ইউরোপা লীগ থেকে বার্সেলোনার বিদায়

জার্মানির আইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্টের কাছে নিজেদের মাঠে হেরে ইউরোপা লীগ থেকে বিদায় নিয়েছে বার্সেলোনা। জার্মানিতে গিয়ে বার্সেলোনা ফিরেছিল ১-১ গোলে ড্র করে। তখন মনে করা হয়েছিল সাম্প্রতিক সময়ে দারুন ফুটবল খেলা বার্সেলোনা নিজেদের মাঠে সহজেই প্রতিপক্ষকে হারিয়ে উঠে যাবে সেমিফাইনালে। কিন্তু বাস্তবে হয়েছে ঠিক উল্টো। ফ্রাঙ্কফুর্ট ৩-২ গোলে ফিরতি লেগ জিতে সেমিফাইনালে উঠে গেছে। বুন্দেসলিগার পয়েন্ট তালিকার নয় নম্বরে থাকা দলটির সঙ্গে বার্সেলোনা এদিন মোটেও সুবিধা করতে পারেনি। যদিও ইনজুরি টাইমে দুটি গোল করে তারা ব্যবধান কমিয়েছে মাত্র। ফ্রাঙ্কফুর্ট সেমিফাইনালে ইংল্যান্ডের ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে খেলবে। আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লীগে খেলার জন্য বার্সেলোনাকে ঘরোয়া লীগে শীর্ষ চার এ থাকতে হবে।

ম্যানসিটি সেমিফাইনালে

অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে গোলশূন্য ড্র করে চ্যাম্পিয়ন্স লীগের সেমিফাইনালে উঠেছে ম্যানচেস্টার সিটি । প্রথম লেগে ১-০ গোলে জয়ী হওয়ায় ম্যানসিটির সেমিফাইনালে খেলা নিশ্চিত হয়।

ম্যাচের শেষ দিকে উভয় দলের খেলোয়াড়দের মধ্যে বেশ উত্তেজনার সৃষ্টি হয়। তা হাতাহাতির পর্যায়ে পৌছে যায়। এমনকি ডাগআউটে থাকা খেলোয়াড়রাও এতে জড়িয়ে পড়েন। যে কারণে খেলা বন্ধ থাকে ১২ মিনিট। রেফারি এ সময় লাল কার্ড দেখান অ্যাটলেটিকোর ফেলিপেকে। বিরোধ শুরু হয় ফিল ফোডেনকে ফাউল করাকে কেন্দ্র করে। তা চলে ম্যাচের শেষেও। খেলোয়াড়রা ড্রেসিং রুমে ফেরার পথে টানেলের মধ্যেও বিরোধে জড়ান। যা রোধে পদক্ষেপ নিতে হয় পুলিশকে। ম্যাচে রেফারি হলুদ কার্ড দেখান দশটি।

সেমিফাইনালে লিভারপুল

লিভারপুল চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে বেনফিকার সঙ্গে ৩-৩ গোলে ড্র করে সেমিফাইনালে উঠে গেছে। প্রথম লেগে ৩-১ গোলে জয়ী হওয়া লিভারপুল দুই লেগ মিলিয়ে জিতেছে ৬-৪ গোলে। সেমিফাইনালে লিভারপুল খেলবে স্পেনের ভিয়ারিয়ালের সঙ্গে।

কোয়ার্টার ফাইনালের ড্র হওয়ার পর থেকেই বলা হচ্ছিল বেনফিকা সবচেয়ে সহজ প্রতিপক্ষ। প্রথম লেগে লিভারপুলের সহজ জয়ে তা প্রতীয়মানও হয়েছিল। কিন্তু ফিরতি লেগে লিভারপুল এক ভিন্ন অভিজ্ঞতার মুখোমুখি হয়।

লিভারপুল এক পর্যায়ে ৩-১ গোলে এগিয়েও যায়। কিন্তু এর পরই বেনিফকা দারুন লড়াইয়ের মাধ্যমে দুটি গোল করে ম্যাচে ৩-৩ এ সমতা ফেরায়। শেষ দিকে তারা চাপ বাড়িয়েও ম্যাচ জিততে পারেনি। দুই লেগ মিলিয়ে সহজেই শেষ চারে জায়গা হয় ইংলিশ জায়ান্টদের।

প্রতিযোগিতা থেকে বিদায় নিলেও বেনিফকার পারফরমেন্স সমর্থকদের প্রশংসা অর্জণ করে।

শনিবার, ১৬ এপ্রিল ২০২২ , ০৩ বৈশাখ ১৪২৮ ১৪ রমাদ্বান ১৪৪৩

ইউরোপা লীগ থেকে বার্সেলোনার বিদায়

image

জার্মানির আইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্টের কাছে নিজেদের মাঠে হেরে ইউরোপা লীগ থেকে বিদায় নিয়েছে বার্সেলোনা। জার্মানিতে গিয়ে বার্সেলোনা ফিরেছিল ১-১ গোলে ড্র করে। তখন মনে করা হয়েছিল সাম্প্রতিক সময়ে দারুন ফুটবল খেলা বার্সেলোনা নিজেদের মাঠে সহজেই প্রতিপক্ষকে হারিয়ে উঠে যাবে সেমিফাইনালে। কিন্তু বাস্তবে হয়েছে ঠিক উল্টো। ফ্রাঙ্কফুর্ট ৩-২ গোলে ফিরতি লেগ জিতে সেমিফাইনালে উঠে গেছে। বুন্দেসলিগার পয়েন্ট তালিকার নয় নম্বরে থাকা দলটির সঙ্গে বার্সেলোনা এদিন মোটেও সুবিধা করতে পারেনি। যদিও ইনজুরি টাইমে দুটি গোল করে তারা ব্যবধান কমিয়েছে মাত্র। ফ্রাঙ্কফুর্ট সেমিফাইনালে ইংল্যান্ডের ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে খেলবে। আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লীগে খেলার জন্য বার্সেলোনাকে ঘরোয়া লীগে শীর্ষ চার এ থাকতে হবে।

ম্যানসিটি সেমিফাইনালে

অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে গোলশূন্য ড্র করে চ্যাম্পিয়ন্স লীগের সেমিফাইনালে উঠেছে ম্যানচেস্টার সিটি । প্রথম লেগে ১-০ গোলে জয়ী হওয়ায় ম্যানসিটির সেমিফাইনালে খেলা নিশ্চিত হয়।

ম্যাচের শেষ দিকে উভয় দলের খেলোয়াড়দের মধ্যে বেশ উত্তেজনার সৃষ্টি হয়। তা হাতাহাতির পর্যায়ে পৌছে যায়। এমনকি ডাগআউটে থাকা খেলোয়াড়রাও এতে জড়িয়ে পড়েন। যে কারণে খেলা বন্ধ থাকে ১২ মিনিট। রেফারি এ সময় লাল কার্ড দেখান অ্যাটলেটিকোর ফেলিপেকে। বিরোধ শুরু হয় ফিল ফোডেনকে ফাউল করাকে কেন্দ্র করে। তা চলে ম্যাচের শেষেও। খেলোয়াড়রা ড্রেসিং রুমে ফেরার পথে টানেলের মধ্যেও বিরোধে জড়ান। যা রোধে পদক্ষেপ নিতে হয় পুলিশকে। ম্যাচে রেফারি হলুদ কার্ড দেখান দশটি।

সেমিফাইনালে লিভারপুল

লিভারপুল চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে বেনফিকার সঙ্গে ৩-৩ গোলে ড্র করে সেমিফাইনালে উঠে গেছে। প্রথম লেগে ৩-১ গোলে জয়ী হওয়া লিভারপুল দুই লেগ মিলিয়ে জিতেছে ৬-৪ গোলে। সেমিফাইনালে লিভারপুল খেলবে স্পেনের ভিয়ারিয়ালের সঙ্গে।

কোয়ার্টার ফাইনালের ড্র হওয়ার পর থেকেই বলা হচ্ছিল বেনফিকা সবচেয়ে সহজ প্রতিপক্ষ। প্রথম লেগে লিভারপুলের সহজ জয়ে তা প্রতীয়মানও হয়েছিল। কিন্তু ফিরতি লেগে লিভারপুল এক ভিন্ন অভিজ্ঞতার মুখোমুখি হয়।

লিভারপুল এক পর্যায়ে ৩-১ গোলে এগিয়েও যায়। কিন্তু এর পরই বেনিফকা দারুন লড়াইয়ের মাধ্যমে দুটি গোল করে ম্যাচে ৩-৩ এ সমতা ফেরায়। শেষ দিকে তারা চাপ বাড়িয়েও ম্যাচ জিততে পারেনি। দুই লেগ মিলিয়ে সহজেই শেষ চারে জায়গা হয় ইংলিশ জায়ান্টদের।

প্রতিযোগিতা থেকে বিদায় নিলেও বেনিফকার পারফরমেন্স সমর্থকদের প্রশংসা অর্জণ করে।