ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

কেন্দ্রীয় আওয়াামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, দেশের জন্য কাজ করার লক্ষ্যে প্রথম বাংলাদেশ সরকার শপথ নিয়েছিল ১৯৭১ সালের ১৭ এপ্রিল। এখন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তা বাস্তবায়ন করছেন।

ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশে আমরা কী অর্জন করেছি। এখন শেখ হাসিনা নেতৃত্বে এসেছেন এবং দল হচ্ছে আওয়ামী লীগ। ১৭ এপ্রিল যারা পালন করে না তারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি। তারা বাংলাদেশকে শ্রীলঙ্কার সঙ্গে তুলনা করে। আমাদের দেশের অর্থনৈতিক ভিত্তি মজবুত তাই শ্রীলঙ্কার সঙ্গে কোনভাবেই তুলনা করা চলে না। যারা বাংলাদেশ মানতে পারিনি তারাই শ্রীলঙ্কার সঙ্গে তুলনা করে। ১৭ এপ্রিল রোববার মুজিবনগর দিবস উপলক্ষে আয়োজিত বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ ক ম মোজাম্মেল হক অভিযোগ করে বলেছেন, ১৭ এপ্রিল শপথ নেয়ার সময়ও স্বাধীনতার বিপক্ষের শক্তি ষড়যন্ত্র করেছিল। এখনও তারা ষড়যন্ত্র করে।

কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হকের সভাপতিত্বে এবং এমএ খালেক, সাধারণ সম্পাদক, মেহেরপুর জেলা আওয়ামী লীগের পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন সভার সভাপতি।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, এমপি।

স্থানীয় জেলা প্রশাসন ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় যৌথভাবে এ সভা ও বিভিন্ন কর্মসূচির আয়োজন করে।

আগে আ ফ ম বাহাউদ্দিন নাসিম তার অন্যান্য সহকর্মীদের নিয়ে মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে শেখ হাসিনা মঞ্চের সামনে মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার ভিডিপি, সিভিল ডিফেন্স, বয়েজ স্কাউট, গার্লস গাইড ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের গার্ড অব অনার প্রদান করেন। আনসার-ভিডিপির একটি সঙ্গীত দল ‘জল, মাটি ও মানুষ’ শিরোনামে সরকারের উন্নয়ন কর্মকা-কে সমুন্নত করে একটি গীতিনাট্য পরিবেশন করে।

অনুষ্ঠানে কেন্দ্রীয়, জেলা ও স্থানীয় আওয়ামী লীগের অনেক নেতাকর্মী ও এলাকার লোকজন উপস্থিত ছিলেন।

image
আরও খবর
বিদেশের মাটিতে প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন
৭ হাজার শিক্ষকের এমপিওভুক্তির জটিলতার অবসান
রাজধানীতে তারের জঞ্জাল দূর করতে সমন্বয়ের তাগিদ
র‌্যাগ ডের নামে বুলিং-অশ্লীলতা বন্ধে আদালতের নির্দেশ
ধুনটে অবৈধ পুকুর খননে ফসলি জমিতে ভূমি ধস
মুগদার সেই তরুণীকে কানাডা সরকারের হাতে তুলে দিল হাইকোর্ট
প্রত্নতাত্ত্বিক খনন, আবিষ্কৃত প্রাচীন অষ্টকোণাকৃতির স্তূপ, ইটের দেয়াল
লক্ষ্য চব্বিশের রোডম্যাপ সোনিয়া-রাহুলের সঙ্গে প্রশান্ত কিশোরের বৈঠক ঘিরে জল্পনা
জেএমবির মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তারজেএমবির মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
রংপুর নগরীর প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

সোমবার, ১৮ এপ্রিল ২০২২ , ০৫ বৈশাখ ১৪২৮ ১৬ রমাদ্বান ১৪৪৩

ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

প্রতিনিধি, মেহেরপুর

image

কেন্দ্রীয় আওয়াামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, দেশের জন্য কাজ করার লক্ষ্যে প্রথম বাংলাদেশ সরকার শপথ নিয়েছিল ১৯৭১ সালের ১৭ এপ্রিল। এখন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তা বাস্তবায়ন করছেন।

ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশে আমরা কী অর্জন করেছি। এখন শেখ হাসিনা নেতৃত্বে এসেছেন এবং দল হচ্ছে আওয়ামী লীগ। ১৭ এপ্রিল যারা পালন করে না তারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি। তারা বাংলাদেশকে শ্রীলঙ্কার সঙ্গে তুলনা করে। আমাদের দেশের অর্থনৈতিক ভিত্তি মজবুত তাই শ্রীলঙ্কার সঙ্গে কোনভাবেই তুলনা করা চলে না। যারা বাংলাদেশ মানতে পারিনি তারাই শ্রীলঙ্কার সঙ্গে তুলনা করে। ১৭ এপ্রিল রোববার মুজিবনগর দিবস উপলক্ষে আয়োজিত বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ ক ম মোজাম্মেল হক অভিযোগ করে বলেছেন, ১৭ এপ্রিল শপথ নেয়ার সময়ও স্বাধীনতার বিপক্ষের শক্তি ষড়যন্ত্র করেছিল। এখনও তারা ষড়যন্ত্র করে।

কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হকের সভাপতিত্বে এবং এমএ খালেক, সাধারণ সম্পাদক, মেহেরপুর জেলা আওয়ামী লীগের পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন সভার সভাপতি।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, এমপি।

স্থানীয় জেলা প্রশাসন ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় যৌথভাবে এ সভা ও বিভিন্ন কর্মসূচির আয়োজন করে।

আগে আ ফ ম বাহাউদ্দিন নাসিম তার অন্যান্য সহকর্মীদের নিয়ে মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে শেখ হাসিনা মঞ্চের সামনে মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার ভিডিপি, সিভিল ডিফেন্স, বয়েজ স্কাউট, গার্লস গাইড ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের গার্ড অব অনার প্রদান করেন। আনসার-ভিডিপির একটি সঙ্গীত দল ‘জল, মাটি ও মানুষ’ শিরোনামে সরকারের উন্নয়ন কর্মকা-কে সমুন্নত করে একটি গীতিনাট্য পরিবেশন করে।

অনুষ্ঠানে কেন্দ্রীয়, জেলা ও স্থানীয় আওয়ামী লীগের অনেক নেতাকর্মী ও এলাকার লোকজন উপস্থিত ছিলেন।