পবিত্র রমজান মাস এলে স্বাভাবিকভাবেই নিত্যপয়োজনীয় দ্রব্যের চাহিদা কিছুটা বেড়ে যায়। এই সুযোগটিকে পুঁজি করে অসাধু ব্যবসায়ীরা দ্রব্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে। ফলে যথেষ্ট মজুদ থাকার পরেও দ্রব্যমূল্য অস্বাভাবিক হারে বৃদ্ধি পায়। বর্তমানে বাজারে ঠিক একই পরিস্থিতি বিরাজ করছে। বাজারে খুচরা বিক্রেতাদের সঙ্গে আলাপ করে জানা যায়, এখন প্রায় প্রতিটি পণ্যের সরবরাহ হঠাৎ করেই হ্রাস পেয়েছে। তাই পাইকারি দামও বৃদ্ধি পেয়েছে। স্বাভাবিক কারণেই খুচরা বাজারে তার প্রভাব পড়েছে।
সীমিত আয়ের মানুষ প্রতিদিনকার প্রয়োজন মেটাতে হিমশিম খাচ্ছে। ছোট করছে বাজারের লিস্ট। তাই বিক্রিও কমে গেছে। পাইকারি বাজারে পণ্যের সরবরাহ হ্রাসের পেছনে মজুদদারদের কোন হাত আছে কি না, তা খুঁজে বের করা কঠিন। তবে মজুদদারদের অপতৎপরতা সব সময়ই বাজারকে অস্থির করে তোলে।
নিত্যপ্রয়োজনয়ি দ্রব্যের যথেষ্ট মজুদ থাকার পরেও দাম বৃদ্ধির বিষয়টি রহস্যজনক। তবে অস্বাভাবিক দাম বৃদ্ধির অন্যতম কারণ হচ্ছে দ্রব্যের কৃত্রিম সংকট সৃষ্টি। তাই নিয়মিত বাজার মনিটরিং ও অভিযান পরিচালনা জরুরি। যাতে করে অসাধু ব্যবসায়ীরা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে। আশাকরি কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা নেবেন।
অনিক বণিক
বুধবার, ২০ এপ্রিল ২০২২ , ০৭ বৈশাখ ১৪২৮ ১৮ রমাদ্বান ১৪৪৩
পবিত্র রমজান মাস এলে স্বাভাবিকভাবেই নিত্যপয়োজনীয় দ্রব্যের চাহিদা কিছুটা বেড়ে যায়। এই সুযোগটিকে পুঁজি করে অসাধু ব্যবসায়ীরা দ্রব্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে। ফলে যথেষ্ট মজুদ থাকার পরেও দ্রব্যমূল্য অস্বাভাবিক হারে বৃদ্ধি পায়। বর্তমানে বাজারে ঠিক একই পরিস্থিতি বিরাজ করছে। বাজারে খুচরা বিক্রেতাদের সঙ্গে আলাপ করে জানা যায়, এখন প্রায় প্রতিটি পণ্যের সরবরাহ হঠাৎ করেই হ্রাস পেয়েছে। তাই পাইকারি দামও বৃদ্ধি পেয়েছে। স্বাভাবিক কারণেই খুচরা বাজারে তার প্রভাব পড়েছে।
সীমিত আয়ের মানুষ প্রতিদিনকার প্রয়োজন মেটাতে হিমশিম খাচ্ছে। ছোট করছে বাজারের লিস্ট। তাই বিক্রিও কমে গেছে। পাইকারি বাজারে পণ্যের সরবরাহ হ্রাসের পেছনে মজুদদারদের কোন হাত আছে কি না, তা খুঁজে বের করা কঠিন। তবে মজুদদারদের অপতৎপরতা সব সময়ই বাজারকে অস্থির করে তোলে।
নিত্যপ্রয়োজনয়ি দ্রব্যের যথেষ্ট মজুদ থাকার পরেও দাম বৃদ্ধির বিষয়টি রহস্যজনক। তবে অস্বাভাবিক দাম বৃদ্ধির অন্যতম কারণ হচ্ছে দ্রব্যের কৃত্রিম সংকট সৃষ্টি। তাই নিয়মিত বাজার মনিটরিং ও অভিযান পরিচালনা জরুরি। যাতে করে অসাধু ব্যবসায়ীরা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে। আশাকরি কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা নেবেন।
অনিক বণিক