চাটখিল উপজেলার ৬নং পাঁচগাঁও ইউনিয়নে বিধি মোতাবেক প্যানেল চেয়ারম্যান নির্বাচন না করার বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। এই ব্যাপারে ওই ইউনিয়নের মেম্বার মো. আবু নাছের আশিক গত বুধবার নোয়াখালী জেলা প্রশাসকের নিকট লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে জানা যায়, নির্বাচিত পরিষদের ১ম সভায় প্যানেল চেয়ারম্যান নির্বাচনের বিধান থাকলেও চেয়ারম্যান পর পর দুইটি সভায় এই নিয়ম উপেক্ষা করে তার ইচ্ছামতো সদস্যদের ৩জন সদস্যকে প্যানেল চেয়ারম্যান করার পায়তারা করছে। সকল সদস্যরা চাচ্ছেন সদস্যদের সরাসরি ভোটের মাধ্যমে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করা হোক। এই বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য ঐ ইউনিয়নের আশিক মেম্বার নোয়াখালী জেলা প্রশাসকের নিকট লিখিত আবেদন করেন। অভিযোগ গ্রহণ করে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান অভিযোগের তদন্তের জন্য নোয়াখালীর সহকারী পরিচালক স্থানীয় সরকার (ডিডিএলজি) আবু ইউসুফকে নির্দেশ প্রদান করেন। অভিযোগের বিষয়ে জানতে ৬নং পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মাহমুদ হোসেন তরুণের সাথে যোগাযোগ করলে তিনি জানান, যথাযথ বিধি মোতাবেক প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। শুধু অভিযোগকারী ব্যতীত অন্য সকল সদস্য একমত হয়ে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করেছেন।
মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২ , ০৬ বৈশাখ ১৪২৮ ১৭ রমাদ্বান ১৪৪৩
প্রতিনিধি, চাটখিল (নোয়াখালী)
চাটখিল উপজেলার ৬নং পাঁচগাঁও ইউনিয়নে বিধি মোতাবেক প্যানেল চেয়ারম্যান নির্বাচন না করার বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। এই ব্যাপারে ওই ইউনিয়নের মেম্বার মো. আবু নাছের আশিক গত বুধবার নোয়াখালী জেলা প্রশাসকের নিকট লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে জানা যায়, নির্বাচিত পরিষদের ১ম সভায় প্যানেল চেয়ারম্যান নির্বাচনের বিধান থাকলেও চেয়ারম্যান পর পর দুইটি সভায় এই নিয়ম উপেক্ষা করে তার ইচ্ছামতো সদস্যদের ৩জন সদস্যকে প্যানেল চেয়ারম্যান করার পায়তারা করছে। সকল সদস্যরা চাচ্ছেন সদস্যদের সরাসরি ভোটের মাধ্যমে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করা হোক। এই বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য ঐ ইউনিয়নের আশিক মেম্বার নোয়াখালী জেলা প্রশাসকের নিকট লিখিত আবেদন করেন। অভিযোগ গ্রহণ করে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান অভিযোগের তদন্তের জন্য নোয়াখালীর সহকারী পরিচালক স্থানীয় সরকার (ডিডিএলজি) আবু ইউসুফকে নির্দেশ প্রদান করেন। অভিযোগের বিষয়ে জানতে ৬নং পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মাহমুদ হোসেন তরুণের সাথে যোগাযোগ করলে তিনি জানান, যথাযথ বিধি মোতাবেক প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। শুধু অভিযোগকারী ব্যতীত অন্য সকল সদস্য একমত হয়ে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করেছেন।