ঈদে চ্যানেল আইতে ৭ চলচ্চিত্রের ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার

প্রতি ঈদের মতো এবারো ঈদুল ফিতরে চ্যানেল আই ৮ দিনব্যাপী সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা। এসব অনুষ্ঠানমালায় থাকছে শীর্ষ নির্মাতা ও শিল্পীদের অভিনয়ে ৭ নতুন চলচ্চিত্র।

এগুলো চ্যানেল আই দেখাবে ঈদের দিন থেকে ঈদের ৭ম দিন পর্যন্ত। ইমপ্রেস টেলিফিল্মের এ চলচ্চিত্রগুলো প্রচার হবে প্রতিদিন সকাল ১০টা ১৫ মিনিটে। ঈদের দিন থাকছে ‘লাল মোরগের ঝুঁটি’। চিত্রনাট্য ও পরিচালনায় নুরুল আলম আতিক। ২য় দিন আছে চলচ্চিত্র ‘ন ডরাই’।

কাহিনী ও চিত্রনাট্য. শ্যামল সেনগুপ্ত, পরিচালনায় তানিম রহমান অংশু। ৩য় দিন রয়েছে ছবি ‘গ-ি’। পরিচালনায় ফাখরুল আরেফীন খান। ৪র্থ দিন প্রচার হবে ‘ঢাকা ড্রিম’। পরিচালনায় প্রসুন রহমান। ঈদের ৫ম দিনের আয়োজনে আছে চলচ্চিত্র ‘ছিটমহল’। কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনায় এইচ আর হাবিব। ৬ষ্ঠ দিন দেখা যাবে ছবি ‘চন্দ্রাবতী কথা’। পরিচালনায় এন রাশেদ চৌধুরী। ৭ম দিন প্রচার হবে ‘বাপজানের বায়োস্কোপ’ চলচ্চিত্র। কাহিনী ও চিত্রনাট্য মাসুম রেজা। পরিচালনায় রিয়াজুল রিজু।

বুধবার, ২০ এপ্রিল ২০২২ , ০৭ বৈশাখ ১৪২৮ ১৮ রমাদ্বান ১৪৪৩

ঈদে চ্যানেল আইতে ৭ চলচ্চিত্রের ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার

বিনোদন প্রতিবেদক

image

প্রতি ঈদের মতো এবারো ঈদুল ফিতরে চ্যানেল আই ৮ দিনব্যাপী সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা। এসব অনুষ্ঠানমালায় থাকছে শীর্ষ নির্মাতা ও শিল্পীদের অভিনয়ে ৭ নতুন চলচ্চিত্র।

এগুলো চ্যানেল আই দেখাবে ঈদের দিন থেকে ঈদের ৭ম দিন পর্যন্ত। ইমপ্রেস টেলিফিল্মের এ চলচ্চিত্রগুলো প্রচার হবে প্রতিদিন সকাল ১০টা ১৫ মিনিটে। ঈদের দিন থাকছে ‘লাল মোরগের ঝুঁটি’। চিত্রনাট্য ও পরিচালনায় নুরুল আলম আতিক। ২য় দিন আছে চলচ্চিত্র ‘ন ডরাই’।

কাহিনী ও চিত্রনাট্য. শ্যামল সেনগুপ্ত, পরিচালনায় তানিম রহমান অংশু। ৩য় দিন রয়েছে ছবি ‘গ-ি’। পরিচালনায় ফাখরুল আরেফীন খান। ৪র্থ দিন প্রচার হবে ‘ঢাকা ড্রিম’। পরিচালনায় প্রসুন রহমান। ঈদের ৫ম দিনের আয়োজনে আছে চলচ্চিত্র ‘ছিটমহল’। কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনায় এইচ আর হাবিব। ৬ষ্ঠ দিন দেখা যাবে ছবি ‘চন্দ্রাবতী কথা’। পরিচালনায় এন রাশেদ চৌধুরী। ৭ম দিন প্রচার হবে ‘বাপজানের বায়োস্কোপ’ চলচ্চিত্র। কাহিনী ও চিত্রনাট্য মাসুম রেজা। পরিচালনায় রিয়াজুল রিজু।