বাংলাদেশের দেশীয় ডেভেলপাররা তৈরি করেছে পূর্ণাঙ্গ সুপার অ্যাপ ‘দ্য বোরাক’। তিনটি অ্যাপের সমন্বয়ে মিলছে ৭১ ধরনের ‘অন ডিমান্ড’ সেবা। রাইড, সার্ভিস, ফুড এবং প্রোডাক্ট এই চারটি মূল শ্রেণীর মাধ্যমে মোটর রাইড থেকে অ্যাম্বুলেন্স, মুদি সদাই থেকে ইলেকট্রনিকস কিংবা কসমেটিকস, খাবার অর্ডার, চিকিৎসা সেবা, প্লাম্বার কিংবা সেলুন/ বিউটি পার্লারসহ সব ধরনের প্রয়োজনীয় সেবা পাওয়া যাবে এই অ্যাপের মাধ্যমে। গত ১০ এপ্রিল ১৭তম কোম্পানি হিসেবে দ্যা বোরাক রাইড শেয়ারিং লাইসেন্স পেয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) থেকে।
বোরাক সার্ভিসেস লিমিটেডের প্রতিষ্ঠাতা শফিউল আলম বিপ্লব এ প্রসঙ্গে বলেন, নাগরিকদের জীবনে ডিজিটাল ছোঁয়া দিতে এবং একটি পরিপূর্ণ সুপার অ্যাপের অভিজ্ঞতা দিতে আমাদের এই আয়োজন। সব শ্রেণী পেশার নাগরিককে এই প্ল্যাটফর্মের মাধ্যমে ডিজিটাল সেবা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। দ্যা বোরাক এর উদ্দেশ্য নিয়ে তিনি বলেন, আমরা স্বপ্ন দেখি হাজার মাইল দূরে বসে পাড়ার মুদি দোকান থেকে প্রবাসী ভাই ঈদের বাজার করে দিবেন পরিবারকে, জ্যামে আটকে মূল্যবান সময় নষ্ট হওয়ার আগেই বাইক রাইড নিয়ে গন্তব্যে পৌঁছে যাবে মানুষ, দক্ষতাকে পুঁজি করে ডিজিটাল বো দিয়ে ভাগ্যটাকে পাল্টাবে হাজারো তরুণ, প্রত্যন্ত অঞ্চল থেকে শহরের অভিজ্ঞ চিকিৎসকের সেবা নিবে সুবিধাবঞ্ছিত মানুষ, শহরের ব্যস্ত চাকরিজীবী টাটকা সব্জির বাজার করবেন সরাসরি গ্রামের কৃষকের কাছ থেকে। এই অ্যাপে কার, বাইক, ট্রাক, বাস, মিনিবাস সিএনজি ইত্যাদি সকল ধরনের পরিবহন সেবা ছাড়াও গৃহশিক্ষক, নার্স, ইলেক্ট্রিশিয়ান, রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি ও বিউটিশিয়ানসহ সংশ্লিষ্ট সব ধরনের সেবাও মিলবে। সেবা গ্রহণকারীদের জন্য থাকছে দ্যা বোরাক (https://play.google.com/ store/ apps/details?i d=com.theborak.user), রাইড শেয়ার এবং হোম সার্ভিস প্রদানকারীদের জন্য দ্যা বোরাক উইংস (https://play.google.com/ store/apps/details?id=com.theborak.wing) এবং সব ধরনের দোকান বা পণ্য বিক্রেতাদের জন্য থাকছে দ্যা বোরাক স্টোর অ্যাপ (https://play.google.com/ store/ apps/details?id= com.theborak.store)। গুগল প্লে-স্টোর বা দেশীয় অ্যাপ মার্কেটপ্লেস অ্যাপবাজার থেকে অ্যাপটি ইনস্টল করা যাবে। সংবাদ বিজ্ঞপ্তি।
শুক্রবার, ২২ এপ্রিল ২০২২ , ০৯ বৈশাখ ১৪২৮ ২০ রমাদ্বান ১৪৪৩
বাংলাদেশের দেশীয় ডেভেলপাররা তৈরি করেছে পূর্ণাঙ্গ সুপার অ্যাপ ‘দ্য বোরাক’। তিনটি অ্যাপের সমন্বয়ে মিলছে ৭১ ধরনের ‘অন ডিমান্ড’ সেবা। রাইড, সার্ভিস, ফুড এবং প্রোডাক্ট এই চারটি মূল শ্রেণীর মাধ্যমে মোটর রাইড থেকে অ্যাম্বুলেন্স, মুদি সদাই থেকে ইলেকট্রনিকস কিংবা কসমেটিকস, খাবার অর্ডার, চিকিৎসা সেবা, প্লাম্বার কিংবা সেলুন/ বিউটি পার্লারসহ সব ধরনের প্রয়োজনীয় সেবা পাওয়া যাবে এই অ্যাপের মাধ্যমে। গত ১০ এপ্রিল ১৭তম কোম্পানি হিসেবে দ্যা বোরাক রাইড শেয়ারিং লাইসেন্স পেয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) থেকে।
বোরাক সার্ভিসেস লিমিটেডের প্রতিষ্ঠাতা শফিউল আলম বিপ্লব এ প্রসঙ্গে বলেন, নাগরিকদের জীবনে ডিজিটাল ছোঁয়া দিতে এবং একটি পরিপূর্ণ সুপার অ্যাপের অভিজ্ঞতা দিতে আমাদের এই আয়োজন। সব শ্রেণী পেশার নাগরিককে এই প্ল্যাটফর্মের মাধ্যমে ডিজিটাল সেবা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। দ্যা বোরাক এর উদ্দেশ্য নিয়ে তিনি বলেন, আমরা স্বপ্ন দেখি হাজার মাইল দূরে বসে পাড়ার মুদি দোকান থেকে প্রবাসী ভাই ঈদের বাজার করে দিবেন পরিবারকে, জ্যামে আটকে মূল্যবান সময় নষ্ট হওয়ার আগেই বাইক রাইড নিয়ে গন্তব্যে পৌঁছে যাবে মানুষ, দক্ষতাকে পুঁজি করে ডিজিটাল বো দিয়ে ভাগ্যটাকে পাল্টাবে হাজারো তরুণ, প্রত্যন্ত অঞ্চল থেকে শহরের অভিজ্ঞ চিকিৎসকের সেবা নিবে সুবিধাবঞ্ছিত মানুষ, শহরের ব্যস্ত চাকরিজীবী টাটকা সব্জির বাজার করবেন সরাসরি গ্রামের কৃষকের কাছ থেকে। এই অ্যাপে কার, বাইক, ট্রাক, বাস, মিনিবাস সিএনজি ইত্যাদি সকল ধরনের পরিবহন সেবা ছাড়াও গৃহশিক্ষক, নার্স, ইলেক্ট্রিশিয়ান, রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি ও বিউটিশিয়ানসহ সংশ্লিষ্ট সব ধরনের সেবাও মিলবে। সেবা গ্রহণকারীদের জন্য থাকছে দ্যা বোরাক (https://play.google.com/ store/ apps/details?i d=com.theborak.user), রাইড শেয়ার এবং হোম সার্ভিস প্রদানকারীদের জন্য দ্যা বোরাক উইংস (https://play.google.com/ store/apps/details?id=com.theborak.wing) এবং সব ধরনের দোকান বা পণ্য বিক্রেতাদের জন্য থাকছে দ্যা বোরাক স্টোর অ্যাপ (https://play.google.com/ store/ apps/details?id= com.theborak.store)। গুগল প্লে-স্টোর বা দেশীয় অ্যাপ মার্কেটপ্লেস অ্যাপবাজার থেকে অ্যাপটি ইনস্টল করা যাবে। সংবাদ বিজ্ঞপ্তি।