শ্রীলঙ্কাকে আরও দুই বিলিয়ন ডলার সহায়তা দেবে ভারত

আর্থিক সংকট কাটাতে শ্রীলঙ্কাকে আরও ২ বিলিয়ন ডলার সহায়তা দেবে বলে জানিয়েছে ভারত। এর আগে ফেব্রুয়ারি মাসে শ্রীলঙ্কাকে জ্বালানি কিনতে ৫০০ মিলিয়ন এবং খাদ্য, ওষুধ ও অন্যান্য অত্যাবশকীয় পণ্য কিনতে ১ বিলিয়ন ডলার ঋত দিয়েছে ভারত। এ ছাড়া দুই দেশের মধ্যে নগদ বিনিময় ব্যবস্থা ও অন্যান্য খাতে আরও ১ বিলিয়ন ডলার সাহায্য দেয়া হয়েছে। সব মিলিয়ে প্রায় আড়াই বিলিয়ন ডলার ঋত ইতোমধ্যেই ভারত তাদের দিয়েছে।

১৯৪৮ সালে স্বাধীনতা লাভের পর এবারই প্রথম চরম অর্থনৈতিক সংকটের মুখে পড়েছে শ্রীলঙ্কা। বিদেশি মুদ্রার রিজার্ভ তলানিতে পৌঁছানোয় খাদ্য, জ্বালানি ও ওষুধ আমদানিতে হিমশিম খাচ্ছে দেশটির সরকার। শ্রীলঙ্কাজুড়ে নিত্যপণ্যের আকাশছোঁয়া দামে বিপর্যস্ত জনজীবন। জ্বালানির তীব্র সংকট আরও খারাপ করেছে পরিস্থিতি।

শনিবার, ১৬ এপ্রিল ২০২২ , ০৩ বৈশাখ ১৪২৮ ১৪ রমাদ্বান ১৪৪৩

শ্রীলঙ্কাকে আরও দুই বিলিয়ন ডলার সহায়তা দেবে ভারত

আর্থিক সংকট কাটাতে শ্রীলঙ্কাকে আরও ২ বিলিয়ন ডলার সহায়তা দেবে বলে জানিয়েছে ভারত। এর আগে ফেব্রুয়ারি মাসে শ্রীলঙ্কাকে জ্বালানি কিনতে ৫০০ মিলিয়ন এবং খাদ্য, ওষুধ ও অন্যান্য অত্যাবশকীয় পণ্য কিনতে ১ বিলিয়ন ডলার ঋত দিয়েছে ভারত। এ ছাড়া দুই দেশের মধ্যে নগদ বিনিময় ব্যবস্থা ও অন্যান্য খাতে আরও ১ বিলিয়ন ডলার সাহায্য দেয়া হয়েছে। সব মিলিয়ে প্রায় আড়াই বিলিয়ন ডলার ঋত ইতোমধ্যেই ভারত তাদের দিয়েছে।

১৯৪৮ সালে স্বাধীনতা লাভের পর এবারই প্রথম চরম অর্থনৈতিক সংকটের মুখে পড়েছে শ্রীলঙ্কা। বিদেশি মুদ্রার রিজার্ভ তলানিতে পৌঁছানোয় খাদ্য, জ্বালানি ও ওষুধ আমদানিতে হিমশিম খাচ্ছে দেশটির সরকার। শ্রীলঙ্কাজুড়ে নিত্যপণ্যের আকাশছোঁয়া দামে বিপর্যস্ত জনজীবন। জ্বালানির তীব্র সংকট আরও খারাপ করেছে পরিস্থিতি।