রমজানে মটোরোলা ফোন কিনলে মালদ্বীপ ভ্রমণের সুযোগ

এই পবিত্র রমজানে মটোরোলা ফোন কিনলে নির্বাচিত ক্রেতাদের মালদ্বীপ ভ্রমণের সুযোগ করে দেবে মটোরোলা। অফারটি চলবে পহেলা রমজান থেকে চাঁদ রাত পর্যন্ত। দুই দিন তিন রাত মালদ্বীপ ভ্রমণের এই অফারটি পাবেন একাধিক ক্রেতা। মালদ্বীপ ভ্রমণ ছাড়াও নিশিত উপহার হিসেবে আরও থাকছে ১.৫ টন এয়ার কন্ডিশনার, বাটা’র গিফট ভাউচার এবং এক থেকে ১০ হাজার টাকা পর্যন্ত ক্যাশ ব্যাক অফার।

“ঈদে ট্রিপ, মটো কিনে মালদ্বীপ” সেøøাগানে পরিচালিত পুরো রমজান মাসব্যাপী মটোরোলার এই ক্যাম্পেইনে মোট পাঁচটি মডেলের সেটের উপর থাকছে অফারগুলো। মডেলগুলো হলো, ১৩ হাজার ৯৯৯ টাকা মূল্যের ই৭ পাওয়ার, ১৫ হাজার ৯৯৯ টাকা মূল্যের ই৪০, ২৫ হাজার ৯৯৯ টাকা মূল্যের জি৪০ ফিউশন, ২৮ হাজার ৯৯৯ টাকা মূল্যের জি৬০ এবং ৩৬ হাজার ৯৯৯ টাকা মূল্যের ৬/১২৮ জিবি অথবা ৩৮ হাজার ৯৯৯ টাকা মূল্যের ৮/১২৮ জিবি এজ২০ ফিউশন ৫জি। সংবাদ বিজ্ঞপ্তি।

বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২ , ০৮ বৈশাখ ১৪২৮ ১৯ রমাদ্বান ১৪৪৩

রমজানে মটোরোলা ফোন কিনলে মালদ্বীপ ভ্রমণের সুযোগ

image

এই পবিত্র রমজানে মটোরোলা ফোন কিনলে নির্বাচিত ক্রেতাদের মালদ্বীপ ভ্রমণের সুযোগ করে দেবে মটোরোলা। অফারটি চলবে পহেলা রমজান থেকে চাঁদ রাত পর্যন্ত। দুই দিন তিন রাত মালদ্বীপ ভ্রমণের এই অফারটি পাবেন একাধিক ক্রেতা। মালদ্বীপ ভ্রমণ ছাড়াও নিশিত উপহার হিসেবে আরও থাকছে ১.৫ টন এয়ার কন্ডিশনার, বাটা’র গিফট ভাউচার এবং এক থেকে ১০ হাজার টাকা পর্যন্ত ক্যাশ ব্যাক অফার।

“ঈদে ট্রিপ, মটো কিনে মালদ্বীপ” সেøøাগানে পরিচালিত পুরো রমজান মাসব্যাপী মটোরোলার এই ক্যাম্পেইনে মোট পাঁচটি মডেলের সেটের উপর থাকছে অফারগুলো। মডেলগুলো হলো, ১৩ হাজার ৯৯৯ টাকা মূল্যের ই৭ পাওয়ার, ১৫ হাজার ৯৯৯ টাকা মূল্যের ই৪০, ২৫ হাজার ৯৯৯ টাকা মূল্যের জি৪০ ফিউশন, ২৮ হাজার ৯৯৯ টাকা মূল্যের জি৬০ এবং ৩৬ হাজার ৯৯৯ টাকা মূল্যের ৬/১২৮ জিবি অথবা ৩৮ হাজার ৯৯৯ টাকা মূল্যের ৮/১২৮ জিবি এজ২০ ফিউশন ৫জি। সংবাদ বিজ্ঞপ্তি।