রমজান মাসে লোডশেডিং কাম্য নয়

লোডশেডিং আমদের দেশে নতুন সমস্যা নয়। এটি আমাদের দেশে অন্যতম একটি মারাত্মক সমস্যা। এই সমস্যা থেকে আমরা চাইলেও মুক্তি পাচ্ছি না সহজে। এই সমস্যা শুধু আজকের নয়, এটি দীর্ঘদিন যাবৎ আমাদের দেশের মানুষদের পীড়া দিয়ে যাচ্ছে। লোডশেডিং বলতে আমরা বুঝি বিদ্যুৎ না থাকা কিংবা ঘন ঘন বিদ্যুৎ চলে যাওয়া।

লোডশেডিং আমাদের জন্য নতুন ব্যাপার না হলেও এই অসহ্যকর বিষয়টি পবিত্র রমাজন মাসে সহ্য করতে বড়ই কষ্ট হয় রোজাদার মানুষদের। সেহেরি খাওয়ার জন্য মধ্যরাতে উঠে যখন আলো-বাতাস ছাড়া খেতে বসে একজন রোজাদার তখন ভাবতে পারেন তাদের কী অবস্থা হয়? অন্ধকারে কিংবা মোমবাতি জ্বালিয়ে সেহেরি খাওয়ার মতো বিরক্তিকর, কষ্টদায়ক বিষয় আর কি হতে পারে! রোজাদারদের এমন কষ্ট নিশ্চই সুখকর হবে না।

আবার ইফতারের পূর্বেও মাঝেমধ্যে বিদ্যুৎ থাকে না। এভাবে যদি লোডশেডিং চলতেই থাকে, তবে এর চেয়ে কয়েক যুগ আগের হারিকেন দিয়ে জীবনযাপন অনেকটাই ভালো ছিল। বিদ্যুৎ আমাদের জন্য একটি সেবা। কিন্তু যে সেবা থাকার পরও সঠিক সময় পাওয়া যায় না, সেটাকে সেবা বলা যায় না। তাই রমজান মাসে অন্তত ইফতার ও সেহেরির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের অনুরোধ জানাচ্ছি।

আজহার মাহমুদ

বুধবার, ২০ এপ্রিল ২০২২ , ০৭ বৈশাখ ১৪২৮ ১৮ রমাদ্বান ১৪৪৩

রমজান মাসে লোডশেডিং কাম্য নয়

লোডশেডিং আমদের দেশে নতুন সমস্যা নয়। এটি আমাদের দেশে অন্যতম একটি মারাত্মক সমস্যা। এই সমস্যা থেকে আমরা চাইলেও মুক্তি পাচ্ছি না সহজে। এই সমস্যা শুধু আজকের নয়, এটি দীর্ঘদিন যাবৎ আমাদের দেশের মানুষদের পীড়া দিয়ে যাচ্ছে। লোডশেডিং বলতে আমরা বুঝি বিদ্যুৎ না থাকা কিংবা ঘন ঘন বিদ্যুৎ চলে যাওয়া।

লোডশেডিং আমাদের জন্য নতুন ব্যাপার না হলেও এই অসহ্যকর বিষয়টি পবিত্র রমাজন মাসে সহ্য করতে বড়ই কষ্ট হয় রোজাদার মানুষদের। সেহেরি খাওয়ার জন্য মধ্যরাতে উঠে যখন আলো-বাতাস ছাড়া খেতে বসে একজন রোজাদার তখন ভাবতে পারেন তাদের কী অবস্থা হয়? অন্ধকারে কিংবা মোমবাতি জ্বালিয়ে সেহেরি খাওয়ার মতো বিরক্তিকর, কষ্টদায়ক বিষয় আর কি হতে পারে! রোজাদারদের এমন কষ্ট নিশ্চই সুখকর হবে না।

আবার ইফতারের পূর্বেও মাঝেমধ্যে বিদ্যুৎ থাকে না। এভাবে যদি লোডশেডিং চলতেই থাকে, তবে এর চেয়ে কয়েক যুগ আগের হারিকেন দিয়ে জীবনযাপন অনেকটাই ভালো ছিল। বিদ্যুৎ আমাদের জন্য একটি সেবা। কিন্তু যে সেবা থাকার পরও সঠিক সময় পাওয়া যায় না, সেটাকে সেবা বলা যায় না। তাই রমজান মাসে অন্তত ইফতার ও সেহেরির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের অনুরোধ জানাচ্ছি।

আজহার মাহমুদ