বর্তমান ও সাবেক চেয়ারম্যানের সমর্থকদের সংঘর্ষ : আহত ৩০

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আধিপত্য বিস্তার ও বারদী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সাবেক চেয়ারম্যান জহিরুল হক ও বর্তমান চেয়ারম্যান লায়ন বাবুলের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষ, ঘরবাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গত বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বারদি ইউপির বারদি বাজার এলাকায় দুই দলের সঙ্গে দফায় দফায় এই সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার বারদী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র্র করে সাবেক চেয়ারম্যান জহিরুল হক ও বর্তমান চেয়ারম্যান লায়ন বাবুলের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ চলছে। এরই জের ধরে বুধবার দুপুরে সাবেক চেয়ারম্যান জহিরুল হকের ভাই তাজুল ইসলামকে বারদী বাজারে মারধর করে বর্তমান চেয়ারম্যান লায়ন বাবুলের লোকজন। পরে জহিরুল হকের লোকজন একত্রিত হয়ে তাদের ধাওয়া করলে প্রতিপক্ষও পাল্টা ধাওয়া করে। এসময় দুপক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে বিকেলে সংঘর্ষ শুরু হলে দোকানপাট, বাড়িঘর ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সংঘর্ষে সাবেক চেয়ারম্যান জহিরুল হক পক্ষের তাজুল ইসলাম, হযরত আলী, নাজিম মিয়া, বরকত উল্লাহ, আলী মোহাম্মদ, আমজাদ হোসেন, মজিবুল্লাহ, সোহেল সরকার, কবির ও ইউপি সদস্য নাজমুল হোসেন এবং বর্তমান চেয়ারম্যান লায়ন বাবুল পক্ষের মাসুম সরকার, বাসেদ সরকার, মামুন সরকার, হুমায়ুন সরকার সহ দুপক্ষের অন্তত ৩০ জন আহত হয়। আহতদের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে হযরত আলী ও আলী মোহাম্মদের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

শনিবার, ১৬ এপ্রিল ২০২২ , ০৩ বৈশাখ ১৪২৮ ১৪ রমাদ্বান ১৪৪৩

বর্তমান ও সাবেক চেয়ারম্যানের সমর্থকদের সংঘর্ষ : আহত ৩০

প্রতিনিধি, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আধিপত্য বিস্তার ও বারদী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সাবেক চেয়ারম্যান জহিরুল হক ও বর্তমান চেয়ারম্যান লায়ন বাবুলের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষ, ঘরবাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গত বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বারদি ইউপির বারদি বাজার এলাকায় দুই দলের সঙ্গে দফায় দফায় এই সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার বারদী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র্র করে সাবেক চেয়ারম্যান জহিরুল হক ও বর্তমান চেয়ারম্যান লায়ন বাবুলের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ চলছে। এরই জের ধরে বুধবার দুপুরে সাবেক চেয়ারম্যান জহিরুল হকের ভাই তাজুল ইসলামকে বারদী বাজারে মারধর করে বর্তমান চেয়ারম্যান লায়ন বাবুলের লোকজন। পরে জহিরুল হকের লোকজন একত্রিত হয়ে তাদের ধাওয়া করলে প্রতিপক্ষও পাল্টা ধাওয়া করে। এসময় দুপক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে বিকেলে সংঘর্ষ শুরু হলে দোকানপাট, বাড়িঘর ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সংঘর্ষে সাবেক চেয়ারম্যান জহিরুল হক পক্ষের তাজুল ইসলাম, হযরত আলী, নাজিম মিয়া, বরকত উল্লাহ, আলী মোহাম্মদ, আমজাদ হোসেন, মজিবুল্লাহ, সোহেল সরকার, কবির ও ইউপি সদস্য নাজমুল হোসেন এবং বর্তমান চেয়ারম্যান লায়ন বাবুল পক্ষের মাসুম সরকার, বাসেদ সরকার, মামুন সরকার, হুমায়ুন সরকার সহ দুপক্ষের অন্তত ৩০ জন আহত হয়। আহতদের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে হযরত আলী ও আলী মোহাম্মদের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।