বড় উত্থান শেয়ারবাজারে, সূচকের সঙ্গে দর এবং লেনদেনও বেড়েছে

আগের কার্যদিবসের মতো গতকালও বড় উত্থান হয়েছে শেয়ারবাজারে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স অর্থশত পয়েন্ট বেড়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে প্রায় দেড়শত পয়েন্ট। গতকাল সূচকের সঙ্গে অধিকাংশ সিকিউরিটিজের দর এবং টাকার পরিমাণে লেনদেনও বেড়েছে।

গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৫.৯৫ পয়েন্ট বা ০.৮৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৬৬২.৩৬ পয়েন্টে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১০.৫০ পয়েন্ট বা ০.৭২ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ১৪.২৩ পয়েন্ট বা ০.৫৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪৬৪.৬২ পয়েন্ট এবং দুই হাজার ৪৭৪.৮০৭পয়েন্টে।

ডিএসইতে গতকাল টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৭৫৪ কোটি ৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট যা আগের কার্যদিবস থেকে ১৪৮ কোটি ১০ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৬০৫ কোটি ৯৭ লাখ টাকার। ডিএসইতে গতকাল ৩৮০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৩০০টির বা ৭৮.৯৫ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ৫৫টির বা ১৪.৪৭ শতাংশের এবং ২৫টি বা ৬.৫৮ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১৪৭.৪৫ পয়েন্ট বা ০.৭৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৫৯৭.৪৬ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৯২টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৯১টির, কমেছে ৭৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির দর। গতকাল সিএসইতে ৩২ কোটি ৪১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৫৫টির বা ১৪.৪৭ শতাংশের শেয়ার ও ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে প্রিমিয়ার ব্যাংকের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি।

জানা গেছে, আগের কার্যদিবস প্রিমিয়ার ব্যাংকের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৬.২০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১৪ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ২.২০ টাকা বা ১৩.৫৮ শতাংশ কমেছে। এর মাধ্যমে প্রিমিয়ার ব্যাংক ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে প্রাইম ব্যাংকের ৪.৯৭ শতাংশ, আইসিবি ইসলামিক ব্যাংকের ৪.১৬ শতাংশ, ফ্যামিলিটেক্সের ৪.০৮ শতাংশ, বিআইএফসির ৪.০৫ শতাংশ, আইএফআইসি ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ৩.০৭ শতাংশ, ফরচুন সুজের ৩.০৩ শতাংশ, দুলামিয়া কটনের ৩ শতাংশ এবং মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের শেয়ার দর ২.৬৩ শতাংশ কমেছে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৩০০টির বা ৭৮.৯৫ শতাংশের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে বিডিকমের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। আগের কার্যদিবস বিডিকমের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৩.৯০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৩৭.২০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ৩.৩০ টাকা বা ৯.৭৩ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে বিডিকম ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে আইপিডিসির ৭.৩০ শতাংশ, এনআরবিসি ব্যাংকের ৭.১১ শতাংশ, মোজাফফর হোসাইন স্পিনিংয়ের ৬.৮২ শতাংশ, ইস্টার্ন লুব্রিকেন্টসের ৬.২৫ শতাংশ, লংকাবাংলা ফাইন্যান্সের ৫.৯৬ শতাংশ, এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের ৫.৮৮ শতাংশ, এশিয়া প্যাসিফিজ জেনারেল ইন্স্যুরেন্সের ৫.৮৩ শতাংশ, ইনটেকের ৫.৪৬ শতাংশ এবং আমরা টেকনোলজিসের শেয়ার দর ৫.৪২ শতাংশ বেড়েছে।

শুক্রবার, ২২ এপ্রিল ২০২২ , ০৯ বৈশাখ ১৪২৮ ২০ রমাদ্বান ১৪৪৩

বড় উত্থান শেয়ারবাজারে, সূচকের সঙ্গে দর এবং লেনদেনও বেড়েছে

অর্থনৈতিক বার্তা পরিবেশক

আগের কার্যদিবসের মতো গতকালও বড় উত্থান হয়েছে শেয়ারবাজারে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স অর্থশত পয়েন্ট বেড়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে প্রায় দেড়শত পয়েন্ট। গতকাল সূচকের সঙ্গে অধিকাংশ সিকিউরিটিজের দর এবং টাকার পরিমাণে লেনদেনও বেড়েছে।

গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৫.৯৫ পয়েন্ট বা ০.৮৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৬৬২.৩৬ পয়েন্টে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১০.৫০ পয়েন্ট বা ০.৭২ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ১৪.২৩ পয়েন্ট বা ০.৫৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪৬৪.৬২ পয়েন্ট এবং দুই হাজার ৪৭৪.৮০৭পয়েন্টে।

ডিএসইতে গতকাল টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৭৫৪ কোটি ৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট যা আগের কার্যদিবস থেকে ১৪৮ কোটি ১০ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৬০৫ কোটি ৯৭ লাখ টাকার। ডিএসইতে গতকাল ৩৮০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৩০০টির বা ৭৮.৯৫ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ৫৫টির বা ১৪.৪৭ শতাংশের এবং ২৫টি বা ৬.৫৮ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১৪৭.৪৫ পয়েন্ট বা ০.৭৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৫৯৭.৪৬ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৯২টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৯১টির, কমেছে ৭৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির দর। গতকাল সিএসইতে ৩২ কোটি ৪১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৫৫টির বা ১৪.৪৭ শতাংশের শেয়ার ও ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে প্রিমিয়ার ব্যাংকের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি।

জানা গেছে, আগের কার্যদিবস প্রিমিয়ার ব্যাংকের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৬.২০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১৪ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ২.২০ টাকা বা ১৩.৫৮ শতাংশ কমেছে। এর মাধ্যমে প্রিমিয়ার ব্যাংক ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে প্রাইম ব্যাংকের ৪.৯৭ শতাংশ, আইসিবি ইসলামিক ব্যাংকের ৪.১৬ শতাংশ, ফ্যামিলিটেক্সের ৪.০৮ শতাংশ, বিআইএফসির ৪.০৫ শতাংশ, আইএফআইসি ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ৩.০৭ শতাংশ, ফরচুন সুজের ৩.০৩ শতাংশ, দুলামিয়া কটনের ৩ শতাংশ এবং মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের শেয়ার দর ২.৬৩ শতাংশ কমেছে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৩০০টির বা ৭৮.৯৫ শতাংশের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে বিডিকমের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। আগের কার্যদিবস বিডিকমের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৩.৯০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৩৭.২০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ৩.৩০ টাকা বা ৯.৭৩ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে বিডিকম ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে আইপিডিসির ৭.৩০ শতাংশ, এনআরবিসি ব্যাংকের ৭.১১ শতাংশ, মোজাফফর হোসাইন স্পিনিংয়ের ৬.৮২ শতাংশ, ইস্টার্ন লুব্রিকেন্টসের ৬.২৫ শতাংশ, লংকাবাংলা ফাইন্যান্সের ৫.৯৬ শতাংশ, এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের ৫.৮৮ শতাংশ, এশিয়া প্যাসিফিজ জেনারেল ইন্স্যুরেন্সের ৫.৮৩ শতাংশ, ইনটেকের ৫.৪৬ শতাংশ এবং আমরা টেকনোলজিসের শেয়ার দর ৫.৪২ শতাংশ বেড়েছে।