শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় গত মঙ্গলবার ভোর বেলায় উপজেলার ওপর দিয়ে বৃষ্টির সাথে শিলা পড়তে দেখা যায়। এই শিলা বৃষ্টির ফলে উঠতি ফসলের ধান, আম, লিচু, শাকসবজিসহ অন্যান্য ফসলের ক্ষতি হয় । নিন্ম অঞ্চলের কিছু এলাকায় বোরো ফসল কর্তনের সময় হলেও না কাটার ফলে ও পুরোদমে ধানের থোর থাকায় শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। উপজেলার, কালিবাড়ি, কান্দুলী ও ঝিনাইগাতী সদর ইউনিয়নের পাইকুড়া,সুরিহারা, কালিনগর,সারি কালি নগর, বাইলে এলাকায় কৃষকের ক্ষতির পরিমাণ বেশি হয়েছে বলে জানা গেছে । পাইকুড়া গ্রামের কৃষক হাসান মিয়া জানায় শিলা বৃষ্টিতে তার উঠতি ফসলের সকল ধান বিনষ্ট হয়ে গেছে । এবার তার খাবারের ধানও থাকবে না বলে জানান । উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন কবীর জানান, যে শিলাবৃষ্টি হয়েছে বোরো ফসলে তেমন কৃষকের ক্ষতি হবে না । কিছু এলাকায় শিলা বৃষ্টি বেশি পড়ার ফলে কিছু ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে । সে ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য আমরা সরকারীভাবে তাদের নতুন ফসল উৎপাদনের পরামর্শ দেওয়ার কাজ করব।
বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২ , ০৮ বৈশাখ ১৪২৮ ১৯ রমাদ্বান ১৪৪৩
প্রতিনিধি, ঝিনাইগাতী (শেরপুর)
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় গত মঙ্গলবার ভোর বেলায় উপজেলার ওপর দিয়ে বৃষ্টির সাথে শিলা পড়তে দেখা যায়। এই শিলা বৃষ্টির ফলে উঠতি ফসলের ধান, আম, লিচু, শাকসবজিসহ অন্যান্য ফসলের ক্ষতি হয় । নিন্ম অঞ্চলের কিছু এলাকায় বোরো ফসল কর্তনের সময় হলেও না কাটার ফলে ও পুরোদমে ধানের থোর থাকায় শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। উপজেলার, কালিবাড়ি, কান্দুলী ও ঝিনাইগাতী সদর ইউনিয়নের পাইকুড়া,সুরিহারা, কালিনগর,সারি কালি নগর, বাইলে এলাকায় কৃষকের ক্ষতির পরিমাণ বেশি হয়েছে বলে জানা গেছে । পাইকুড়া গ্রামের কৃষক হাসান মিয়া জানায় শিলা বৃষ্টিতে তার উঠতি ফসলের সকল ধান বিনষ্ট হয়ে গেছে । এবার তার খাবারের ধানও থাকবে না বলে জানান । উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন কবীর জানান, যে শিলাবৃষ্টি হয়েছে বোরো ফসলে তেমন কৃষকের ক্ষতি হবে না । কিছু এলাকায় শিলা বৃষ্টি বেশি পড়ার ফলে কিছু ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে । সে ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য আমরা সরকারীভাবে তাদের নতুন ফসল উৎপাদনের পরামর্শ দেওয়ার কাজ করব।