স্কিন ক্যান্সার চিকিৎসায় সম্ভাবনার নতুন দিগন্ত

স্কিন ক্যান্সারের সৃষ্টি হয় ত্বকের কোষগুলো সূর্যের অতিবেগুনি রশ্মির দ্বারা নষ্ট হওয়ার ফলে। ত্বকের ডার্মিসে কোলাজেন ও ইলাস্টিন তন্তু রয়েছে। কিন্তু সূর্যের ক্ষতিকর রশ্মিগুলো ডার্মিসে প্রবেশ করে এসব তন্তুকে ধ্বংস করে দেয়। এটি খুবই মারাত্মক। মেলোনোমা প্রথমে তিলের মতো আকৃতি ধারণ করে। এর কিছু দিন পর এটার রঙের পরিবর্তন দেখা যায় এবং ধীরে ধীরে চুলকানিতে পরিণত করে। যার ফলে ওই জায়গা থেকে রক্তক্ষরণ হতে থাকে। এভাবে একপর্যায়ে পচন ধরে, পরবর্তীতে জীবননাশও ঘটতে পারে। স্কিন ক্যান্সারে আক্রান্ত হলে সার্জারি করতে হয়। তবে সাধারণ স্কিন ক্যান্সারের ক্ষেত্রে রেডিওথেরাপির মাধ্যমে নিরাময় সম্ভব হয়।

সম্প্রতি স্কিন ক্যান্সারের মতো মারাত্মক রোগ নিরাময়ে আবিস্কার করেছে নতুন দুটি পথ্য। যুক্তরাষ্ট্রের সিকাগোতে অনুষ্ঠিত আমেরিকান সোসাইটি অব ক্লিনিক্যাল অনকোলোজির ক্যান্সার বিষয়ক এক বৈঠকে এ আবিষ্কারের কথা জানানো হয়। বিশেষজ্ঞরা ক্যান্সার নিরাময় ওষুধের একটির নাম দিয়েছেন ভারমুরেফেনিব অন্যটি আইপিলিমুমাব। যেসব স্কিন ক্যান্সার রোগীরা অতিমাত্রায় আক্রান্ত তারাও নতুন এ দুটি চিকিৎসার মাধ্যমে উপকৃত হবেন, যা তাদের নতুন করে বেঁচে থাকতে সাহায্য করবে।

আইপিলিমুমাব নামক ওষুধটি শিরার অভ্যন্তরে ব্যবহার করতে হয়। ব্রিটিশ বিশেষজ্ঞরা মেলেনোমা রোগীদের সবাইকে ভারমুরেফেনিব চিকিৎসার আওতায় নিয়েছিল। এছাড়াও ফলাফল অনুযায়ী এটি কেমোথেরাপির চেয়েও ৭৪ ভাগ ঝুঁকি কমাতে সক্ষম।

বিশেষজ্ঞদের চালানো গবেষণা ও মতামতের ভিত্তিতে এটাই প্রমাণিত, মেলেনোমা নামক ক্যান্সার রোগীদের জন্য মুক্তির বার্তা নিয়ে আসবে।

হাসিবুল হাসান

বুধবার, ২০ এপ্রিল ২০২২ , ০৭ বৈশাখ ১৪২৮ ১৮ রমাদ্বান ১৪৪৩

স্কিন ক্যান্সার চিকিৎসায় সম্ভাবনার নতুন দিগন্ত

স্কিন ক্যান্সারের সৃষ্টি হয় ত্বকের কোষগুলো সূর্যের অতিবেগুনি রশ্মির দ্বারা নষ্ট হওয়ার ফলে। ত্বকের ডার্মিসে কোলাজেন ও ইলাস্টিন তন্তু রয়েছে। কিন্তু সূর্যের ক্ষতিকর রশ্মিগুলো ডার্মিসে প্রবেশ করে এসব তন্তুকে ধ্বংস করে দেয়। এটি খুবই মারাত্মক। মেলোনোমা প্রথমে তিলের মতো আকৃতি ধারণ করে। এর কিছু দিন পর এটার রঙের পরিবর্তন দেখা যায় এবং ধীরে ধীরে চুলকানিতে পরিণত করে। যার ফলে ওই জায়গা থেকে রক্তক্ষরণ হতে থাকে। এভাবে একপর্যায়ে পচন ধরে, পরবর্তীতে জীবননাশও ঘটতে পারে। স্কিন ক্যান্সারে আক্রান্ত হলে সার্জারি করতে হয়। তবে সাধারণ স্কিন ক্যান্সারের ক্ষেত্রে রেডিওথেরাপির মাধ্যমে নিরাময় সম্ভব হয়।

সম্প্রতি স্কিন ক্যান্সারের মতো মারাত্মক রোগ নিরাময়ে আবিস্কার করেছে নতুন দুটি পথ্য। যুক্তরাষ্ট্রের সিকাগোতে অনুষ্ঠিত আমেরিকান সোসাইটি অব ক্লিনিক্যাল অনকোলোজির ক্যান্সার বিষয়ক এক বৈঠকে এ আবিষ্কারের কথা জানানো হয়। বিশেষজ্ঞরা ক্যান্সার নিরাময় ওষুধের একটির নাম দিয়েছেন ভারমুরেফেনিব অন্যটি আইপিলিমুমাব। যেসব স্কিন ক্যান্সার রোগীরা অতিমাত্রায় আক্রান্ত তারাও নতুন এ দুটি চিকিৎসার মাধ্যমে উপকৃত হবেন, যা তাদের নতুন করে বেঁচে থাকতে সাহায্য করবে।

আইপিলিমুমাব নামক ওষুধটি শিরার অভ্যন্তরে ব্যবহার করতে হয়। ব্রিটিশ বিশেষজ্ঞরা মেলেনোমা রোগীদের সবাইকে ভারমুরেফেনিব চিকিৎসার আওতায় নিয়েছিল। এছাড়াও ফলাফল অনুযায়ী এটি কেমোথেরাপির চেয়েও ৭৪ ভাগ ঝুঁকি কমাতে সক্ষম।

বিশেষজ্ঞদের চালানো গবেষণা ও মতামতের ভিত্তিতে এটাই প্রমাণিত, মেলেনোমা নামক ক্যান্সার রোগীদের জন্য মুক্তির বার্তা নিয়ে আসবে।

হাসিবুল হাসান