পেপারফ্লাই ১০২ কোটি টাকার নতুন বিনিয়োগ পেল

প্রযুক্তিনির্ভর লজিস্টিকস কোম্পানি পেপারফ্লাই ভারতের অন্যতম প্রধান প্রযুক্তি-নির্ভর ই-কমার্স লজিস্টিকস সল্যুশন প্রদানকারী প্রতিষ্ঠান ইকম এক্সপ্রেসের কাছ থেকে আরো ১০২ কোটি টাকার বিনিয়োগ নিশ্চিত করেছে। ২০১৬ সালে শাহরিয়ার হাসান, রাজিবুল ইসলাম, রাহাত আহমেদ এবং শামসুদ্দীন আহমেদ মিলে পেপারফ্লাই প্রতিষ্ঠা করেন। গত ৬ বছরে পেপারফ্লাই দেশব্যাপী দোরগোড়ায় ডেলিভারি, দ্বারপ্রান্ত থেকেই পণ্য সংগ্রহ, দ্রুততম মিড-মাইল নেটওয়ার্ক, অ্যাপ সমন্বয়করণ, ক্যাশবিহীন মূল্য পরিশোধ ইত্যাদি চালু করতে সক্ষম হয়েছে। নতুন এই বিনিয়োগ দেশব্যাপী আরো শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তুলতে সহায়ক হবে। বাংলাদেশ ই-কমার্স বাজারের মূল্যমান ২০২১ সালে ২ বিলিয়ন মার্কিন ডলারের বেশি ছিল এবং এ মূল্য আগামী কয়েক বছরে দ্বিগুন আকার ধারণ করবে বলে ধারনা করা হচ্ছে। আবার দেশের কুরিয়ার মার্কেটে বর্তমান সময়ে বছরে ১২০০ কোটির লেনদেন হচ্ছে কিন্তু এই খাতে প্রয়োজন অনুযায়ী সেবা প্রদান এবং উন্নত আধুনিক প্রযুক্তিগত সুবিধার অভাব রয়েছে। পেপারফ্লাই লজিস্টিকস সংক্রান্ত ভোগান্তির অবসান ঘটাতে চায়।

ইকম এক্সপ্রেস লিমিটেড, ভারতের ইকমার্স ইন্ডাস্ট্রিতে এন্ড টু এন্ড প্রযুক্তি নির্ভর লজিস্টিকস সল্যুশন প্রদানের ক্ষেত্রে একটি অগ্রগণ্য প্রতিষ্ঠান। ২০১২ সালে কোম্পানীটি প্রতিষ্ঠিত হয়েছিল টি এ কৃষ্ণান, মাঞ্জু ধাওয়ান, কে সত্যনারায়ণ এবং পরলোকগত সঞ্জীব সাক্সেনার হাত ধরে। বর্তমানে পেপারফ্লাইতে ২০০০ কর্মী কাজ করছে এবং প্রতিষ্ঠানটি সারাদেশে ২০০টি পয়েন্টে দেশব্যাপী ডেলিভারি সার্ভিস দিয়ে আসছে। সংবাদ বিজ্ঞপ্তি।

শনিবার, ১৬ এপ্রিল ২০২২ , ০৩ বৈশাখ ১৪২৮ ১৪ রমাদ্বান ১৪৪৩

পেপারফ্লাই ১০২ কোটি টাকার নতুন বিনিয়োগ পেল

image

প্রযুক্তিনির্ভর লজিস্টিকস কোম্পানি পেপারফ্লাই ভারতের অন্যতম প্রধান প্রযুক্তি-নির্ভর ই-কমার্স লজিস্টিকস সল্যুশন প্রদানকারী প্রতিষ্ঠান ইকম এক্সপ্রেসের কাছ থেকে আরো ১০২ কোটি টাকার বিনিয়োগ নিশ্চিত করেছে। ২০১৬ সালে শাহরিয়ার হাসান, রাজিবুল ইসলাম, রাহাত আহমেদ এবং শামসুদ্দীন আহমেদ মিলে পেপারফ্লাই প্রতিষ্ঠা করেন। গত ৬ বছরে পেপারফ্লাই দেশব্যাপী দোরগোড়ায় ডেলিভারি, দ্বারপ্রান্ত থেকেই পণ্য সংগ্রহ, দ্রুততম মিড-মাইল নেটওয়ার্ক, অ্যাপ সমন্বয়করণ, ক্যাশবিহীন মূল্য পরিশোধ ইত্যাদি চালু করতে সক্ষম হয়েছে। নতুন এই বিনিয়োগ দেশব্যাপী আরো শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তুলতে সহায়ক হবে। বাংলাদেশ ই-কমার্স বাজারের মূল্যমান ২০২১ সালে ২ বিলিয়ন মার্কিন ডলারের বেশি ছিল এবং এ মূল্য আগামী কয়েক বছরে দ্বিগুন আকার ধারণ করবে বলে ধারনা করা হচ্ছে। আবার দেশের কুরিয়ার মার্কেটে বর্তমান সময়ে বছরে ১২০০ কোটির লেনদেন হচ্ছে কিন্তু এই খাতে প্রয়োজন অনুযায়ী সেবা প্রদান এবং উন্নত আধুনিক প্রযুক্তিগত সুবিধার অভাব রয়েছে। পেপারফ্লাই লজিস্টিকস সংক্রান্ত ভোগান্তির অবসান ঘটাতে চায়।

ইকম এক্সপ্রেস লিমিটেড, ভারতের ইকমার্স ইন্ডাস্ট্রিতে এন্ড টু এন্ড প্রযুক্তি নির্ভর লজিস্টিকস সল্যুশন প্রদানের ক্ষেত্রে একটি অগ্রগণ্য প্রতিষ্ঠান। ২০১২ সালে কোম্পানীটি প্রতিষ্ঠিত হয়েছিল টি এ কৃষ্ণান, মাঞ্জু ধাওয়ান, কে সত্যনারায়ণ এবং পরলোকগত সঞ্জীব সাক্সেনার হাত ধরে। বর্তমানে পেপারফ্লাইতে ২০০০ কর্মী কাজ করছে এবং প্রতিষ্ঠানটি সারাদেশে ২০০টি পয়েন্টে দেশব্যাপী ডেলিভারি সার্ভিস দিয়ে আসছে। সংবাদ বিজ্ঞপ্তি।