রাখাইনদের জলকেলি সম্পন্ন

কক্সবাজারে আলোক জীবনের প্রত্যাশায় রাখাইনদের জলকেলি উৎসব সম্পন্ন হয়েছে। গত মঙ্গলবার (১৯ এপ্রিল) ঘোর অন্ধকার মাড়িয়ে আলোক জীবনের প্রত্যাশায় বরণ করা হয় ১৩৮৪ মগীসনকে। ৩ দিনব্যাপী সমাপনী দিনে রাখাইন তরুণ তরুণীরা কাঁধে কাঁধ মিলিয়ে নববর্ষ উৎসবকে বর্ণিল করে তুলে। তারা পরস্পর মঙ্গলময় জল ছিটিয়ে পুরনো সবকিছু ধুয়ে মুছে নতুনকে আহবান জানিয়েছেন। গত মঙ্গলবার শহরের জলকেলি প্যান্ডেলগুলো ঘুরে দেখা যায়, কক্সবাজার শহরের টেকপাড়া, হাঙর পাড়া, বার্মিজ স্কুল এলাকা, চাউল বাজার, ফুলবাগ সড়ক, মাছবাজার, আরডিএফ প্রাঙ্গন, ক্যাং পাড়ায় বাদ্য বাজনা বাজিয়ে দল বেঁধে এক প্যান্ডেল থেকে আরেক প্যান্ডেলে ছুটে বেড়ায়। প্যান্ডেলগুলোতে আগে থেকে অপেক্ষারত তরুণীরা সেজে দলবেঁধে আসা তরুণদের পানি ছিটিয়ে পুরোনো বছরের হতাশা দূর করে। এবার রাখাইন নববর্ষ উপলক্ষে ডিজে পার্টিসহ বর্ণাঢ্য নানা অনুষ্ঠানমালার আয়োজন করে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র। পর্যটন শহর ছাড়াও মহেশখালী, টেকনাফ সদর, হ্নীলা চৌধুরী পাড়া, রামু, পানেরছড়া, চকরিয়ার মানিকপুরসহ রাখাইন অধ্যুষিত এলাকাগুলোতে সপ্তাহজুড়ে রাখাইন নববর্ষ পালনে নানা আনুষ্ঠানিকতা পালন করা হয়।

শুক্রবার, ২২ এপ্রিল ২০২২ , ০৯ বৈশাখ ১৪২৮ ২০ রমাদ্বান ১৪৪৩

রাখাইনদের জলকেলি সম্পন্ন

প্রতিনিধি, কক্সবাজার

image

কক্সবাজার : রাখাইন যুবক-যুবতীদের জলকেলি -সংবাদ

কক্সবাজারে আলোক জীবনের প্রত্যাশায় রাখাইনদের জলকেলি উৎসব সম্পন্ন হয়েছে। গত মঙ্গলবার (১৯ এপ্রিল) ঘোর অন্ধকার মাড়িয়ে আলোক জীবনের প্রত্যাশায় বরণ করা হয় ১৩৮৪ মগীসনকে। ৩ দিনব্যাপী সমাপনী দিনে রাখাইন তরুণ তরুণীরা কাঁধে কাঁধ মিলিয়ে নববর্ষ উৎসবকে বর্ণিল করে তুলে। তারা পরস্পর মঙ্গলময় জল ছিটিয়ে পুরনো সবকিছু ধুয়ে মুছে নতুনকে আহবান জানিয়েছেন। গত মঙ্গলবার শহরের জলকেলি প্যান্ডেলগুলো ঘুরে দেখা যায়, কক্সবাজার শহরের টেকপাড়া, হাঙর পাড়া, বার্মিজ স্কুল এলাকা, চাউল বাজার, ফুলবাগ সড়ক, মাছবাজার, আরডিএফ প্রাঙ্গন, ক্যাং পাড়ায় বাদ্য বাজনা বাজিয়ে দল বেঁধে এক প্যান্ডেল থেকে আরেক প্যান্ডেলে ছুটে বেড়ায়। প্যান্ডেলগুলোতে আগে থেকে অপেক্ষারত তরুণীরা সেজে দলবেঁধে আসা তরুণদের পানি ছিটিয়ে পুরোনো বছরের হতাশা দূর করে। এবার রাখাইন নববর্ষ উপলক্ষে ডিজে পার্টিসহ বর্ণাঢ্য নানা অনুষ্ঠানমালার আয়োজন করে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র। পর্যটন শহর ছাড়াও মহেশখালী, টেকনাফ সদর, হ্নীলা চৌধুরী পাড়া, রামু, পানেরছড়া, চকরিয়ার মানিকপুরসহ রাখাইন অধ্যুষিত এলাকাগুলোতে সপ্তাহজুড়ে রাখাইন নববর্ষ পালনে নানা আনুষ্ঠানিকতা পালন করা হয়।