উত্থানে ফিরেছে শেয়ারবাজার

আগের কার্যদিবসের মতো গতকালও বড় পতনে শুরু হয় শেয়ারবাজারের লেনদেন। দুপুর ১২টা ৩৫ মিনিট পর্যন্ত পতনই হচ্ছিল লেনদেন। এরপরেই উত্থানে ফিরে আসে। শেষ পর্যন্ত সূচকের বড় উত্থান হয়েছে শেয়ারবাজারে। সূচকের সঙ্গে টাকার পরিমাণে লেনদেন এবং বেশির ভাগ সিকিউরিটিজের দরও বেড়েছে।

গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৭.৬৮ পয়েন্ট বা ০.৭৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৫৩০.০৬ পয়েন্টে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৪.৭২ পয়েন্ট বা ১.০৩ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ২৬.৪৩ পয়েন্ট বা ১.০৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪৪৩.৪০ পয়েন্টে এবং দুই হাজার ৪৩৬.১১ পয়েন্টে।

ডিএসইতে গতকাল টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৫৯৯ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের কার্যদিবস থেকে ২০৯ কোটি ৪৬ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৩৯০ কোটি ৩৮ লাখ টাকার। ডিএসইতে গতকাল ৩৭৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৯৫টির বা ৫১.৫৯ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ১৩২টির বা ৩৪.৯২ শতাংশের এবং ৫১টি বা ১৩.৪৯ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১২১.৬৪ পয়েন্ট বা ০.৬৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ২৫২.১১ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৮০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১১৯টির, কমেছে ১৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির দর। গতকাল সিএসইতে ৪৮ কোটি ৬০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

গতকাল ডিএসই’র ব্লক মার্কেটে মোট ৩৬টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৭৫ লাখ ৮৪ হাজার ৭৭৬টি শেয়ার লেনদেন হয়েছে যার আর্থিক মূল্য ৪৩ কোটি ৭৭ লাখ টাকা। ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ফরচুন সুজ লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ১৪ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। প্রিমিয়ার ব্যাংক ৪ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার বিক্রি করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আনোয়ার গ্যালভানাইজিং ৪ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছেÑ অগ্নি সিসটেমস, আল-হাজ্ব টেক্সটাইল, এএমসিএল প্রাণ, আনোয়ার গ্যালভানাইজিং, বিএটিবিসি, বিডিকম, বিকন ফার্মা, বেক্সিমকো, ব্রাক ব্যাংক, সিটি ব্যাংক, ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, জিবিবি পাওয়ার, জেনেক্স ইনফোসিস, জিএসপি ফিন্যান্স, এইচ.আর টেক্সটাইল, ইবনে সিনা, ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন, আইপিডিসি ফিন্যান্স, যমুনা ব্যাংক, লাভেলো আইসক্রিম, ম্যারিকো বাংলাদেশ, নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট, ওরিয়ন ফার্মা, প্রগতি ইন্স্যুরেন্স, প্রিমিয়ার ব্যাংক, প্রভাতি ইন্স্যুরেন্স, রংপুর ফাউন্ডারি, আরডি ফুড, রেনেটা, রবি, সোনালী পেপার, ইউনিয়ন ব্যাংক, ইউনিয়ন ইন্স্যুরেন্স ও উত্তরা ব্যাংক লিমিটেড।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৩২টির বা ৩৪.৯২ শতাংশের শেয়ার ও ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে আরামিটের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। আগের কার্যদিবস আরামিটের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩১১.৫০ টাকায়।

গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৩০৫.৩০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ৬.২০ টাকা বা ১.৯৯ শতাংশ কমেছে। এর মাধ্যমে আরামিট ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে জেমিনি সি ফুডের ১.৯৮ শতাংশ, নাহি অ্যালুমিনিয়ামের ১.৯৭ শতাংশ, আইপিডিসির ১.৯৬ শতাংশ, তমিজউদ্দিন টেক্সটাইলের ১.৯৫ শতাংশ, পিপলস ইন্স্যুরেন্সের ১.৯৪ শতাংশ, মনোস্পুল পেপারের ১.৯৩ শতাংশ, বিডি ল্যাম্পসের ১.৯৩ শতাংশ, কেঅ্যান্ডকিউয়ের ১.৯২ শতাংশ এবং তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের শেয়ার দর ১.৯২ শতাংশ কমেছে।

বুধবার, ২০ এপ্রিল ২০২২ , ০৭ বৈশাখ ১৪২৮ ১৮ রমাদ্বান ১৪৪৩

উত্থানে ফিরেছে শেয়ারবাজার

অর্থনৈতিক বার্তা পরিবেশক

image

আগের কার্যদিবসের মতো গতকালও বড় পতনে শুরু হয় শেয়ারবাজারের লেনদেন। দুপুর ১২টা ৩৫ মিনিট পর্যন্ত পতনই হচ্ছিল লেনদেন। এরপরেই উত্থানে ফিরে আসে। শেষ পর্যন্ত সূচকের বড় উত্থান হয়েছে শেয়ারবাজারে। সূচকের সঙ্গে টাকার পরিমাণে লেনদেন এবং বেশির ভাগ সিকিউরিটিজের দরও বেড়েছে।

গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৭.৬৮ পয়েন্ট বা ০.৭৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৫৩০.০৬ পয়েন্টে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৪.৭২ পয়েন্ট বা ১.০৩ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ২৬.৪৩ পয়েন্ট বা ১.০৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪৪৩.৪০ পয়েন্টে এবং দুই হাজার ৪৩৬.১১ পয়েন্টে।

ডিএসইতে গতকাল টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৫৯৯ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের কার্যদিবস থেকে ২০৯ কোটি ৪৬ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৩৯০ কোটি ৩৮ লাখ টাকার। ডিএসইতে গতকাল ৩৭৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৯৫টির বা ৫১.৫৯ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ১৩২টির বা ৩৪.৯২ শতাংশের এবং ৫১টি বা ১৩.৪৯ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১২১.৬৪ পয়েন্ট বা ০.৬৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ২৫২.১১ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৮০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১১৯টির, কমেছে ১৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির দর। গতকাল সিএসইতে ৪৮ কোটি ৬০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

গতকাল ডিএসই’র ব্লক মার্কেটে মোট ৩৬টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৭৫ লাখ ৮৪ হাজার ৭৭৬টি শেয়ার লেনদেন হয়েছে যার আর্থিক মূল্য ৪৩ কোটি ৭৭ লাখ টাকা। ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ফরচুন সুজ লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ১৪ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। প্রিমিয়ার ব্যাংক ৪ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার বিক্রি করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আনোয়ার গ্যালভানাইজিং ৪ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছেÑ অগ্নি সিসটেমস, আল-হাজ্ব টেক্সটাইল, এএমসিএল প্রাণ, আনোয়ার গ্যালভানাইজিং, বিএটিবিসি, বিডিকম, বিকন ফার্মা, বেক্সিমকো, ব্রাক ব্যাংক, সিটি ব্যাংক, ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, জিবিবি পাওয়ার, জেনেক্স ইনফোসিস, জিএসপি ফিন্যান্স, এইচ.আর টেক্সটাইল, ইবনে সিনা, ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন, আইপিডিসি ফিন্যান্স, যমুনা ব্যাংক, লাভেলো আইসক্রিম, ম্যারিকো বাংলাদেশ, নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট, ওরিয়ন ফার্মা, প্রগতি ইন্স্যুরেন্স, প্রিমিয়ার ব্যাংক, প্রভাতি ইন্স্যুরেন্স, রংপুর ফাউন্ডারি, আরডি ফুড, রেনেটা, রবি, সোনালী পেপার, ইউনিয়ন ব্যাংক, ইউনিয়ন ইন্স্যুরেন্স ও উত্তরা ব্যাংক লিমিটেড।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৩২টির বা ৩৪.৯২ শতাংশের শেয়ার ও ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে আরামিটের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। আগের কার্যদিবস আরামিটের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩১১.৫০ টাকায়।

গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৩০৫.৩০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ৬.২০ টাকা বা ১.৯৯ শতাংশ কমেছে। এর মাধ্যমে আরামিট ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে জেমিনি সি ফুডের ১.৯৮ শতাংশ, নাহি অ্যালুমিনিয়ামের ১.৯৭ শতাংশ, আইপিডিসির ১.৯৬ শতাংশ, তমিজউদ্দিন টেক্সটাইলের ১.৯৫ শতাংশ, পিপলস ইন্স্যুরেন্সের ১.৯৪ শতাংশ, মনোস্পুল পেপারের ১.৯৩ শতাংশ, বিডি ল্যাম্পসের ১.৯৩ শতাংশ, কেঅ্যান্ডকিউয়ের ১.৯২ শতাংশ এবং তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের শেয়ার দর ১.৯২ শতাংশ কমেছে।