সম্প্রতি ফুডপান্ডা বাংলাদেশের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ডিজিটাল সেবা প্রদানকারী কোম্পানি রবি আজিয়াটা লিমিটেড। রবির চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমেদ এবং ফুডপান্ডার হেড অব করপোরেট সেলস সৈয়দ ফায়াদ মুনাইম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকটি সই করেন। এর ফলে ফুডপান্ডার ব্যবসায়িক অ্যাকাউন্ট থেকে কেনাকাটার ক্ষেত্রে বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন রবির এলিট গ্রাহকরা। চুক্তির অংশ হিসেবে, রবি এলিট গ্রাহকরা ফুডপান্ডা কর্পোরেট ব্যবসায়িক অ্যাকাউন্ট ব্যবহার করে যে কোন কেনাকাটার উপর ন্যূনতম ৩৫০ টাকার অর্ডারে ১০০ টাকা এবং ন্যূনতম ৪০০ টাকার অর্ডারে ১৫০ টাকা ছাড় উপভোগ করতে পারবেন। ‘এলিট’ লয়্যালটি প্রোগ্রামটির মাধ্যমে যেসব গ্রাহক ব্র্যান্ডটির প্রতি তাদের আস্থা অব্যহত রেখেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে রবি।
https://cutt.ly/ElitePandaOffers লিঙ্কটি ব্যাবহার করে গ্রাহকরা অফারগুলো উপভোগ করতে পারবেন। এছাড়া গ্রাহকদের ১শ টাকার ডিসকাউন্ট কুপনের জন্য REW Elite100 এবং ১৫০ টাকার ডিসকাউন্ট ভাউচারের জন্য Rew Elite150 টাইপ করতে হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রবির সিএলএম ইনোভেশন অ্যান্ড অ্যানালিটিকসের জেনারেল ম্যানেজার মাহফুজুল হক, রবি লয়্যালটি অ্যান্ড রিওয়ার্ডসের ম্যানেজার তাসনিয়া আফরিন, ফুডপান্ডার সেলস ডিরেক্টর শাকরুখ হাসনাইন, হেড অব সেলস মো. সিরাজুল হক এবং সিনিয়র করপোরেট সেলস এক্সিকিউটিভ হাবিব-উর-রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।
বুধবার, ২০ এপ্রিল ২০২২ , ০৭ বৈশাখ ১৪২৮ ১৮ রমাদ্বান ১৪৪৩
সম্প্রতি ফুডপান্ডা বাংলাদেশের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ডিজিটাল সেবা প্রদানকারী কোম্পানি রবি আজিয়াটা লিমিটেড। রবির চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমেদ এবং ফুডপান্ডার হেড অব করপোরেট সেলস সৈয়দ ফায়াদ মুনাইম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকটি সই করেন। এর ফলে ফুডপান্ডার ব্যবসায়িক অ্যাকাউন্ট থেকে কেনাকাটার ক্ষেত্রে বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন রবির এলিট গ্রাহকরা। চুক্তির অংশ হিসেবে, রবি এলিট গ্রাহকরা ফুডপান্ডা কর্পোরেট ব্যবসায়িক অ্যাকাউন্ট ব্যবহার করে যে কোন কেনাকাটার উপর ন্যূনতম ৩৫০ টাকার অর্ডারে ১০০ টাকা এবং ন্যূনতম ৪০০ টাকার অর্ডারে ১৫০ টাকা ছাড় উপভোগ করতে পারবেন। ‘এলিট’ লয়্যালটি প্রোগ্রামটির মাধ্যমে যেসব গ্রাহক ব্র্যান্ডটির প্রতি তাদের আস্থা অব্যহত রেখেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে রবি।
https://cutt.ly/ElitePandaOffers লিঙ্কটি ব্যাবহার করে গ্রাহকরা অফারগুলো উপভোগ করতে পারবেন। এছাড়া গ্রাহকদের ১শ টাকার ডিসকাউন্ট কুপনের জন্য REW Elite100 এবং ১৫০ টাকার ডিসকাউন্ট ভাউচারের জন্য Rew Elite150 টাইপ করতে হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রবির সিএলএম ইনোভেশন অ্যান্ড অ্যানালিটিকসের জেনারেল ম্যানেজার মাহফুজুল হক, রবি লয়্যালটি অ্যান্ড রিওয়ার্ডসের ম্যানেজার তাসনিয়া আফরিন, ফুডপান্ডার সেলস ডিরেক্টর শাকরুখ হাসনাইন, হেড অব সেলস মো. সিরাজুল হক এবং সিনিয়র করপোরেট সেলস এক্সিকিউটিভ হাবিব-উর-রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।