ইলিয়াস আলীর খোঁজে ‘এখনও চেষ্টা করছে’ র‌্যাব

বিএনপির ‘নিখোঁজ’ নেতা ইলিয়াস আলীকে খুঁজে বের করার চেষ্টা এখনও করছে বলে জানিয়েছে র‌্যাব। তার স্ত্রী তাহসিনা রুশদীকেও র‌্যাব সব সময় সহযোগিতা করছে বলেও দাবি করেছে এই এলিট বাহিনী। আর ইলিয়াস আলী অন্তর্ধান সম্পর্কে র‌্যাবকে জড়িয়ে বিদেশ থেকে পরিচালিত একটি সংবাদমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে তা ভিত্তিহীন বলছে বাহিনীটি।

গতকাল র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

র‌্যাবের মুখপাত্র মঈন বলেন, ‘ইলিয়াস আলীর স্ত্রী কিন্তু বিভিন্ন সময় বলেছেন, র‌্যাবের কাছে উনি যখনই এসেছেন, তাকে সহায়তা দিয়েছে র‌্যাব। এখনো আমরা কিন্তু উনাকে সহযোগিতা করছি। ওই বিষয়ে কেউ তথ্য দিলে আমরা কিন্তু যাচ্ছি তাকে খুঁজে বের করার চেষ্টায়। আমরাও চেষ্টা করছি তাকে খুঁজে বের করার।’

২০১২ সালের ১৭ এপ্রিল রাতে রাজধানীর বনানীর রাস্তা থেকে ইলিয়াস আলী ও তার গাড়িচালক আনসার আলীকে অজ্ঞাত ব্যক্তিরা তুলে নিয়ে যান। পরে পরিত্যক্ত অবস্থায় গাড়িটি উদ্ধার করে পুলিশ। এর পর থেকেই তারা নিখোঁজ।

বিএনপির নেতা ইলিয়াস আলীকে ‘গুম করা হয়েছে’ দাবি করে সুইডেনভিত্তিক সংবাদ মাধ্যম ‘নেত্র নিউজ’ এর প্রতিবদনে র‌্যাবের জড়িত থাকার অভিযোগ ‘ভিত্তিহীন’ বলেছে এই এলিট বাহিনী।

এক প্রশ্নের জবাবে র‌্যাবের মুখপাত্র বলেন, ‘ইলিয়াস আলীর বিষয়ে নেত্র নিউজ নামের সংবাদমাধ্যমটি যেভাবে তথ্য-উপাত্ত উপস্থাপন করেছে, র‌্যাব মনে করে তা সম্পূর্ণ ভিত্তিহীন।’

‘আমরা বলব, ইলিয়াস আলীকে যখন থেকে পাওয়া যাচ্ছিল না উনার স্ত্রী যখন র‌্যাবের কাছে এসেছিলেন, তখন তাকে সর্বোচ্চ আইনগত সহায়তা দেয়ার চেষ্টা করেছে র‌্যাব।’

খন্দকার আল মঈন বলেন, ‘যেখানে যেখানে তার (তাহসিনা রুশদীর) সন্দেহ হয়, অর্থাৎ যেখানে তিনি মনে করেছিলেন যে, তার স্বামীর থাকা সম্ভাবনা রয়েছে, তিনি যখনই র‌্যাবকে কোন তথ্য দিয়েছেন, তখনই র‌্যাবের টিম তাকে গিয়ে সহযোগিতা করেছে।’

ইলিয়াসের অন্তর্ধানের দশক পূর্তিতে গত সোমবার বিএনপির এক সভায় তার স্ত্রী তাহসিনা রুশদীর বলেন, ‘আমরা প্রতিটি মুহূর্ত তার ফেরার অপেক্ষায় আছি।’ ওই সভায় তাহসিনার অভিযোগ, ‘আইন প্রয়োগকারী সংস্থার লোকেরাই’ যে ইলিয়াস আলীকে তুলে নিয়ে গেছেন এটা তিনি ‘নিশ্চিত’।

একই দিনে সুইডেনভিত্তিক সংবাদমাধ্যম নেত্র নিউজের এক প্রতিবদনে ‘গোপন নথির’ বরাতে দাবি করা হয়, অপহরণের ওই ঘটনায় র‌্যাবের গোয়েন্দা শাখার ‘সম্পৃক্ততা পেয়েছিল’ র‌্যাবেরই আরেকটি শাখা। ওই প্রতিবেদনে তিন কর্মকর্তার নামও প্রকাশ করে নেত্র নিউজ।

এ বিষয়ে খন্দকার মঈন বলেন, ‘র‌্যাব হচ্ছে একটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। র‌্যাবের যত অভিযান, সবই আইন মেনে পরিচালনা করা হয়।’

তিনি বলেন, ‘নেত্র নিউজে যেসব তথ্য-উপাত্ত দেয়া হয়েছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন। এটা হচ্ছে আমাদের বক্তব্য। এখানে যেভাবে ডকুমেন্টেশন দেখানো হয়েছে বিষয়টা কিন্তু সেরকম না।’

শুক্রবার, ২২ এপ্রিল ২০২২ , ০৯ বৈশাখ ১৪২৮ ২০ রমাদ্বান ১৪৪৩

ইলিয়াস আলীর খোঁজে ‘এখনও চেষ্টা করছে’ র‌্যাব

নিজস্ব বার্তা পরিবেশক

বিএনপির ‘নিখোঁজ’ নেতা ইলিয়াস আলীকে খুঁজে বের করার চেষ্টা এখনও করছে বলে জানিয়েছে র‌্যাব। তার স্ত্রী তাহসিনা রুশদীকেও র‌্যাব সব সময় সহযোগিতা করছে বলেও দাবি করেছে এই এলিট বাহিনী। আর ইলিয়াস আলী অন্তর্ধান সম্পর্কে র‌্যাবকে জড়িয়ে বিদেশ থেকে পরিচালিত একটি সংবাদমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে তা ভিত্তিহীন বলছে বাহিনীটি।

গতকাল র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

র‌্যাবের মুখপাত্র মঈন বলেন, ‘ইলিয়াস আলীর স্ত্রী কিন্তু বিভিন্ন সময় বলেছেন, র‌্যাবের কাছে উনি যখনই এসেছেন, তাকে সহায়তা দিয়েছে র‌্যাব। এখনো আমরা কিন্তু উনাকে সহযোগিতা করছি। ওই বিষয়ে কেউ তথ্য দিলে আমরা কিন্তু যাচ্ছি তাকে খুঁজে বের করার চেষ্টায়। আমরাও চেষ্টা করছি তাকে খুঁজে বের করার।’

২০১২ সালের ১৭ এপ্রিল রাতে রাজধানীর বনানীর রাস্তা থেকে ইলিয়াস আলী ও তার গাড়িচালক আনসার আলীকে অজ্ঞাত ব্যক্তিরা তুলে নিয়ে যান। পরে পরিত্যক্ত অবস্থায় গাড়িটি উদ্ধার করে পুলিশ। এর পর থেকেই তারা নিখোঁজ।

বিএনপির নেতা ইলিয়াস আলীকে ‘গুম করা হয়েছে’ দাবি করে সুইডেনভিত্তিক সংবাদ মাধ্যম ‘নেত্র নিউজ’ এর প্রতিবদনে র‌্যাবের জড়িত থাকার অভিযোগ ‘ভিত্তিহীন’ বলেছে এই এলিট বাহিনী।

এক প্রশ্নের জবাবে র‌্যাবের মুখপাত্র বলেন, ‘ইলিয়াস আলীর বিষয়ে নেত্র নিউজ নামের সংবাদমাধ্যমটি যেভাবে তথ্য-উপাত্ত উপস্থাপন করেছে, র‌্যাব মনে করে তা সম্পূর্ণ ভিত্তিহীন।’

‘আমরা বলব, ইলিয়াস আলীকে যখন থেকে পাওয়া যাচ্ছিল না উনার স্ত্রী যখন র‌্যাবের কাছে এসেছিলেন, তখন তাকে সর্বোচ্চ আইনগত সহায়তা দেয়ার চেষ্টা করেছে র‌্যাব।’

খন্দকার আল মঈন বলেন, ‘যেখানে যেখানে তার (তাহসিনা রুশদীর) সন্দেহ হয়, অর্থাৎ যেখানে তিনি মনে করেছিলেন যে, তার স্বামীর থাকা সম্ভাবনা রয়েছে, তিনি যখনই র‌্যাবকে কোন তথ্য দিয়েছেন, তখনই র‌্যাবের টিম তাকে গিয়ে সহযোগিতা করেছে।’

ইলিয়াসের অন্তর্ধানের দশক পূর্তিতে গত সোমবার বিএনপির এক সভায় তার স্ত্রী তাহসিনা রুশদীর বলেন, ‘আমরা প্রতিটি মুহূর্ত তার ফেরার অপেক্ষায় আছি।’ ওই সভায় তাহসিনার অভিযোগ, ‘আইন প্রয়োগকারী সংস্থার লোকেরাই’ যে ইলিয়াস আলীকে তুলে নিয়ে গেছেন এটা তিনি ‘নিশ্চিত’।

একই দিনে সুইডেনভিত্তিক সংবাদমাধ্যম নেত্র নিউজের এক প্রতিবদনে ‘গোপন নথির’ বরাতে দাবি করা হয়, অপহরণের ওই ঘটনায় র‌্যাবের গোয়েন্দা শাখার ‘সম্পৃক্ততা পেয়েছিল’ র‌্যাবেরই আরেকটি শাখা। ওই প্রতিবেদনে তিন কর্মকর্তার নামও প্রকাশ করে নেত্র নিউজ।

এ বিষয়ে খন্দকার মঈন বলেন, ‘র‌্যাব হচ্ছে একটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। র‌্যাবের যত অভিযান, সবই আইন মেনে পরিচালনা করা হয়।’

তিনি বলেন, ‘নেত্র নিউজে যেসব তথ্য-উপাত্ত দেয়া হয়েছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন। এটা হচ্ছে আমাদের বক্তব্য। এখানে যেভাবে ডকুমেন্টেশন দেখানো হয়েছে বিষয়টা কিন্তু সেরকম না।’