ওয়ানস্টপ সার্ভিস পেতে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান বিডা চেয়ারম্যানের

ওয়ান স্টপ প্ল্যাটফর্ম থেকে সার্ভিস পেতে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)’র নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম। গতকাল ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) কার্যক্রম অবহিতকরণ’ বিষয়ক ওয়ার্কশপের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিমত ব্যক্ত করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি’র বক্তব্যে বিডা’র নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম আরও বলেন, ‘ওএসএস প্লাটফর্মের মাধ্যম এখন যেকোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের আবেদনের ২৪ ঘন্টার মধ্যেই বিডা’র নিবন্ধন এবং আরজেএসসি’র ‘নামের ছাড়পত্র (নেইম ক্লিয়ারেন্স)’ প্রাপ্তি সম্ভব। এ প্লাটফর্মের মাধ্যমে বর্তমানে সরকারি-বেসরকারি ৫৮টি প্রতিষ্ঠানের বিভিন্ন সেবা প্রদান করা হচ্ছে। গত ৩ বছরে প্রায় ৬০ হাজার সেবা প্রদান করা হয়েছে। সরকারি দপ্তরগুলোতে প্রয়োজনীয় সেবা প্রাপ্তিতে সময়ক্ষেপন ও দীর্ঘসূত্রিতা হ্রাসের লক্ষ্যেই বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ওএসএস কার্যক্রম চালু করেছে যা গ্রহণের মাধ্যমে আমাদের বেসরকারিখাত নিজেদের ব্যবসায়িক কার্যক্রম পরিচলনায় ব্যয় হ্রাস করতে সক্ষম হবেন।’

ঢাকা চেম্বারের সভাপতি রিজওয়ান রাহমান বলেন, ‘ওয়ানস্টপ সার্ভিস প্ল্যাটফর্মের মাধ্যমে সেবা প্রাপ্তির বিষয়ে বেসরকারিখাতের দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে এবং ডিসিসিআই’র পক্ষ হতে ওএসএস-এর কার্যকারিতা সম্পর্কে চেম্বারের সদস্যদের পাশাপাশি উদ্যোক্তাদের আরও সচেতন করার বিষয়ে উদ্যোগ গ্রহণ করা হবে।’ ওয়ান-স্টপ কার্যক্রমের উপর একটি প্রমোশনাল ভিডিও তৈরির প্রস্তাব করেন ডিসিসিআই সভাপতি। এর মাধ্যমে সহজেই মানুষকে কার্যক্রমটির কর্মপদ্ধতি সম্পর্কে ধারণা প্রদান সম্ভব হবে বলে মত প্রকাশ করেন।

ডিসিসিআই ঊর্ধ্বতন সহ-সভাপতি আরমান হক বলেন, ‘দেশে ব্যবসা সহায়ক পরিবেশের অধিকতর উন্নয়নের লক্ষ্যে ওয়ানস্টপ প্লাটফর্মে আরও সেবা অন্তর্ভূক্ত করা প্রয়োজন এবং প্লাটফর্মটি একটি মাত্র প্রতিষ্ঠানের মাধ্যমেই নিয়ন্ত্রণ করা প্রয়োজন। বিদেশি বিনিয়োগকারীরা এর মাধ্যমে প্রয়োজনীয় সেবা পেলে, এফডিআই আকর্ষণে বাংলাদেশ আরও এগিয়ে যাবে।’

কর্মশালায় বিডা’র পরিচালক জীবন কৃঞ্চ সাহা মূল প্রবন্ধ উপস্থাপন করেন। বিডা’র নির্বাহী সদস্য মহসিনা ইয়াসমিন, ঢাকা চেম্বারের সহ-সভাপতি মনোয়ার হোসেন সহ পরিচালনা পর্ষদের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২ , ০৮ বৈশাখ ১৪২৮ ১৯ রমাদ্বান ১৪৪৩

ওয়ানস্টপ সার্ভিস পেতে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান বিডা চেয়ারম্যানের

অর্থনৈতিক বার্তা পরিবেশক

ওয়ান স্টপ প্ল্যাটফর্ম থেকে সার্ভিস পেতে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)’র নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম। গতকাল ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) কার্যক্রম অবহিতকরণ’ বিষয়ক ওয়ার্কশপের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিমত ব্যক্ত করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি’র বক্তব্যে বিডা’র নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম আরও বলেন, ‘ওএসএস প্লাটফর্মের মাধ্যম এখন যেকোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের আবেদনের ২৪ ঘন্টার মধ্যেই বিডা’র নিবন্ধন এবং আরজেএসসি’র ‘নামের ছাড়পত্র (নেইম ক্লিয়ারেন্স)’ প্রাপ্তি সম্ভব। এ প্লাটফর্মের মাধ্যমে বর্তমানে সরকারি-বেসরকারি ৫৮টি প্রতিষ্ঠানের বিভিন্ন সেবা প্রদান করা হচ্ছে। গত ৩ বছরে প্রায় ৬০ হাজার সেবা প্রদান করা হয়েছে। সরকারি দপ্তরগুলোতে প্রয়োজনীয় সেবা প্রাপ্তিতে সময়ক্ষেপন ও দীর্ঘসূত্রিতা হ্রাসের লক্ষ্যেই বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ওএসএস কার্যক্রম চালু করেছে যা গ্রহণের মাধ্যমে আমাদের বেসরকারিখাত নিজেদের ব্যবসায়িক কার্যক্রম পরিচলনায় ব্যয় হ্রাস করতে সক্ষম হবেন।’

ঢাকা চেম্বারের সভাপতি রিজওয়ান রাহমান বলেন, ‘ওয়ানস্টপ সার্ভিস প্ল্যাটফর্মের মাধ্যমে সেবা প্রাপ্তির বিষয়ে বেসরকারিখাতের দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে এবং ডিসিসিআই’র পক্ষ হতে ওএসএস-এর কার্যকারিতা সম্পর্কে চেম্বারের সদস্যদের পাশাপাশি উদ্যোক্তাদের আরও সচেতন করার বিষয়ে উদ্যোগ গ্রহণ করা হবে।’ ওয়ান-স্টপ কার্যক্রমের উপর একটি প্রমোশনাল ভিডিও তৈরির প্রস্তাব করেন ডিসিসিআই সভাপতি। এর মাধ্যমে সহজেই মানুষকে কার্যক্রমটির কর্মপদ্ধতি সম্পর্কে ধারণা প্রদান সম্ভব হবে বলে মত প্রকাশ করেন।

ডিসিসিআই ঊর্ধ্বতন সহ-সভাপতি আরমান হক বলেন, ‘দেশে ব্যবসা সহায়ক পরিবেশের অধিকতর উন্নয়নের লক্ষ্যে ওয়ানস্টপ প্লাটফর্মে আরও সেবা অন্তর্ভূক্ত করা প্রয়োজন এবং প্লাটফর্মটি একটি মাত্র প্রতিষ্ঠানের মাধ্যমেই নিয়ন্ত্রণ করা প্রয়োজন। বিদেশি বিনিয়োগকারীরা এর মাধ্যমে প্রয়োজনীয় সেবা পেলে, এফডিআই আকর্ষণে বাংলাদেশ আরও এগিয়ে যাবে।’

কর্মশালায় বিডা’র পরিচালক জীবন কৃঞ্চ সাহা মূল প্রবন্ধ উপস্থাপন করেন। বিডা’র নির্বাহী সদস্য মহসিনা ইয়াসমিন, ঢাকা চেম্বারের সহ-সভাপতি মনোয়ার হোসেন সহ পরিচালনা পর্ষদের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।