বিএনপি বরাবরই ধ্বংসস্তূপ থেকে জেগে উঠে : ফখরুল

যারা জিয়াউর রহমানকে অস্বীকার করে। তারাই দেশের স্বাধীনতার বিরুদ্ধে এবং পাকিস্তানের অনুচর। গতকাল দুপুরে গাজীপুরে জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন।

ফখরুল ইসলাম আলমগীর বলেন, তথ্যমন্ত্রী জিয়াউর রহমান প্রসঙ্গে বলেন, তিনি নাকি পাকিস্তানের অনুচর। আমরা দৃঢ় কণ্ঠে বলতে চাই, যারা জিয়াউর রহমানকে অস্বীকার করে তারা বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে। তারাই পাকিস্তানের অনুচর।

১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী যেভাবে গণতন্ত্রকে ধ্বংস করেছিল। মানুষকে হত্যা করছিল। জাতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল। একইভাবে আজ আপনারা গণতন্ত্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। মানুষের অধিকার কেড়ে নিচ্ছেন এবং দুর্নীতি বাংলাদেশে সয়লাব করে ফেলেছেন, উল্লেখ করেন মিজা ফখরুল।

ফখরুল বলেন, আওয়ামী লীগ বারবার চেষ্টা করে, এরশাদও চেষ্টা করেছে বিএনপিকে ধ্বংস করে দিতে। বিএনপিকে নির্মূল করে দেবে। কিন্তু বিএনপি হলো ফিনিক্স পাখির মতো। বরাবরই বিএনপি ধ্বংসস্তূপ থেকে জেগে ওঠে আবার আকাশে উড়ে যায় মানুষকে সঙ্গে নিয়ে।

তিনি বলেন, আপনারা মনে রাখবেন, আপনারা সেই রাজনীতির ধারক যা এ দেশের মানুষের রাজনীতি। আমরা বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করি। আমরা একটি স্বাধীন রাষ্ট্র, আমরা অন্যান্য রাষ্ট্রের সঙ্গে আমরা একীভূত নই। আমরা আমাদের স্বকীয়তা দিয়ে, আমাদের ধর্ম-কৃষ্টি নিয়ে জাতিসত্তার ভিত্তিতে আমরা বাংলাদেশি জাতীয়তাবাদের মধ্য দিয়ে রাষ্ট্র নির্মাণ করেছি। সেই রাষ্ট্রকে আমরা বিকশিত করতে চাই। সেই লক্ষ্যে গত ৪৫ বছর ধরে আমরা বাংলাদেশের মানুষের কাছে সবচেয়ে প্রিয় রাজনৈতিক দল হিসেবে চিহ্নিত হয়েছি।

বিএনপির মহাসচিব বলেন, আমরা দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করছি। ইতোমধ্যে দুর্নীতি দমন কমিশনে চিঠি দিয়েছি। সব জেলা-উপজেলা-ইউনিয়নে আওয়ামী লীগের লোকেরা আঙুল ফুলে কলাগাছ হচ্ছে। চাল-ডাল-তেল-লবণের দাম বাড়িয়ে দিয়ে, চাকরি-বাকরির ক্ষেত্রে দুর্নীতির আশ্রয় নিয়ে আমাদেশ নিঃস্ব করে ফেলা হচ্ছে। আমাদর স্বার্থে, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে আমাদের রুখে দাঁড়াতে হবে।

আরও খবর
যানজট নিরসনে শ্রমিকদের ভাগ করে ছুটি দেয়ার নির্দেশনা গ্রহণের সিদ্ধান্ত
বাঙালি কূটনীতিকরা পাকিস্তানকে পরিত্যাগ করে বাংলাদেশের পক্ষে অবস্থান নেন
একনেকে সাড়ে ৪ হাজার কোটি টাকার ১১ প্রকল্প অনুমোদন
ঈদ সামনে রেখে রাজধানীতে বেড়েছে ছিনতাই, অজ্ঞান ও মলম পার্টির দৌরাত্ম্য
প্রস্তাবিত গণমাধ্যম আইন স্বাধীন সাংবাদিকতা বাধাগ্রস্ত করবে সম্পাদক পরিষদ
মাদারীপুর সাব-রেজিস্ট্রি অফিস সিন্ডিকেটের দখলে, ভোগান্তিতে নাগরিকরা
জবিতে ছয় পদে অবৈধ নিয়োগ, বেতন স্থগিত
পরীমণিকে মারধর, যৌন হয়রানি : নাসির অমির বিরুদ্ধে অভিযোগ গঠন
বিয়ের চাপ দেয়ায় হোটেলে নিয়ে প্রেমিকাকে বালিশচাপা দিয়ে হত্যা
বিজেপিবিরোধী জোট গড়ার ডাক মমতার

বুধবার, ২০ এপ্রিল ২০২২ , ০৭ বৈশাখ ১৪২৮ ১৮ রমাদ্বান ১৪৪৩

বিএনপি বরাবরই ধ্বংসস্তূপ থেকে জেগে উঠে : ফখরুল

নিজস্ব বার্তা পরিবেশক

যারা জিয়াউর রহমানকে অস্বীকার করে। তারাই দেশের স্বাধীনতার বিরুদ্ধে এবং পাকিস্তানের অনুচর। গতকাল দুপুরে গাজীপুরে জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন।

ফখরুল ইসলাম আলমগীর বলেন, তথ্যমন্ত্রী জিয়াউর রহমান প্রসঙ্গে বলেন, তিনি নাকি পাকিস্তানের অনুচর। আমরা দৃঢ় কণ্ঠে বলতে চাই, যারা জিয়াউর রহমানকে অস্বীকার করে তারা বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে। তারাই পাকিস্তানের অনুচর।

১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী যেভাবে গণতন্ত্রকে ধ্বংস করেছিল। মানুষকে হত্যা করছিল। জাতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল। একইভাবে আজ আপনারা গণতন্ত্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। মানুষের অধিকার কেড়ে নিচ্ছেন এবং দুর্নীতি বাংলাদেশে সয়লাব করে ফেলেছেন, উল্লেখ করেন মিজা ফখরুল।

ফখরুল বলেন, আওয়ামী লীগ বারবার চেষ্টা করে, এরশাদও চেষ্টা করেছে বিএনপিকে ধ্বংস করে দিতে। বিএনপিকে নির্মূল করে দেবে। কিন্তু বিএনপি হলো ফিনিক্স পাখির মতো। বরাবরই বিএনপি ধ্বংসস্তূপ থেকে জেগে ওঠে আবার আকাশে উড়ে যায় মানুষকে সঙ্গে নিয়ে।

তিনি বলেন, আপনারা মনে রাখবেন, আপনারা সেই রাজনীতির ধারক যা এ দেশের মানুষের রাজনীতি। আমরা বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করি। আমরা একটি স্বাধীন রাষ্ট্র, আমরা অন্যান্য রাষ্ট্রের সঙ্গে আমরা একীভূত নই। আমরা আমাদের স্বকীয়তা দিয়ে, আমাদের ধর্ম-কৃষ্টি নিয়ে জাতিসত্তার ভিত্তিতে আমরা বাংলাদেশি জাতীয়তাবাদের মধ্য দিয়ে রাষ্ট্র নির্মাণ করেছি। সেই রাষ্ট্রকে আমরা বিকশিত করতে চাই। সেই লক্ষ্যে গত ৪৫ বছর ধরে আমরা বাংলাদেশের মানুষের কাছে সবচেয়ে প্রিয় রাজনৈতিক দল হিসেবে চিহ্নিত হয়েছি।

বিএনপির মহাসচিব বলেন, আমরা দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করছি। ইতোমধ্যে দুর্নীতি দমন কমিশনে চিঠি দিয়েছি। সব জেলা-উপজেলা-ইউনিয়নে আওয়ামী লীগের লোকেরা আঙুল ফুলে কলাগাছ হচ্ছে। চাল-ডাল-তেল-লবণের দাম বাড়িয়ে দিয়ে, চাকরি-বাকরির ক্ষেত্রে দুর্নীতির আশ্রয় নিয়ে আমাদেশ নিঃস্ব করে ফেলা হচ্ছে। আমাদর স্বার্থে, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে আমাদের রুখে দাঁড়াতে হবে।