সাংবাদিক হত্যার প্রধান আসামি রাজু বন্দুকযুদ্ধে নিহত

কুমিল্লায় মহিউদ্দিন সরকার নাঈম নামে এক সাংবাদিককে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মো. রাজু র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। গত শনিবার রাতে জেলার আদর্শ সদর উপজেলার গোলাবাড়ি এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত রাজু জেলার আদর্শ সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামের সাদেক মিয়ার ছেলে। সে বুড়িচং উপজেলার ময়নামতি এলাকায় সপরিবারে বসবাস করতো। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে গতকাল বিকেলে তার মরদেহ আদর্শ সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

র‌্যাব-১১, সিপিসি-২ কুমিল্লা ক্যাম্পের অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন, সন্ত্রাসী রাজু তার সহযোগীদের নিয়ে গোলাবাড়ি সীমান্তে অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি টিম সেখানে যায়। এ সময় সন্ত্রাসীরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে র‌্যাব সদ্যদের লক্ষ্য করে গুলি চালালে র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এতে র‌্যাবের একজন সদস্য ও সন্ত্রাসী রাজু গুলিবিদ্ধ হয়। রাত সোয়া ২টার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর চিকিৎসক রাজুকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন। তার বিরুদ্ধে হত্যা ও অস্ত্র আইনে বুড়িচং ও কোতয়ালি মডেল থানায় পৃথক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এর আগে গত ১৩ এপ্রিল বুধবার রাত সাড়ে ৯টার দিকে জেলার বুড়িচং উপজেলার ভারত সীমান্তের

হায়দরাবাদ এলাকায় মাদক ব্যবসায়ী রাজু ও তার সহযোগীদের গুলিতে সাংবাদিক মহিউদ্দিন সরকার নাঈম নিহত হন। এ ঘটনায় তার মা মমতাজ বেগম বাদী হয়ে বৃহস্পতিবার বুড়িচং থানায় রাজুকে প্রধান আসামি করে মামলা দায়ের করেন। এ মামলায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ, বর্তমানে তারা জেলহাজতে রয়েছে।

সোমবার, ১৮ এপ্রিল ২০২২ , ০৫ বৈশাখ ১৪২৮ ১৬ রমাদ্বান ১৪৪৩

কুমিল্লা সীমান্তে

সাংবাদিক হত্যার প্রধান আসামি রাজু বন্দুকযুদ্ধে নিহত

জেলা বার্তা পরিবেশক, কুমিল্লা

কুমিল্লায় মহিউদ্দিন সরকার নাঈম নামে এক সাংবাদিককে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মো. রাজু র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। গত শনিবার রাতে জেলার আদর্শ সদর উপজেলার গোলাবাড়ি এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত রাজু জেলার আদর্শ সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামের সাদেক মিয়ার ছেলে। সে বুড়িচং উপজেলার ময়নামতি এলাকায় সপরিবারে বসবাস করতো। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে গতকাল বিকেলে তার মরদেহ আদর্শ সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

র‌্যাব-১১, সিপিসি-২ কুমিল্লা ক্যাম্পের অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন, সন্ত্রাসী রাজু তার সহযোগীদের নিয়ে গোলাবাড়ি সীমান্তে অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি টিম সেখানে যায়। এ সময় সন্ত্রাসীরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে র‌্যাব সদ্যদের লক্ষ্য করে গুলি চালালে র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এতে র‌্যাবের একজন সদস্য ও সন্ত্রাসী রাজু গুলিবিদ্ধ হয়। রাত সোয়া ২টার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর চিকিৎসক রাজুকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন। তার বিরুদ্ধে হত্যা ও অস্ত্র আইনে বুড়িচং ও কোতয়ালি মডেল থানায় পৃথক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এর আগে গত ১৩ এপ্রিল বুধবার রাত সাড়ে ৯টার দিকে জেলার বুড়িচং উপজেলার ভারত সীমান্তের

হায়দরাবাদ এলাকায় মাদক ব্যবসায়ী রাজু ও তার সহযোগীদের গুলিতে সাংবাদিক মহিউদ্দিন সরকার নাঈম নিহত হন। এ ঘটনায় তার মা মমতাজ বেগম বাদী হয়ে বৃহস্পতিবার বুড়িচং থানায় রাজুকে প্রধান আসামি করে মামলা দায়ের করেন। এ মামলায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ, বর্তমানে তারা জেলহাজতে রয়েছে।