অদেখা সৌন্দর্যকে দেখা যাবে ‘অপো এফ২১ প্রো’র মাইক্রোলেন্সে

অপো সম্প্রতি দেশের বাজারে উন্মোচন করেছে নতুন স্মার্টফোন অপো এফ-২১ প্রো। এর ক্যামেরা সেটআপে আছে মাইক্রোলেন্স। ফোনটির ডেপথ সেন্সর ক্যামেরা ও ধারণকৃত ছবি ও ভিডিওর ৩০এক্স পর্যন্ত ম্যাগনিফিকেশনের সুবিধা ব্যবহারকারীর স্মার্টফোনে ছবি তোলার অভিজ্ঞতাকে নতুন মাত্রা দিবে। যারা স্মার্টফোন দিয়ে ভিডিও ধারণ করতে ভালোবাসেন তারা এ ডিভাইসটি দিয়ে ৯৬০পি@৩০এফপিএস এ ভিডিও ধারণ করতে পারবেন; যা ব্যবহারকারীদের নতুন অভিজ্ঞতা প্রদান করবে। ডিভাইসটিতে এফ/১.৭ অ্যাপারচারসহ ৬৪ মেগাপিক্সেল মেইন ক্যামেরা রয়েছে এবং এটি ১/২.০ ইঞ্চি সেন্সর সাইজ ও ফোর ইন ওয়ান পিক্সেলকে সমর্থন করে, যা ব্যবহারকারীদের প্রফেশনাল ও ফ্যান্টাস্টিক ক্যামেরা ব্যবহারের অভিজ্ঞতাকে নিশ্চিত করবে।

স্ট্রাকচারাল লেভেলে এর মাইক্রোলেন্স মডিউল সরাসরি মাদারবোর্ডে স্থাপন না করে ফোনের ব্যাক কাভারে স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে অপো। অতিরিক্ত ইল্যুমিনেশনের জন্য মাইক্রোলেন্সের নিচে নতুন অরবিট লাইট যুক্ত করা হয়েছে। মাইক্রোলেন্স এনাবেল করার পর, স্ক্রিনে স্বয়ংক্রিয়ভাবে একটি মিলিমিটার স্কেল ভেসে আসবে, যার মাধ্যমে আপনি মাইক্রো ওয়ার্ল্ডকে নতুন আঙ্গিকে দেখতে পাবেন। মাইক্রোলেন্স দিয়ে ছবি তোলার ক্ষেত্রে আপনাকে বেশ কিছু বিষয় অনুসরণ করতে হবে। প্রথমেই আপনাকে খেয়াল রাখতে হবে আপনার দৃশ্যবস্তু স্থির হয়ে আছে কি না; দৃশ্যবস্তু স্থির থাকলে আপনি ডিভাইসটি দিয়ে সুন্দর ছবি তুলতে পারবেন।

এফ-২১ প্রো’তে রয়েছে ফাইবারগ্লাস-লেদার ডিজাইন ও অরবিট লাইট ডিজাইনের সমন্বয়। লিচি গ্রেইন লেদার ম্যাটেরিয়ালের এ ডিভাইসটি পানি প্রতিরোধী এবং এ ডিভাইসটিতে আঁচড়ও পড়বে না। ৬.৪ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লের এ স্মার্টফোনটি সানসেট অরেঞ্জ ও কসমিক ব্ল্যাক এ দুইটি রঙে পাওয়া যাচ্ছে। ১৭৫ গ্রাম ওজনের এ ডিভাইসটিতে রয়েছে ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং কালারওএস ১২.১ অপারেটিং সিস্টেম। ৩৩ ওয়াটের সুপারভুক চার্জার থাকার কারণে ফোনটি খুব দ্রুত চার্জ হবে। সংবাদ বিজ্ঞপ্তি।

মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২ , ০৬ বৈশাখ ১৪২৮ ১৭ রমাদ্বান ১৪৪৩

অদেখা সৌন্দর্যকে দেখা যাবে ‘অপো এফ২১ প্রো’র মাইক্রোলেন্সে

image

অপো সম্প্রতি দেশের বাজারে উন্মোচন করেছে নতুন স্মার্টফোন অপো এফ-২১ প্রো। এর ক্যামেরা সেটআপে আছে মাইক্রোলেন্স। ফোনটির ডেপথ সেন্সর ক্যামেরা ও ধারণকৃত ছবি ও ভিডিওর ৩০এক্স পর্যন্ত ম্যাগনিফিকেশনের সুবিধা ব্যবহারকারীর স্মার্টফোনে ছবি তোলার অভিজ্ঞতাকে নতুন মাত্রা দিবে। যারা স্মার্টফোন দিয়ে ভিডিও ধারণ করতে ভালোবাসেন তারা এ ডিভাইসটি দিয়ে ৯৬০পি@৩০এফপিএস এ ভিডিও ধারণ করতে পারবেন; যা ব্যবহারকারীদের নতুন অভিজ্ঞতা প্রদান করবে। ডিভাইসটিতে এফ/১.৭ অ্যাপারচারসহ ৬৪ মেগাপিক্সেল মেইন ক্যামেরা রয়েছে এবং এটি ১/২.০ ইঞ্চি সেন্সর সাইজ ও ফোর ইন ওয়ান পিক্সেলকে সমর্থন করে, যা ব্যবহারকারীদের প্রফেশনাল ও ফ্যান্টাস্টিক ক্যামেরা ব্যবহারের অভিজ্ঞতাকে নিশ্চিত করবে।

স্ট্রাকচারাল লেভেলে এর মাইক্রোলেন্স মডিউল সরাসরি মাদারবোর্ডে স্থাপন না করে ফোনের ব্যাক কাভারে স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে অপো। অতিরিক্ত ইল্যুমিনেশনের জন্য মাইক্রোলেন্সের নিচে নতুন অরবিট লাইট যুক্ত করা হয়েছে। মাইক্রোলেন্স এনাবেল করার পর, স্ক্রিনে স্বয়ংক্রিয়ভাবে একটি মিলিমিটার স্কেল ভেসে আসবে, যার মাধ্যমে আপনি মাইক্রো ওয়ার্ল্ডকে নতুন আঙ্গিকে দেখতে পাবেন। মাইক্রোলেন্স দিয়ে ছবি তোলার ক্ষেত্রে আপনাকে বেশ কিছু বিষয় অনুসরণ করতে হবে। প্রথমেই আপনাকে খেয়াল রাখতে হবে আপনার দৃশ্যবস্তু স্থির হয়ে আছে কি না; দৃশ্যবস্তু স্থির থাকলে আপনি ডিভাইসটি দিয়ে সুন্দর ছবি তুলতে পারবেন।

এফ-২১ প্রো’তে রয়েছে ফাইবারগ্লাস-লেদার ডিজাইন ও অরবিট লাইট ডিজাইনের সমন্বয়। লিচি গ্রেইন লেদার ম্যাটেরিয়ালের এ ডিভাইসটি পানি প্রতিরোধী এবং এ ডিভাইসটিতে আঁচড়ও পড়বে না। ৬.৪ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লের এ স্মার্টফোনটি সানসেট অরেঞ্জ ও কসমিক ব্ল্যাক এ দুইটি রঙে পাওয়া যাচ্ছে। ১৭৫ গ্রাম ওজনের এ ডিভাইসটিতে রয়েছে ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং কালারওএস ১২.১ অপারেটিং সিস্টেম। ৩৩ ওয়াটের সুপারভুক চার্জার থাকার কারণে ফোনটি খুব দ্রুত চার্জ হবে। সংবাদ বিজ্ঞপ্তি।