ঈদের একাধিক নাটকে তনামি

মডেল-অভিনেত্রী তনামি হক। তার শুরুটা চলচ্চিত্র দিয়ে হলেও নিয়মিত ছোটপর্দায় কাজ করছেন এখন। আসছে ঈদের জন্য তনামি কাজ করেছেন ‘সাইকোলজি ১০১’, ‘নোয়াখালীর জামাই’, ‘প্রেম রোগ কঠিন রোগ’, ‘পিতৃসত্তা’ নামের একক নাটকে। ধারাবাহিক নাটকের মধ্যে রয়েছে ‘ফার্মগেট’, ‘জয় পরাজয়’ ও ‘ভাড়া বাড়ি বাড়াবাড়ি’। প্রচার চলতি ধারাবাহিক নাটক ‘প্রেম ভাইরাল’। ঈদ অনুষ্ঠানমালায় নাটকগুলো বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হওয়ার পর ইউটিউবে অবমুক্ত হবে। কয়েকটি মিউজিক ভিডিওতেও দেখা যাবে বলে জানান তিনি।

এ প্রসঙ্গে তনামি বলেন, অভিনীত নাটকের গল্পগুলো ভালো। আশা করি, সবার পছন্দ হবে। বেশি দিন হয়নি মিডিয়ায় কাজ করছি। সবসময়ই চেষ্টা করেছি ভিন্ন ধারার কাজ করতে। ভালো কাজ অল্প হলেও সেগুলোই দর্শক মনে রাখে।

তনামি অভিনীত মুক্তির অপেক্ষায় আছে শাহীন সুমন পরিচালিত সিনেমা ‘মাফিয়া’। পুরো সিনেমাটিকে আটটি ভাগে একের পর এক মুক্তি দেওয়া হবে। এরই মধ্যে সিনেমাটির প্রথম ভাগ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। বাকি সিকুয়েলের বেশ কয়েকটি ভাগে রয়েছেন তনামি।

এদিকে মুক্তিযোদ্ধা বীরাঙ্গনাদের নিয়ে ‘জননী জন্মভূমি’ শিরোনামের একটি ভিন্নধারার চলচ্চিত্র নির্মাণ করেছেন নাদিয়া আফরিন। এতে অভিনয় করেছেন তনামি হক। এটি চলতি বছরই মুক্তি পাওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, তনামি অভিনীত মুক্তিপ্রাপ্ত সিনেমা মালেক আফসারী পরিচালিত ‘পাসওয়ার্ড’ ও জাকির হোসের রাজুর ‘মনের মতো মানুষ পাইলাম না’। সিনেমা দুটিতে জুটি হয়ে অভিনয় করেন শাকিব খান ও শবনম বুবলী।

বুধবার, ২০ এপ্রিল ২০২২ , ০৭ বৈশাখ ১৪২৮ ১৮ রমাদ্বান ১৪৪৩

ঈদের একাধিক নাটকে তনামি

বিনোদন প্রতিবেদক

image

মডেল-অভিনেত্রী তনামি হক। তার শুরুটা চলচ্চিত্র দিয়ে হলেও নিয়মিত ছোটপর্দায় কাজ করছেন এখন। আসছে ঈদের জন্য তনামি কাজ করেছেন ‘সাইকোলজি ১০১’, ‘নোয়াখালীর জামাই’, ‘প্রেম রোগ কঠিন রোগ’, ‘পিতৃসত্তা’ নামের একক নাটকে। ধারাবাহিক নাটকের মধ্যে রয়েছে ‘ফার্মগেট’, ‘জয় পরাজয়’ ও ‘ভাড়া বাড়ি বাড়াবাড়ি’। প্রচার চলতি ধারাবাহিক নাটক ‘প্রেম ভাইরাল’। ঈদ অনুষ্ঠানমালায় নাটকগুলো বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হওয়ার পর ইউটিউবে অবমুক্ত হবে। কয়েকটি মিউজিক ভিডিওতেও দেখা যাবে বলে জানান তিনি।

এ প্রসঙ্গে তনামি বলেন, অভিনীত নাটকের গল্পগুলো ভালো। আশা করি, সবার পছন্দ হবে। বেশি দিন হয়নি মিডিয়ায় কাজ করছি। সবসময়ই চেষ্টা করেছি ভিন্ন ধারার কাজ করতে। ভালো কাজ অল্প হলেও সেগুলোই দর্শক মনে রাখে।

তনামি অভিনীত মুক্তির অপেক্ষায় আছে শাহীন সুমন পরিচালিত সিনেমা ‘মাফিয়া’। পুরো সিনেমাটিকে আটটি ভাগে একের পর এক মুক্তি দেওয়া হবে। এরই মধ্যে সিনেমাটির প্রথম ভাগ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। বাকি সিকুয়েলের বেশ কয়েকটি ভাগে রয়েছেন তনামি।

এদিকে মুক্তিযোদ্ধা বীরাঙ্গনাদের নিয়ে ‘জননী জন্মভূমি’ শিরোনামের একটি ভিন্নধারার চলচ্চিত্র নির্মাণ করেছেন নাদিয়া আফরিন। এতে অভিনয় করেছেন তনামি হক। এটি চলতি বছরই মুক্তি পাওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, তনামি অভিনীত মুক্তিপ্রাপ্ত সিনেমা মালেক আফসারী পরিচালিত ‘পাসওয়ার্ড’ ও জাকির হোসের রাজুর ‘মনের মতো মানুষ পাইলাম না’। সিনেমা দুটিতে জুটি হয়ে অভিনয় করেন শাকিব খান ও শবনম বুবলী।