিম বলেন, ‘বিকেলে ঠাকুরগাঁয়ের কোন বাস ছাড়ে না। সেগুলো রাত ৮টার পর যায়। আর পঞ্চগড়ের বাস ছেড়ে যায় বিকেলে, এ সময় যানজট কম থাকে। সেজন্য ওই টিকেট কেটেছি।’